(Source: Poll of Polls)
Top Entertainment News Today: প্রয়াত সন্ধ্যা মুখোপাধ্যায়, এক নজরে আজকের সেরা বিনোদনের খবর
প্রয়াত 'গীতশ্রী' সন্ধ্যা মুখোপাধ্যায়। শোকের ছায়া নেমে এসেছে কিংবদন্তির প্রয়াণে। এমন এক দিনে বিনোদনের জগতে কোথায় কী হল? এক নজরে দেখে নেওয়া যাক বিনোদনের সেরা খবরগুলি-
কলকাতা: প্রয়াত 'গীতশ্রী' সন্ধ্যা মুখোপাধ্যায়। শোকের ছায়া নেমে এসেছে কিংবদন্তির প্রয়াণে। এমন এক দিনে বিনোদনের জগতে কোথায় কী হল? এক নজরে দেখে নেওয়া যাক বিনোদনের সেরা খবরগুলি-
প্রয়াত গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়-
দীর্ঘ লড়াই-এর শেষ। প্রয়াত 'গীতশ্রী' সন্ধ্যা মুখোপাধ্যায় (Sandhya Mukherjee Died)। ট্যুইট করে জানালেন তৃণমূল সাংসদ শান্তনু সেন (Santanu Sen)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। বাংলা গান আর শাস্ত্রীয় সঙ্গীতের এক সোনালি আকাশে সন্ধ্যা ঘনাল। নিভল আলো। চলে গেলেন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়।
সন্ধ্যা মুখোপাধ্যায়ের প্রয়াণে মমতা বন্দ্যোপাধ্যায়-
এবিপি আনন্দের ভাইস প্রেসিডেন্ট সুমন দেকে প্রতিক্রিয়া দিলেন। তিনি বলেন, 'খুবই দুঃখের খবর। আমি ভাবতেই পারিনি যে উনি মারা যাবেন। কারণ কালকে আমার কাছে খবরটা এসেছিল যে ওনার অপারেশনটা করার পরে কিছু শারীরিক সমস্য়া হয়েছে। মাঝে ভালো হয়েছিলেন, কিন্তু এত তাড়াতাড়ি যে অবস্থার অবনতি হবে, ভাবতেই পারছিনা। এত নিয়ম মেনে জীবন কাটাতেন, তারপরও যে কী হয়ে গেল, ভাবতে পারছি না।'
আরও পড়ুন - Sandhya Mukhopadhyay Demise: 'তুমি না হয় রহিতে কাছে', 'গীতশ্রী' সন্ধ্যা মুখোপাধ্যায়ের চিরস্মরণীয় গানের ডালি
গীতশ্রীর প্রয়াণে শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর-
প্রয়াত গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়। তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি লিখেছেন,"গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ে প্রয়াণ আমরা সবাই শোকাহত। আমাদের সাংস্কৃতিক জগতে অপূরণীয় ক্ষতি। তাঁর সুরেলা কণ্ঠ আগামী প্রজন্মকে মুগ্ধ করবে। এই দুঃখের মুহূর্তে তাঁর পরিবার ও অনুরাগীদের প্রতি সমবেদনা রইল। ওম শান্তি।''
'লাল সিং চাড্ডা'র মুক্তির নতুন দিন ঘোষণা-
এদিন আমির খান প্রোডাকশনসের পক্ষ থেকে তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। যেখানে লেখা রয়েছে, 'পরিকল্পনা মতো 'লাল সিং চাড্ডা' ছবি আগামী ১৪ এপ্রিল মুক্তি পাচ্ছে না। কারণ, আমরা সঠিক সময়ে ছবির কাজ শেষ করতে পারিনি। ছবিটি আগামী ১১ অগাস্ট বিশ্বজুড়ে সিনেমা হলে মুক্তি পেতে চলেছে। পাশাপাশি আমরা শ্রী ভূষণ কুমার, টি সিরিজ, ওম রাউত এবং 'আদিপুরুষ' ছবির গোটা টিমকে হৃদয়ের অন্তর থেকে ধন্যবাদ জানাতে চাই। আমরা ওঁদের ধন্যবাদ জানাতে চাই আমাদের সহায়তা করার জন্য এবং সঠিক বোঝাপড়ার জন্য। প্রভাস, সেফ আলি খান, কৃতী শ্যানন, অভিনীত বহু প্রতীক্ষিত ছবি 'আদিপুরুষ'-এর মুক্তির দিন বদল করার জন্য তাঁদের অনেক ধন্যবাদ। এবার আগামী ১১ অগাস্ট মুক্তি পেতে পারে 'লাল সিং চাড্ডা'। জানা যাচ্ছে, ছবির নতুন মুক্তির দিন ঘোষণার কিছুক্ষণ আগেই টি সিরিজের অফিসের বাইরে দেখা যায় আমির খানকে।
'জার্সি' ছবির নতুন মুক্তির দিন ঘোষণা-
এদিন নিজের টুইটার হ্যান্ডলে 'জার্সি' ছবির নতুন মুক্তির দিন (Jersey New Release Date) ঘোষণা করেছেন অভিনেতা শাহিদ কপূর। মাইক্রো ব্লগিং সাইটে এদিন ছবির মুক্তির নতুন দিন ঘোষণা করতে পেরে উচ্ছ্বসিত 'যব উই মেট' তারকা। তিনি লেখেন, 'খুব খুব আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে আমাদের অনেক ভালোবাসার ছবি 'জার্সি' সারা বিশ্বজুড়ে সিনেমা হলে মুক্তি পাবে আগামী ১৪ এপ্রিল। আপনাদের সকলের সঙ্গে সিনেমা হলে দেখা হচ্ছে।' এই ছবিতে শাহিদ কপূরের বিপরীতে দেখা যাবে ম্রুণাল ঠাকুরকে। পাশাপাশি এই দিনেই মুক্তি পাবে যশ অভিনীত বহু প্রতীক্ষিত ছবি 'কেজিএফ চ্যাপ্টার টু'। ছবির মুক্তির নতুন দিন ঘোষণা করেছেন ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ।
'বচ্চন পাণ্ডে'র নতুন পোস্টার-
এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে 'বচ্চন পাণ্ডে' ছবির নতুন পোস্টার (Bachchan Pandey New Poster) শেয়ার করেছেন অক্ষয় কুমার। নতুন পোস্টারে রুক্ষ চেহারায় দেখা যাচ্ছে অভিনেতাকে। পোস্টার শেয়ার করে অভিনেতা লিখেছেন, 'একটা চরিত্রে এত বৈচিত্য রয়েছে, যা একটা রঙের দোকানেও থাকে না। বচ্চন পাণ্ডে আপনাকে ভয় দেখানো, হাসানো, কাঁদানো সব কিছুর জন্য তৈরি। দয়া করে আপনাদের ভালোবাসা দিন। আগামী ১৮ ফেব্রুয়ারি এই ছবির ট্রেলার মুক্তি পাবে।' অক্ষয় কুমারের নতুন লুকে তাঁকে নীল চোখ, মুখে রাগের অভিব্যক্তি এবং হেড গিয়ার পরে দেখা যাচ্ছে। 'বচ্চন পাণ্ডে' ছবিতে অক্ষয় কুমার ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে কৃতী শ্যানন, জ্যাকলিন ফার্নান্ডেজ, আরশাদ ওয়ার্শি, পঙ্কজ ত্রিপাঠি, প্রতীক বব্বর, অভিমন্যু সিংহকে। দর্শকেরা নতুন পোস্টার দেখার পর ছবির ট্রেলার দেখার জন্য মুখিয়ে রয়েছেন।