এক্সপ্লোর

Top Entertainment News Today: রঙের উৎসবে মাতলেন তারকারা, নারীকেন্দ্রিক ছবির মুখ্য চরিত্রে মিথিলা, বিনোদনের সারাদিন

Top Entertainment News Today: গোটা দিন সারা দেশে বিনোদন দুনিয়ার একাধিক ঘটনা ঘটেছে। দিনের শেষে এক ঝলকে দেখে নেওয়া যাক কোন কোন খবর নজর কাড়ল।

কলকাতা: রঙের উৎসবে (Holi 2023) মাতলেন টলিউড থেকে বলিউড, সমস্ত তারকারা। নারী দিবসের (Women's Day) প্রাক্কালে প্রকাশ্যে এল মিথিলার (Mithila) নতুন ছবির লুক। দিনভর বিনোদন দুনিয়ায় নজর কাড়ল কোন কোন খবর, দেখে নিন বিনোদনের সারাদিন (Top Entertainment News)।

নারীকেন্দ্রিক ছবির মুখ্য চরিত্রে মিথিলা

নারী দিবসের (Women's Day) প্রাক্কালে নিজের আগামী ফিচার ছবির ঘোষণা করলেন পরিচালক অর্ণব মিদ্যা (Arnab Middya)। ফের তাঁর ছবির মুখ্য চরিত্রে এক নারী। অভিনয়ে জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা (Rafiath Rashid Mithila)। ছবির নাম 'মেঘলা' (Meghla)। কাহিনি, চিত্রনাট্য, সংলাপ সবই অর্ণবের। প্রকাশ্যে এল মিথিলার প্রথম লুকও। অভিনয়ে দেখা যাবে গৌরব চট্টোপাধ্যায়, অর্ণ মুখোপাধ্যায়, বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়, সায়ন ঘোষ, অমিত সাহা, দীপক হালদার প্রমুখকেও।

সপরিবারে দোল খেলায় মাতলেন কোয়েল মল্লিক

আবিরের রঙের রঙিন হয়ে উঠলেন কোয়েল, ছেলে-স্বামী-মা-বাবাকে নিয়ে এই বিশেষ দিনটায় নিজের মত সময় কাটালেন 'হেমলক সোসাইটি' অভিনেত্রী। কোয়েলের পাশাপাশি রঞ্জিত মল্লিককেও দেখা গেল খোশমেজাজে। 

দোলের দিনে গায়ে হলুদের ছবি পোস্ট

এবার গায়ে হলুদের ছবি নিজের ভক্তদের সঙ্গে শেয়ার করে নিলেন সিদ্ধার্থ মালহোত্রা  ও কিয়ারা আডবাণী। এই জুটির প্রেমের বয়স স্বল্প হলেও, মায়ানগরীর 'দ্য ইট কাপল' বলেই পরিচিতি তৈরি হয়েছিল কিয়ারা এবং সিদ্ধার্থের। 'শেরশাহ' ছবিতে প্রথম একসঙ্গে দেখা যায় তাঁদের। সেখান থেকেই নাকি প্রেমপর্বের সূচনা। পার্টিতে, রেস্তরাঁয় এমনকি বিমানবন্দরেও দেখা গিয়েছে একসঙ্গে। তবুও খুল্লমখুল্লা প্রেমের স্বীকারোক্তির দিকে যাননি কেউই। বরং ধরি মাছ, না ছুঁই পানি আচরণ ছিল আগাগোড়া।

লভ রঞ্জনের পরবর্তী ২ ছবিতেও রণবীর কপূর?

মুক্তির দোরগোড়ায় লভ রঞ্জনের ছবি 'তু ঝুটি ম্যায় মক্কার'। আর এরইমধ্যে প্রকাশ্যে এল নতুন তথ্য। বি-টাউন সূত্রে খবর, পরিচালক ইতিমধ্যেই রণবীর কপূরকে (Ranbir Kapoor) আরও দুটি ছবির অফার করেছেন। তবে এই ছবি দুটি কোন ঘরানার বা এই ছবিতে রণবীরের বিপরীতে কাকে দেখা যাবে, সেই তথ্য এখনও প্রকাশ্যে আসেনি।

জেল থেকে ‘প্রেমপত্র’ পেলেন জ্যাকলিন

আর্থিক তছরুপের মামলায় নাম জড়িয়ে প্রভূত ক্ষতি হয়েছে কেরিয়ারে। কিন্তু আপাতত রেহাই নেই অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজের (Jacqueline Fernandez)। কারণ  জেল থেকে এ বার তাঁর উদ্দেশে 'প্রেমপত্র' লিখলেন প্রতারক সুকেশ চন্দ্রশেখর (Sukesh Chandrashekhar)। দোল উপলক্ষে ওই প্রেমপত্র সংবাদমাধ্যমে প্রকাশ করেছেন তিনি। তাতে দোলের শুভেচ্ছা জানানোর পাশাপাশি, জ্যাকলিনকে ভালবাসা জানিয়েছেন তিনি (Bollywood Updates)। চিঠিতে জ্যাকলিনকে 'বেবি গার্ল' বলে উল্লেখ করেছেন সুকেশ। সুকেশ লিখেছেন, 'চমৎকার মনের মানুষ, চিরসুন্দরী জ্যাকলিনকে হোলির শুভেচ্ছা জানাই। আজ, রংয়ের উৎসবে প্রতিজ্ঞা করছি, মলিনতা ঘুচিয়ে সব রং ফিরিয়ে দেব তোমাকে। একশো গুণ বেশি রং ফিরবে তোমার জীবনে। এই বছর তোমার জন্য অত্যন্ত জমকালো এবং উজ্জ্বল হবে, ঠিক আমার স্টাইলে। এটা আমি করে দেখাবই, তোমার প্রতি আমার দায়িত্বও। তুমি জানো যে, তোমার জন্য যতদূর যাওয়া সম্ভব, যাব আমি। আমার বেবি গার্ল, তোমাকে ভালবাসি'।

কেমন আছেন অমিতাভ বচ্চন?

শ্যুটিং করতে গিয়ে আগেও চোট পেয়েছেন। কিন্তু, এবার লড়াইটা বয়সের সঙ্গেও। কিন্তু, তিনি তো বলিউডের (Bollywood) 'শাহেনশা'। সমস্ত প্রতিকূলতা কাটিয়ে উঠতে তাঁর জুড়ি মেলা ভার। যেমনটা দেখা গিছে রিল-লাইফে, রিয়েল লাইফেও। সম্প্রতি, হায়দরাবাদে (Hyderabad) শ্যুটিং চলাকালীন পাঁজরে চোট পেয়েছেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। তাতে ভক্তদের কপালে চিন্তার ভাঁজ দেখা যায়। সমাজমাধ্যমে তাঁর দ্রুত আরোগ্য কামনা করে একের পর এক পোস্ট করেন বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা তাঁর অগণিত ভক্ত। একটু সুস্থ হতেই তাঁদের কৃতজ্ঞতা জানাতে ভুললেন না বিগ বি। পাশাপাশি ব্লগ পোস্ট করে তিনি জানালেন, বুক বাঁধা অবস্থায় বিশ্রাম নিচ্ছেন তিনি। সম্পূর্ণ সুস্থ হওয়ার পর আবার কাজ শুরু করে দেবেন।

সিড-কিয়ারা 'প্রথম হোলি'

৭ ফেব্রুয়ারি সাত পাকে বাঁধা পড়েছিলেন সিদ্ধার্থ মলহোত্র ও কিয়ারা আডবাণী। বিয়ে, রিসেপশন পার্টির পর যে যার কাজে ব্যস্ত হয়ে পড়েন। আর এক মাসের মাথায় ৭ মার্চ, আজ হোলি। কাজের চাপ যতই থাকুক না কেন, প্রথম রঙের উৎসব একসঙ্গে স্বামী-স্ত্রী কাটাবেন না তা কি হয়? সকালে গায়ে হলুদের একাধিক ছবি পোস্ট করে সকলকে হোলির শুভেচ্ছা জানিয়েছিলেন কিয়ারা। বেলা গড়িয়ে বিকেল হতেই রঙ মাখা ছবি পোস্ট করলেন সিদ্ধার্থ। সাদা পোশাক, গায়ে-মুখে নানা রঙের মেলা। হাসি মুখ, চোখে সানগ্লাস। সেলফি তুলে পোস্ট করলেন সিদ্ধার্থ। মিষ্টি করে লিখলেন, 'মিসেসের সঙ্গে প্রথম হোলি'। ছবি পোস্ট হতেই স্বাভাবিকভাবেই অনুরাগীদের শুভেচ্ছা ও উচ্ছ্বাস দেখা যায় কমেন্ট বক্সে। 

