এক্সপ্লোর
Advertisement
গোয়ার সমুদ্র সৈকতে পোশাকহীন দৌড়ের ছবি পোস্ট, অশ্লীলতার দায়ে মিলিন্দ সোমানের বিরুদ্ধে মামলা
৪ তারিখ ছিল মিলিন্দের জন্মদিন। সেদিনই তিনি সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত ছবিটি পোস্ট করেন।
মুম্বই: জন্মদিনে গোয়ার সমুদ্র সৈকতে নগ্ন অবস্থায় দৌড়নোর ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন অভিনেতা-মডেল মিলিন্দ সোমান। এর জেরে বিপাকে পড়লেন তিনি। অশ্লীলতার দায়ে তাঁর বিরুদ্ধে মামলা করেছে গোয়া পুলিশ।
৪ তারিখ ছিল মিলিন্দের জন্মদিন। সেদিনই তিনি সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত ছবিটি পোস্ট করেন। স্ত্রী অঙ্কিতার সঙ্গে গোয়ায় ছুটি কাটাতে যান এই অভিনেতা। তাঁরা ছুটি কাটানোর চমকপ্রদ ছবিও পোস্ট করেন। হাসিমুখের ওই ছবিতে মিলিন্দের গায়ে কোনও শার্ট ছিল না। স্ত্রী অঙ্কিতা নিওন রঙের বিকিনি পরেছিলেন। এভাবেই তাঁরা খোলামেলা ছবি তোলেন। সেই ছবি নিজের ট্যুইটার হ্যান্ডল ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে শেয়ার করেছিলেন মিলিন্দ। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ভাইরাল হয়। তবে তার জন্যই ভারতীয় দণ্ডবিধির ২৯৪ ধারায় অশ্লীল অভিনয় বা গান সংক্রান্ত অপরাধ এবং এবং তথ্যপ্রযুক্তি আইনের ৬৭ নম্বর ধারায় অশ্লীল কোনও কিছু প্রকাশ করা বা প্রেরণ করা সংক্রান্ত অপরাধের জন্য মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে সংবাদসংস্থা এএনআই।
Case registered against model-actor-fitness promoter Milind Soman, under IPC Sec 294 (Obscene acts and songs) & Sec 67 (Punishment for publishing/transmitting obscene material in electronic form) of IT Act for his social media post where he was seen sprinting naked at a Goa beach pic.twitter.com/MJq3o6y1rz
— ANI (@ANI) November 6, 2020
ফিটনেসের কথা উঠলে ৫৫ বছর বয়সি মিলিন্দের নাম অভিনেতাদের মধ্যে প্রথমসারিতেই থাকে। এবার পোশাকহীন ছবিটি পোস্ট করার পর তার ফিটনেস নিয়ে চর্চা শুরু হয়। তেমনই সোশ্যাল মিডিয়ায় মিম-বন্যাও বয়ে যায়। কিন্তু এরই মধ্যে তাঁর বিরুদ্ধে অশ্লীলতার অভিযোগ উঠল।
তবে আইনের ফাঁদে জড়িয়ে পড়লেও, জনপ্রিয়তা এতটুকু কমেনি মিলিন্দের। জন্মদিনে অসংখ্য মানুষের কাছ থেকে শুভেচ্ছা বার্তা পেয়েছেন তিনি। সেজন্য তিনি ধন্যবাদ জানিয়েছেন অনুরাগীদের। এই শুভেচ্ছা বার্তা তাঁর জন্মদিনকে আরও বিশেষ করে তুলেছে বলেও জানিয়েছিলেন মিলিন্দ।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
খবর
ব্যবসা-বাণিজ্যের
Advertisement