Father's Day 2022: নামে রয়েছে বাবার নাম, এই প্রথমবার বাবাকে ছাড়া ফাদার্স ডে কাটাচ্ছেন যে বলি নায়িকা
Bollywood Actress's Father's Day: এই প্রথমবার বাবাকে ছাড়া ফাদার্স ডে কাটাচ্ছেন এক বলি নায়িকা। চলতি বছরের শুরুর দিকেই বাবাকে হারিয়েছেন তিনি।
কলকাতা: আজ ফাদার্স ডে (Father's Day 2022)। সোশ্যাল মিডিয়া জুড়ে বাবার উদ্দেশে নানা পোস্টে ছেয়ে রয়েছে। সাধারণ নেট নাগরিক থেকে তারকারা সকলেই নানা ছবি পোস্ট করছেন। কিন্তু এই প্রথমবার বাবাকে ছাড়া ফাদার্স ডে কাটাচ্ছেন এক বলি নায়িকা। চলতি বছরের শুরুর দিকেই বাবাকে হারিয়েছেন তিনি।
ফাদার্স ডে-তে মন খারাপ যে বলি নায়িকার-
চলতি বছরে বলিউডে একের পর এক তারকা প্রয়াত হয়েছেন। লতা মঙ্গেশকর থেকে শুরু করে সদ্য প্রয়াত কে কে। বলিউড অভিনেত্রী রবিনা ট্যান্ডন (Raveena Tandon) তাঁর বাবাকে হারিয়েছেন এই বছরই। তাই এই বছরের ফাদার্স ডে তাঁর কাছে অত্যন্ত দুঃখের। গত ১১ ফেব্রুয়ারি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বাবার সঙ্গে একাধিক ছবি পোস্ট করে জানান যে, তাঁর বাবা রবি ট্যান্ডন (Ravi Tandon) প্রয়াত হয়েছেন। ফাদার্স ডে-তে তিনি তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডলে বাবার সঙ্গে প্রোফাইল ছবি দিয়েছেন। শুধু তাই নয়। ইনস্টাগ্রাম স্টোরিতে বাবার সঙ্গে কাটানো নানা ক্যামেরাবন্দি মুহূর্ত পোস্ট করেছেন ভিডিও আকারে। সঙ্গে হৃদয় ভাঙার ইমোজিও দিয়েছেন। বোঝাই যাচ্ছে, আজকের দিনটা তাঁর মনটা কতটা ভেঙে পড়েছে। ৮৫ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন তিনি।
আরও পড়ুন - Bhool Bhulaiyaa 2: এবার হাতের মুঠোয় 'ভুলভুলাইয়া টু', কোন ওটিটি প্ল্যাটফর্মে দেখতে পাবেন?
প্রসঙ্গত, নয়ের দশকে বলিউডে একের পর এক ছবিতে চুটিয়ে অভিনয় করেন রবিনা ট্যান্ডন। শুধু তাঁর অভিনীত ছবিই হিট হয়নি। তাঁর ঠোঁট মেলানো গানও জনপ্রিয় হয় মারাত্মকভাবে। 'টিপ টিপ বরষা পানি' হোক কিংবা অন্য কোনও নাচের গান। কিংবা রোম্যান্টিক গান। আজও একইভাবে অভিনয় করে চলেছেন তিনি। কিছুদিন আগেই ওটিটি প্ল্যাটফর্মে তাঁর সিরিজ 'আরণ্যক' মুক্তি পায়। ওয়েব সিরিজেও একইরকম সাফল্য পান রবিনা ট্যান্ডন।
উল্লেখ্য, রবিনা ট্যান্ডনের নামের সঙ্গে জড়িয়ে রয়েছে তাঁর বাবা এবং মায়ের নাম। তাঁর বাবা রবি ট্যান্ডন এবং তাঁর মায়ের নাম বীণা ট্যান্ডন। ১৯৯১ সাল থেকে বলিউড ছবিতে অভিনয় শুরু করেন রবিনা ট্যান্ডন। প্রথমে মডেল হিসেবে কেরিয়ার শুরু করেন। পরবর্তীকালে অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ হয় তাঁর।