Bhool Bhulaiyaa 2: এবার হাতের মুঠোয় 'ভুলভুলাইয়া টু', কোন ওটিটি প্ল্যাটফর্মে দেখতে পাবেন?
Bhool Bhulaiyaa 2 on OTT: বক্স অফিস কালেকশনে ২০০ কোটির ক্লাবে পৌঁছনোর দৌড়ে রয়েছে এই মুহূর্তে। আর সদ্যই ঘোষণা হয়ে গেল যে এবার ওটিটি প্ল্যাটফর্মেও দেখা যাবে ব্লকবাস্টার হিট এই ছবি।
মুম্বই: সিনেমা হলে কার্যত রাজত্ব করার পর এবার ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাবে 'ভুলভুলাইয়া টু' (Bhool Bhulaiyaa 2)। কিছুদিন আগেই সিনেমা হলে মুক্তি পায় কার্তিক আরিয়ানের (Kartik Aaryan) হরর কমেডি এই ছবি। বক্স অফিস কালেকশনে ২০০ কোটির ক্লাবে পৌঁছনোর দৌড়ে রয়েছে এই মুহূর্তে। আর সদ্যই ঘোষণা হয়ে গেল যে এবার ওটিটি প্ল্যাটফর্মেও দেখা যাবে ব্লকবাস্টার হিট এই ছবি।
ওটিটিতে 'ভুলভুলাইয়া টু'-
সম্প্রতি বলিউড তারকা কার্তিক আরিয়ান তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে 'ভুলভুলাইয়া টু' ছবির ওটিটি প্ল্যাটফর্মে (OTT) সম্প্রচারিত হওয়ার কথা জানিয়েছেন। ইনস্টাগ্রাম হ্যান্ডলে তিনি লেখেন, ''ভুলভুলাইয়া টু'-এর জার্নি অসাধারণ ছিল। আরও উত্তেজনা অনুভব করছি যে, এই ছবি তার ঘর খুঁজে পেয়েছে 'নেটফ্লিক্স'-এ (Netflix)। নেটফ্লিক্সের মাধ্যমে সারা বিশ্বের সমস্ত দর্শক এবং আমার সমস্ত অনুরাগীদের আরও বিনোদন দেওয়া চালিয়ে যাব আমরা।' ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শের পোস্ট অনুযায়ী জানা যায়, শনিবার পর্যন্ত 'ভুলভুলাইয়া টু' ব্যবসা করেছে ১৭৯.৩১ কোটি টাকার। মুক্তি পাওয়ার পর প্রথমদিন থেকে এই ছবি উল্লেখযোগ্য ব্যবসা করে। এরপরেও বেশ কয়েকটি বলিউড ছবি মুক্তি পেয়েছে। কিন্তু 'ভুলভুলাইয়া টু'-এর দাপটে সেগুলি বক্স অফিসে কার্যত মুখ থুবড়ে পড়েছে।
আরও পড়ুন - Koffee With Karan Season 7: কবে থেকে সম্প্রচারিত হবে 'কফি উইথ করণ'? জানিয়ে দিলেন কর্ণ জোহর
প্রসঙ্গত, 'ভুলভুলাইয়া টু' ছবিটি ২০০৭ সালে মুক্তি পাওয়া 'ভুলভুলাইয়া' ছবির সিক্যুয়েল। প্রথম ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যায় অক্ষয় কুমার, বিদ্যা বালান, শাইনি আহুজা এবং আমিশা পটেলকে। পরিচালক অনীশ বাজমির ছবির সিক্যুয়েলকে ঘিরেও আগে থেকেই অনেক প্রত্যাশা ছিল। আর সেই প্রত্যাশা বক্স অফিস কালেকশনে প্রভাব ফেলেছে। এখন দেখার ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের উচ্ছ্বাস কতটা প্রভাব ফেলে। সিক্যুয়েলে মুখ্য চরিত্রে অভিনয় করেন কার্তিক আরিয়ান, কিয়ারা আডবাণী এবং তব্বু। এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যায় সঞ্জয় মিশ্রা, রাজপাল যাদবকে।