Top Social Post: চোখে অস্ত্রোপচার করালেন জিনত আমন, 'ডিপফেক' প্রযুক্তির জালে ক্যাটরিনাও, আজকের 'সোশ্যালে সেরা'
Social Post Today: দিনের শেষে, আমরা খুঁজে নেওয়ার চেষ্টা করব সেই সব সোশ্যাল মিডিয়া পোস্টকে, যা নজর কাড়ল আলাদাভাবে। টলিউড থেকে বলিউড আমরা দিন শেষে খুঁজে নেওয়ার চেষ্টা করব সোশ্যালের সেরাদের।
কলকাতা: আজকাল সোশ্যাল মিডিয়া (Social Media) ছাড়া এক মুহূর্তও চলা দায়। প্রচারের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম সোশ্যাল মিডিয়া। তা কোনও ছবির ক্ষেত্রেই হোক, বা কোনও তারকার নিজস্ব প্রচারই হোক। তারকা, প্রযোজনা সংস্থা তো বটেই, সাধারণ মানুষও সোশ্যাল মিডিয়ায় তাঁদের জীবনের প্রত্যেক মুহূর্তের আপডেট শেয়ার করতে বেশ পছন্দ করেন। শুধু নিজেদের কাজই নয়, নিজেদের দৈনন্দিন জীবনের টুকরো মুহূর্তও সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেন তারকারা। আর সেসব দেখতে মুখিয়ে থাকেন অনুরাগীরা। টলিউড (Tollywood) থেকে বলিউড (Bollywood)... প্রায় প্রত্যেক তারকাই এখন সোশ্যাল মিডিয়ায় ভীষণভাবে সক্রিয়। আমরা প্রতিদিন খুঁজে নেওয়ার চেষ্টা করব সেই সব সোশ্যাল মিডিয়া পোস্টকে, যা নজর কাড়ল আলাদাভাবে। সে প্রচারই হোক বা নিছক আলসে মুহূর্ত.. টলিউড থেকে বলিউড, আমরা প্রতিদিন খুঁজে নেওয়ার চেষ্টা করব, বিনোদন দুনিয়ার সোশ্যালের সেরা খবরগুলোকে।
ক্ষীণ হচ্ছিল দৃষ্টিশক্তি, অস্ত্রোপচার করালেন জিনত আমন
প্রায় চার দশক পুরনো চোট। চোখে মারাত্মক চোটের থেকে 'টোসিস' (Ptosis) নামক রোগে আক্রান্ত হওয়া, যার ফলে ঝুঁকে পড়ছিল চোখের ওপরের পাতা। ফলস্বরূপ বাধা পেতে থাকে দৃষ্টিশক্তি। অবশেষে আধুনিক চিকিৎসা পদ্ধতির সৌজন্যে, অস্ত্রোপচারের সাহায্যে আপাতত সুস্থ আছেন তিনি। ফিরছে দৃষ্টিশক্তি। সোশ্যাল মিডিয়ায় জানালেন গোটা ঘটনা। এর আগে জিনত আমন জানিয়েছিলেন তাঁর কঠিন বিয়ে প্রসঙ্গে। সঞ্জয় খানের সঙ্গে বৈবাহিক সম্পর্কে থাকার সময় স্ত্রীকে মারধর করতেন বলে অভিযোগ ওঠে। যদিও অভিনেত্রী জানান যে সেই সময়ের কোনও স্মৃতি তিনি মনে রাখতে চান না। সেই সময় শোনা যায়, কোনও এক ইভেন্টে, অভিনেতা ও পরিচালক সঞ্জয় খান সকলের সামনেই মারধর করেন জিনত আমনকে। যদিও সম্প্রতি এক পডকাস্ট শোয়ে সঞ্জয় খান জানান তিনি কোনওদিনই জিনত আমনকে 'থাপ্পড়' মারেননি এবং একইসঙ্গে এও জানান অভিনেত্রীর চোখের যে চোট তা তাঁদের 'বংশগত'। তবে কারণ যাই হোক, অনুরাগীদের কাছে এটাই সুখবর যে সেরে উঠছেন জিনত আমন। অভিনেত্রী এদিনের পোস্টে জানান, চলতি বছরের ১৮ মে একটি শ্যুটিং সারার পর ১৯ মে সকালে তাঁকে খারের হিন্দুজা হাসপাতালে ভর্তি করান জাহান ও কারা। তিনি লেখেন, 'গত ৪০ বছর ধরে আমার সঙ্গে এক দৈত্যাকার হাতির বসবাস। সময় এসে গেছে তাকে প্রস্থানের দরজা দেখিয়ে দেওয়ার। আমার একটা সমস্যা আছে যার নাম 'টোসিস' - কয়েক দশক আগের একটি চোটের ফল, যার জন্য আমার চোখের পাতা ধীরে ধীরে ঝুঁকতে শুরু করে। কিছু বছর আগে সেটায় এতই বাড়াবাড়ি হয় যে আমার দৃষ্টিশক্তি বাধাপ্রাপ্ত হতে থাকে।'
View this post on Instagram
'ডিপফেক' প্রযুক্তির জালে ক্যাটরিনা কাইফও
রশ্মিকা মন্দানার (Rashmika Mandanna) ভাইরাল 'ডিপফেক' ভিডিও (Deepfake Video) নিয়ে যখন তোলপাড় চারিদিক, তারই মাঝে একই সমস্যার সম্মুখীন অভিনেত্রী ক্যাটরিনা কাইফ (Katrina Kaif)। দিন দুয়েকের ব্যবধানেই এক কাণ্ড। 'টাইগার ৩' সিনেমার একটি লুক থেকে ক্যাটরিনার 'ডিপফেক' ছবি তৈরি করে ভাইরাল করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি প্রকাশ্যে এসেছে 'টাইগার ৩' ছবির ট্রেলার, যেখানে মুখ্য চরিত্রে দেখা যাবে সলমন খান ও ক্যাটরিনা কাইফ। সেখানেই একটি দৃশ্যে দেখা যায় যে হামামের মধ্যে তোয়ালে পরে অ্যাকশন সিক্যোয়েন্স করছেন বলিউডের প্রিয় ক্যাট। সেই দৃশ্য থেকেই একটি ছবি হয়েছে ভাইরাল। সেই ছবিতে দেখা যাচ্ছে একই পোজে দাঁড়িয়ে রয়েছেন অভিনেত্রী কিন্তু তাঁর পোশাক ভিন্ন। আসলে যা পরেছিলেন অভিনেত্রী, 'ডিপফেক' করে তোয়ালে ঢাকা অংশের পরিমাণ অনেকটা কমিয়ে দেওয়া হয়েছে। যদিও সেই ভুয়ো ছবি এখন মুছে দেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়া থেকে। সম্প্রতিই এক ইনফ্লুয়েন্সারের মুখে 'পুষ্পা' অভিনেত্রী রশ্মিকা মান্দানার মুখ ব্যবহার করে ভিডিও ভাইরাল করে দেওয়া হয়। তারপরে রীতিমতো শোরগোল পড়ে যায় সোশ্যাল মিডিয়ায়।
Katrina Kaif's towel scene from Tiger 3 gets morphed. Deepfake picture is garnering attention and it's really shameful. AI is a great tool but using it to morph women is outright criminal offence. Feels disgusted#tiger3 #morphedpic #katrina @BeingSalmanKhan @yrf @KatrinaKaifFB pic.twitter.com/Jv0ABOsvTQ
— Pranit (@pranit_pranu) November 7, 2023
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন