Ranbir Kapoor: কাজ চলছে 'ব্রহ্মাস্ত্র ২' ছবির, এরপর ফ্যামিলি ড্রামায় অভিনয় করতে চান, ফাঁস করলেন রণবীর
Ranbir Kapoor Update: এক সংবাদ সংস্থা সূত্রে খবর, রণবীর কপূর বলেছেন, 'আমার চিরকালই ছবি পরিচালনা করার ইচ্ছা ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত আমি লেখক নই।'
নয়াদিল্লি: ৮ মার্চ মুক্তি পাচ্ছে রণবীর কপূর (Ranbir Kapoor) ও আলিয়া ভট্টের (Alia Bhatt) ছবি 'তু ঝুঠি ম্যায় মক্কার' (‘Tu Jhoothi Main Makkaar’)। আপাতত ছবির প্রচারে ব্যস্ত দুই তারকা। ফের রোম্যান্টিক কমেডি (Romantic Comedy) ঘরানার ছবিতে দেখা যাবে রণবীরকে, সেই নিয়ে বেশ উৎসাহী দর্শক ও অনুরাগীরা। অন্যদিকে পরিচালক সূরজ বরজাতিয়ার (Sooraj Barjatya) সঙ্গে 'ফ্যামিলি ড্রামা' ঘরানার ছবিতে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন অভিনেতা।
নিজের আগামী ছবির প্ল্যানিং নিয়ে কী বললেন রণবীর?
এক সংবাদ সংস্থা সূত্রে খবর, রণবীর কপূর বলেছেন, 'আমার চিরকালই ছবি পরিচালনা করার ইচ্ছা ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত আমি লেখক নই। আমার একটা ধারণা রয়েছে তবে আমি এখনও সেটা নিয়ে বিশেষ এগোতে পারিনি। অন্যদিকে ভারত প্রচণ্ড পরিবার কেন্দ্রিক। ফলে যখনই আমরা ফ্যামিলি ড্রামা বা ফ্যামিলি কমেডি ঘরানার ছবি তৈরি করি - কত ধরণের দর্শক হলে আসেন দেখুন।'
তিনি আরও বলেন, 'দুর্ভাগ্যবশত, আমার মনেই পড়ছে না শেষ কোন ছবিকে ফ্যামিলি ড্রামা বলা যায় সঠিক অর্থে, হয়তো 'প্রেম রতন ধন পায়ো'। মিস্টার সূরজ বরজাতিয়া ওই ঘরানায় পারদর্শী এবং লাভ (রঞ্জন) তো সূরজ জির বড় ফ্যান। 'তু ঝুঠি ম্যায় মক্কার' নিয়ে ওঁর ইচ্ছাটা অনেকটা আধুনিক সময়ে সূরজ বরজাতিয়া ছবি তৈরি। অন্যতম আকর্ষণীয় এই ঘরানা, আর আমি মনে করি না সেটা নিয়ে বেশি কেউ চেষ্টা করছে।'
এরইসঙ্গে তিনি কথা বলেন অয়ন মুখোপাধ্যায় পরিচালিত সুপারহিট 'ব্রহ্মাস্ত্র'-এর আগামী পর্বগুলো নিয়েও। তাঁর কথায় জানা যায় 'ব্রহ্মাস্ত্র ২' ও 'ব্রহ্মাস্ত্র ৩'-এর চিত্রনাট্য লেখার কাজ চলছে। এই বছরের শেষের দিকে বা পরের বছর শুরুর দিকে ছবির শ্যুটিং শুরু হওয়ার কথা। এছাড়া তিনি এও জানান যে 'অ্যানিমল' মুক্তির পর মাস পাঁচেকের বিরতি নেবেন অভিনেতা। এই সময়টা পুরোই মেয়ে রাহার সঙ্গে কাটাতে চান তিনি। প্রসঙ্গত, আলিয়া ভট্ট ও রণবীর কপূর তাঁদের কন্যা সন্তানের জন্ম দেন ৬ নভেম্বর, ২০২২ সালে।
আরও পড়ুন: Rafiath Rashid Mithila: 'মেঘলা এক লড়াকু মেয়ের গল্প', আগামী ছবির চরিত্র প্রসঙ্গে মিথিলা
অন্যদিকে, দোলে মুক্তি পাচ্ছে লভ রঞ্জন পরিচালিত রণবীর কপূর ও শ্রদ্ধা কপূর জুটির ছবি 'তু ঝুটি ম্যায় মক্কার'। আর এরমধ্যেই প্রকাশ্যে এল নতুন খবর। বলিউডে গুঞ্জন, রণবীরের সঙ্গে যশরাজ ফিল্মসের ছবি 'ধুম ৪' ও নীতেশ তিওয়ারির 'রামায়ণ'-এর জন্য যোগাযোগ করা হয়েছে। যদিও এই তথ্যকে গুজব বলে অস্বীকার করেছেন 'শামসেরা' অভিনেতা।