এক্সপ্লোর
দঙ্গলকে করমুক্ত ঘোষণার দাবি হিসারের সাংসদের

চণ্ডীগড়: হরিয়ানায় দঙ্গল ছবিটিকে করমুক্ত ঘোষণার দাবি জানালেন হিসারের সাসংদ দুশ্যন্ত চৌতালা। ট্যুইট করে তিনি হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টারের কাছে ছবিটিকে করমুক্ত করার দাবি জানিয়েছেন।
.@cmohry अगर #MSG हरियाणा में टैक्स फ्री हो सकती है तो #Dangal को भी टैक्स फ्री करें।#TaxFreeDangal
— Dushyant Chautala (@Dchautala) December 24, 2016
আইএনএলডি সাংসদ চৌতালা বলেছেন, ছবিটিতে হরিয়ানার কুস্তিগীর মহাবীর সিংহ ফোগতের গৌরবোজ্জবল ইতিহাস তুলে ধরা হয়েছে। আর্থিক প্রতিকূলতা সত্ত্বেও তিনি যেভাবে তিন মেয়েকে কুস্তিগীর হিসেবে গড়ে তুলেছেন, সেটাও এই ছবিতে দেখানো হয়েছে। মহাবীরের জন্য হরিয়ানা গর্বিত। ছবিটিকে করমুক্ত করা হলে মানুষের কাছে সেই বার্তা যাবে। বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















