Drishyam 2 Box Office: প্রেক্ষাগৃহে বিপর্যয় ঘটাচ্ছে 'দৃশ্যম ২', এক মাসে কত হল ব্যবসা?
Drishyam 2 Box Office Collection: মুক্তির প্রথম দিন থেকেই বক্স অফিসে ঝড় তুলতে শুরু করে 'দৃশ্যম ২'। ছবি মুক্তির এক মাস পেরিয়ে গিয়েছে। এক মাসে কত টাকা আয় করল এই ছবি?
![Drishyam 2 Box Office: প্রেক্ষাগৃহে বিপর্যয় ঘটাচ্ছে 'দৃশ্যম ২', এক মাসে কত হল ব্যবসা? Drishyam 2 crosses Rs. 215 crores in 4 weeks, new releases are theatrical disasters, know in details Drishyam 2 Box Office: প্রেক্ষাগৃহে বিপর্যয় ঘটাচ্ছে 'দৃশ্যম ২', এক মাসে কত হল ব্যবসা?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/18/347f8fe70d263b81878c0ba0a915154b1668745916698396_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: গত ১৮ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে অজয় দেবগনের (Ajay Devgn) ছবি 'দৃশ্য়ম ২' (Drishyam 2)। এই ছবিতে অজয় দেবগন ছাড়াও মুখ্য চরিত্রে অভিনয় করেছেন শ্রিয়া সরন (Shriya Saran), তব্বু (Tabbu), অক্ষয় খন্না (Akshaye Khanna), রজত কপূর প্রমুখরা। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছে ইশিতা দত্ত, সৌরভ শুক্লদের। মুক্তির প্রথম দিন থেকেই বক্স অফিসে ঝড় তুলতে শুরু করে 'দৃশ্যম ২'। ছবি মুক্তির এক মাস পেরিয়ে গিয়েছে। এক মাসে কত টাকা আয় করল এই ছবি?
">
এক মাসে কত টাকা বক্স অফিস কালেকশন হল 'দৃশ্য়ম ২'-এর?
এদিন ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে 'দৃশ্যম ২' ছবির বক্স অফিস কালেকশন শেয়ার করেছেন। তাঁর পোস্ট থেকেই জানা যাচ্ছে, প্রথম সপ্তাহে অজয় দেবগনের ছবি ব্যবসা করেছিল ১০৪.৬৬ কোটি টাকার। দ্বিতীয় সপ্তাহে ব্যবসা করেছিল ৫৮.৮২ কোটি টাকার। তৃতীয় সপ্তাহে ৩২.৮২ কোটি টাকার। এবং চতুর্থ সপ্তাহে এই ছবি ব্যবসা করে ১৯.৪০ কোটি টাকার। অর্থাৎ, মোট এই ছবি ব্যবসা করল এখনও পর্যন্ত ২১৫.৭০ কোটি টাকার। প্রসঙ্গত, মুক্তির সাত দিন পেরনোর আগেই এই ছবি ব্যবসা করে ফেলে ১০০ কোটি টাকার। এখনও 'দৃশ্যম ২' কত টাকা ব্যবসা করে, তাই দেখার।
">
আরও পড়ুন - Rakul Preet Singh: সমন পাঠালো ইডি, আইনি বিপাকে রকুলপ্রীত সিংহ
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)