Top Social Post: পরম-পিয়ার সংসারে একরত্তির প্রবেশ, রাজকীয় বেশে 'রাম' রণবীরের ছবি ফাঁস, আজকের সোশ্যালে সেরা
Social Post Today: দিনের শেষে, খুঁজে নেওয়ার চেষ্টা করা যাক সেই সব সোশ্যাল মিডিয়া পোস্টকে, যা নজর কাড়ল আলাদাভাবে। টলিউড থেকে বলিউড আমরা দিন শেষে খুঁজে নেওয়ার চেষ্টা করব সোশ্যালের সেরাদের।
কলকাতা: আজকাল সোশ্যাল মিডিয়া (Social Media) ছাড়া এক মুহূর্তও চলা দায়। প্রচারের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম সোশ্যাল মিডিয়া। তা কোনও ছবির ক্ষেত্রেই হোক, বা কোনও তারকার নিজস্ব প্রচারই হোক। তারকা, প্রযোজনা সংস্থা তো বটেই, সাধারণ মানুষও সোশ্যাল মিডিয়ায় তাঁদের জীবনের প্রত্যেক মুহূর্তের আপডেট শেয়ার করতে বেশ পছন্দ করেন। শুধু নিজেদের কাজই নয়, নিজেদের দৈনন্দিন জীবনের টুকরো মুহূর্তও সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেন তারকারা। আর সেসব দেখতে মুখিয়ে থাকেন অনুরাগীরা। টলিউড (Tollywood) থেকে বলিউড (Bollywood)... প্রায় প্রত্যেক তারকাই এখন সোশ্যাল মিডিয়ায় ভীষণভাবে সক্রিয়। আমরা প্রতিদিন খুঁজে নেওয়ার চেষ্টা করব সেই সব সোশ্যাল মিডিয়া পোস্টকে, যা নজর কাড়ল আলাদাভাবে। সে প্রচারই হোক বা নিছক আলসে মুহূর্ত.. টলিউড থেকে বলিউড, আমরা প্রতিদিন খুঁজে নেওয়ার চেষ্টা করব, বিনোদন দুনিয়ার সোশ্যালের সেরা খবরগুলোকে।
পিয়া চক্রবর্তীর কোলে একরত্তি বিড়ালছানা
ফের চর্চায় পরম-পত্নী, পিয়া চক্রবর্তী (Piya Chakraborty)। তাঁর কোলে এসেছে ফুটফুটে শিশু প্রাণ। তাকে নিয়েই এখন সময় কেটে যাচ্ছে পিয়ার। সোশ্যাল মিডিয়া থেকেও খানিক বিরতি নিতে হয়েছে। তাহলে কি সুখবর দিলেন পিয়া চক্রবর্তী ও পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)। আজ্ঞে, সুখবর বলা চলে কি না তা পাঠক সিদ্ধান্ত নিক। তবে মিষ্টি খবর তো বটেই। পিয়ার কোল আলো করে এক ফুটফুটি বিড়ালছানা (kitten)। সম্প্রতি বেশ কয়েকটা ছবি নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন পিয়া। সেখানে দেখা যাচ্ছে তাঁর কোলের ওপর বিরাজ করছে একরত্তি বিড়ালছানা। সাদা কালো ছানার গোল গোল চোখে মায়া জড়ানো। অফিসের সামনে থেকে তাকে খুঁজে পেয়েছেন পিয়া। ছবি পোস্ট করে ক্যাপশনে লিখলেন, 'আনন্দের সঙ্গে সোশ্যাল মিডিয়া থেকে দূরে রয়েছি কারণ আমার জীবন এখন এই ছোট্ট বিড়ালছানার দ্বারা অধিকৃত যাকে আমি গত সপ্তাহে অফিসের কাছে খুঁজে পেয়েছি। নরম, উষ্ণ এবং বেশ লোমশ।' তাঁর পোস্টে ভালবাসা জানিয়েছেন তাঁর একাধিক বন্ধু ও অনুরাগীরা।
View this post on Instagram
রামচন্দ্রের লুকে রণবীর, সীতার লুকে সাই পল্লবী, প্রথম লুক হল ফাঁস
নীতেশ তিওয়ারি (Nitesh Tiwari) পরিচালিত 'রামায়ণ' (Ramayana) দেখার অপেক্ষায় দর্শক বহুদিন ধরেই। কীভাবে দেখা যাবে রণবীর কপূর (Ranbir Kapoor) বা সাই পল্লবীকে (Sai Pallavi), কোন চরিত্রে কে থাকবেন, উত্তেজনা, চর্চা চলছেই। তবে এখনও বিশেষ কোনও তথ্য প্রকাশ করা হয়নি নির্মাতাদের তরফে। এবার শ্যুটিং সেট থেকে ফাঁস হল রামচন্দ্রের বেশে রণবীর ও সীতার বেশে সাই পল্লবীর ছবি (First Look Leaked)। প্রাথমিকভাবে ছবিগুলি 'জুম টিভি' পেয়েছে, এখন যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল নীতেশ তিওয়ারির নির্মীয়মাণ 'রামায়ণ'-এর সেটের ফাঁস হওয়া ছবি। সেখানে রাজকীয় পোশাকে দেখা গেল 'অ্যানিম্যাল' অভিনেতাকে। রামচন্দ্রের ভূমিকায় দেখা যাবে তাঁকে। অন্যদিকে নম্রতা ও ভদ্রতার প্রতীক সীতার বেশে দেখা মিলল সাই পল্লবীর। এই প্রথম রণবীর কপূর ও সাই পল্লবী একসঙ্গে কাজ করতে চলেছেন।
I'm SCREAMING , CRYING....I'm just so HAPPY n EMOTIONAL after watching SAI PALLAVI's first glimpse as SITA 😭🛐❤️
— Sai Pallavi FC™ (@SaipallaviFC) April 27, 2024
Tq universe for making this possible 🙏@Sai_Pallavi92 #Ramayana #SaiPallavi #Sita #RanbirKapoor pic.twitter.com/gf7WglWv5I
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।