রঙের উৎসবে প্রকাশ্যে 'ফাটাফাটি' টিজার

আজ দোল। গোটা সোশ্যাল মিডিয়া ভাসছে রঙিন ছবি, ভিডিও ও রিলে। আর এই বিশেষ দিনেই 'উইন্ডোজ প্রোডাকশন'-এর তরফে দোলের শুভেচ্ছা এল 'ফাটাফাটি' রূপে। দেখা গেল ছবির দুই মুখ্য চরিত্র একে অপরকে মাখিয়ে দিচ্ছেন আবির। আদুরে সেই টিজার পোস্ট করে ক্যাপশনে লেখা হয়েছে, 'এই রঙের উৎসবে আবির শুধু আকাশে-বাতাসে নয়, কারুর বাসায় আর ভালবাসায় ও। আবীর-ঋতাভরীর রঙিন প্রেমের গল্প নিয়ে আসছে উইনডোজ প্রযোজিত অরিত্র মুখোপাধ্যায়ের নতুন ছবি 'ফাটাফাটি '। শুভ মুক্তি - ১২ই মে ।'

আরও পড়ুন: Ranbir Kapoor: কাজ চলছে 'ব্রহ্মাস্ত্র ২' ছবির, এরপর ফ্যামিলি ড্রামায় অভিনয় করতে চান, ফাঁস করলেন রণবীর

শাম-ভিকির নাচের তালিম

বিয়ের পর এই বছর একসঙ্গে ভিকি ও ক্যাটরিনার দ্বিতীয় দোল উৎসব। পরিবারের সঙ্গেই কাটাচ্ছেন তাঁরা এই বিশেষ দিন। বেশ কিছু রঙিন ছবি শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায় তাঁরা। এর কয়েক ঘণ্টা পর ভিকি কৌশলের বাবা স্টান্টমাস্টার শাম কৌশল একটি মজার ভিডিও শেয়ার করেন ইনস্টাগ্রামে। সেই ভিডিওয় দেখা যাচ্ছে কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে পাঞ্জাবী নাচের স্টেপ করছেন বাবা ও ছেলে জুটি। সাদা পোশাকে ট্যুইনিং করতে দেখা যায় তাঁদের। মজার এই ভিডিওয় হেসে গড়াগড়ি যাচ্ছেন ভিকি নিজেই। ভিডিওটি মন দিয়ে শুনলে বোঝা যাবে সেটি শ্যুট করে দিয়েছে ক্যাটরিনা কাইফই। মাঝে তাঁকে বলতে শোনা যায়, 'বেবি লুক আপ'। সেই শুনে মুখ তুলেই হেসে ফেললেন ভিকি। অন্যদিকে বর আর শ্বশুরের কাণ্ড দেখে হেসে খুন ক্যাটরিনাও।

আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement

সেরা শিরোনাম

Weather Today : তৈরি হচ্ছে নিম্নচাপ, পুজোর আগে তুমুল বৃষ্টির পূর্বাভাস, কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা
তৈরি হচ্ছে নিম্নচাপ, পুজোর আগে তুমুল বৃষ্টির পূর্বাভাস, কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা
Durga Puja 2024 : নবরাত্রির প্রথম দিনে পূজিতা মা শৈলপুত্রী, স্নেহময়ী রূপের আড়ালে অপার শক্তি তাঁর, কেমন মূর্তি তাঁর, মাহাত্ম্যই বা কী?
নবরাত্রির প্রথম দিনে পূজিতা মা শৈলপুত্রী, স্নেহময়ী রূপের আড়ালে অপার শক্তি তাঁর, কেমন মূর্তি তাঁর, মাহাত্ম্যই বা কী?
Jawhar Sircar: 'চাপাতির মতো সরকার বদলায় অন্য রাজ্য, আমাদের রাজনৈতিক ভুল হয়েছে', ইঙ্গিতপূর্ণ মন্তব্য জহরের
'চাপাতির মতো সরকার বদলায় অন্য রাজ্য, আমাদের রাজনৈতিক ভুল হয়েছে', ইঙ্গিতপূর্ণ মন্তব্য জহরের
Durga Puja 2024:সরকারি অনুদান ফেরত, নেই বিজ্ঞাপনও, অনাড়ম্বরভাবে পুজোর আয়োজন বেলগাছিয়ায়
সরকারি অনুদান ফেরত, নেই বিজ্ঞাপনও, অনাড়ম্বরভাবে পুজোর আয়োজন বেলগাছিয়ায়
Advertisement
ABP Premium

ভিডিও

Mamata Banerjee: 'আমরা সব কাজ মিলিয়ে মিশিয়ে করি', পুজো উদ্বোধনে গিয়ে বললেন মুখ্যমন্ত্রীDurga Puja: লেক কালীবাড়িতে আয়োজন করা হল সমবেত তর্পণের, বিতরণ করা হয় মুখ্যমন্ত্রীর পাঠানো জামা-কাপড়Durga Puja: দেবীপক্ষের সূচনায় দুঃস্থ ও বিশেষভাবে সক্ষম শিশুদের পাশে দাঁড়াল লায়ন্স ক্লাবKolkata News: বাঁশদ্রোণীকাণ্ডে ৫টি এফআইআর, ৪ জন গ্রেফতার, খোঁজ চলছে ঘাতক পে লোডারের চালকের | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Today : তৈরি হচ্ছে নিম্নচাপ, পুজোর আগে তুমুল বৃষ্টির পূর্বাভাস, কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা
তৈরি হচ্ছে নিম্নচাপ, পুজোর আগে তুমুল বৃষ্টির পূর্বাভাস, কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা
Durga Puja 2024 : নবরাত্রির প্রথম দিনে পূজিতা মা শৈলপুত্রী, স্নেহময়ী রূপের আড়ালে অপার শক্তি তাঁর, কেমন মূর্তি তাঁর, মাহাত্ম্যই বা কী?
নবরাত্রির প্রথম দিনে পূজিতা মা শৈলপুত্রী, স্নেহময়ী রূপের আড়ালে অপার শক্তি তাঁর, কেমন মূর্তি তাঁর, মাহাত্ম্যই বা কী?
Jawhar Sircar: 'চাপাতির মতো সরকার বদলায় অন্য রাজ্য, আমাদের রাজনৈতিক ভুল হয়েছে', ইঙ্গিতপূর্ণ মন্তব্য জহরের
'চাপাতির মতো সরকার বদলায় অন্য রাজ্য, আমাদের রাজনৈতিক ভুল হয়েছে', ইঙ্গিতপূর্ণ মন্তব্য জহরের
Durga Puja 2024:সরকারি অনুদান ফেরত, নেই বিজ্ঞাপনও, অনাড়ম্বরভাবে পুজোর আয়োজন বেলগাছিয়ায়
সরকারি অনুদান ফেরত, নেই বিজ্ঞাপনও, অনাড়ম্বরভাবে পুজোর আয়োজন বেলগাছিয়ায়
Kolkata Accident News: মহালয়ার সকালে মর্মান্তিক দুর্ঘটনা, স্কুল ছাত্রকে পিষে দিল জেসিবি, ঘটনাস্থলেই মৃত্যু
মহালয়ার সকালে মর্মান্তিক দুর্ঘটনা, স্কুল ছাত্রকে পিষে দিল জেসিবি, ঘটনাস্থলেই মৃত্যু
RG Kar News: 'তিলোত্তমা যেদিন বিচার পাবে, সেদিন উৎসব হবে', মাঝরাতে রাস্তায় নেমে বলছেন আন্দোলনকারীরা
'তিলোত্তমা যেদিন বিচার পাবে, সেদিন উৎসব হবে', মাঝরাতে রাস্তায় নেমে বলছেন আন্দোলনকারীরা
RG Kar News: শহর থেকে শহরতলি, মহালয়ার ভোরে ঢাকের বোলে, শঙ্খে-স্লোগানে বিচার চেয়ে প্রতিবাদ সারা বাংলায়
শহর থেকে শহরতলি, মহালয়ার ভোরে ঢাকের বোলে, শঙ্খে-স্লোগানে বিচার চেয়ে প্রতিবাদ সারা বাংলায়
RG Kar News: 'বুঝতেই পারিনি RG কর হাসপাতাল রাক্ষসের একটা জায়গা', ফের ডুকরে উঠলেন নির্যাতিতার বাবা
'বুঝতেই পারিনি RG কর হাসপাতাল রাক্ষসের একটা জায়গা', ফের ডুকরে উঠলেন নির্যাতিতার বাবা
Embed widget