এক্সপ্লোর

Top Entertainment News Today: টলিউড কিংবা বলিউড, একনজরে বিনোদনের জগতের সেরা খবরগুলি

আজ জন্মদিন সত্যজিৎ রায়ের। বাংলা ছবির জগতের পক্ষ থেকে তাঁকে শ্রদ্ধা জানান হচ্ছে। সামনে এল কোনও ছবির ট্রেলার তো কোনও ছবির টাইটেল সং। একনজরে চোখ বুলিয়ে নিন সেরা খবরগুলিতে (Top Entertainment News Today)।

কলকাতা: একসঙ্গে ফের দেখা গেল হৃত্বিক-সুজানকে। বড় পর্দায় শাহরুখ-কাজল জুটি ফেলার জল্পনা। অন্যদিকে আবার আজ জন্মদিন সত্যজিৎ রায়ের। বাংলা ছবির জগতের পক্ষ থেকে তাঁকে শ্রদ্ধা জানান হচ্ছে। সামনে এল কোনও ছবির ট্রেলার তো কোনও ছবির টাইটেল সং। বিনোদনের জগতে সারাদিন কোথায় কী হল? একনজরে চোখ বুলিয়ে নিন সেরা খবরগুলিতে (Top Entertainment News Today)।

রেস্তোরাঁর বাইরে দুই সন্তানের সঙ্গে ক্যামেরাবন্দি হৃত্বিক-সুজান-

মুম্বইয়ে দুই ছেলের সঙ্গে দেখা গেল প্রাক্তন দম্পতি হৃত্বিক রোশন (Hrithik Roshan) ও সুজান খানকে (Sussanne Khan)। তাঁদের ছেলে হৃদানের জন্মদিন ছিল রবিবার। আর এই বিশেষ দিনটিকে একসঙ্গে পালন করলেন তাঁরা। সামনে মা সুজান খান। পিছনে হৃদান (Hridaan) ও হৃহানের (Hrehaan) সঙ্গে বাবা হৃত্বিক। রবিবার এই ছবিই ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়। এরপর দিনের শেষে সুজান খানের পোস্ট।  ছেলের জন্মদিন একসঙ্গে লাঞ্চে গিয়ে উদযাপন করলেন হৃত্বিক ও সুজান। কালো টি-শার্ট, ডেনিম জ্যাকেট ও ডেনিম প্যান্টসে নজর কাড়লেন হৃত্বিক। অন্যদিকে সুজানকে দেখা গেল সাদা-কালো টপ ও নীল জিন্সে।

ফের বড়পর্দায় শাহরুখ-কাজল জুটি?

এই বছরের অন্যতম বহু প্রতীক্ষিত ছবি 'রকি অউর রানি কি প্রেম কাহানি' (Rocky Aur Rani Ki Prem Kahani)। কর্ণ জোহরের (Karan Johar) পরিচালনায় তৈরি এই ছবির মুখ্য চরিত্রে দেখা যাবে রণবীর সিংহ (Ranveer Singh) ও আলিয়া ভট্টকে (Alia Bhatt)। তবে সূত্রের খবর অনুযায়ী, ছবিতে বলিউডের আরও এক সুপারহিট জুটিকে দেখতে পাওয়া যাবে। তারা শাহরুখ খান ও কাজল (Shah Rukh Khan and Kajol)! জাতীয় সংবাদ সংস্থা অনুযায়ী, 'রকি অউর রানি কি প্রেম কাহানি' ছবিতে বিশেষ চরিত্রে দেখা যাবে শাহরুখ খান ও কাজলকে। খুব শীঘ্রই সেই শ্যুটিং তাঁরা মুম্বইয়ে সারবেন বলেও খবর। আপাতত কিং খান তাঁর একাধিক ছবির কাজ নিয়ে ব্যস্ত, তবে ঘনিষ্ঠ মহল সূত্রে খবর যে তিনি একদিন কর্ণ জোহরের এই ছবির শ্যুটিং করতে আসবেন। তবে শাহরুখ-কাজলকে একটি বিশেষ সিনে দেখা যাবে না বিশেষ গানে তা এখনও নিশ্চিত জানা যায়নি।

আরও পড়ুন - Mithun Chakraborty Health: মিঠুন চক্রবর্তী অসুস্থ? কী হয়েছে? কেমন আছেন?

পথের পাঁচালীতে মুগ্ধ ছিলেন কুরোসাওয়াও-

বাংলা চলচ্চিত্র জগতের এক ম্যাজিশিয়ান তিনি। তাঁর অনন্য সৃষ্টি পাঁচালি,  বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এক মাইল স্টোন৷ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অপু-দুর্গাকে সেলুলয়েডের পর্দায় তুলে ধরেছিলেন সত্যজিৎ রায় ৷ ২৬ অগাস্ট, ১৯৫৫ সালে কলকাতার দুটি প্রেক্ষাগৃহে প্রথম প্রদর্শিত হয় সত্যজিৎ রায়ের পথের পাঁচালি৷  আজ সেই কিংবদন্তী স্রষ্টার জন্মদিন। ১১টি আন্তর্জাতিক পুরষ্কার প্রাপ্ত এই ছবি প্রশংসা কুড়িয়ে নেয় আন্তর্জাতিক স্তরেও। 'পথের পাঁচালী'তে মুগ্ধ ছিলেন কিংবদন্তী জাপানি চলচ্চিত্র নির্মাতা আকিরা কুরোসাওয়া । বুঁদ হয়েছিলেন সত্যজিতের এই কালজয়ী সৃষ্টিতে। কিংবদন্তী পরিচালক বলেছিলেন, “মানবজীবনের প্রতি গভীর পর্যবেক্ষণ ছিল তাঁর। ছিল উপলব্ধি , ভালবাসা, যা তাঁর সমস্ত চলচ্চিত্রের বৈশিষ্ট্য, যা আমাকে দারুণভাবে প্রভাবিত করেছে। … আমি অনুভব করি, তিনি চলচ্চিত্র শিল্পের একজন "মহীরুহ" (জায়ান্ট) ... সত্যজিৎ-এর সিনেমা না দেখার অর্থ হল সূর্য বা চাঁদ না দেখে পৃথিবীতে বেঁচে থাকা" । satyajitray.org - এ এই তথ্য পাওয়া গিয়েছে। 

১০১তম জন্মবার্ষিকীতে সত্যজিৎ রায়কে শ্রদ্ধা টলিপাড়ার-

সত্যজিৎ রায়ের জন্মদিনে তাঁকে স্মরণ করে শ্রদ্ধা জানালেন টলিউডের 'ইন্ডাস্ট্রি' প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। পোস্ট করলেন ক্যামেরায় চোখ রেখে মানিকবাবুর সেই অতিপরিচিত একটি ফ্রেম। ক্যাপশনে লিখলেমন, 'তিনি অদ্বিতীয় ছিলেন, আছেন, থাকবেন।' (অপরিবর্তিত)

প্রকাশ্যে 'তীরন্দাজ শবর'-এর টিজার-

ঝমঝমিয়ে বৃষ্টি। রাতের অন্ধকারে দাঁড়িয়ে একটি গাড়ি। কাচ তোলা। ভিতরে চালক। হঠাৎই দরজায় টোকা। সঙ্গে সঙ্গে জোরে মেঘ ডেকে উঠল। ৩৮ সেকেন্ডের সাদা-কালো টিজারে রহস্য টানটান। প্রকাশ্যে অরিন্দম শীল (Arindam Sil) পরিচালিত 'তীরন্দাজ শবর'-এর (Tirandaj Shabor) টিজার।

দাম্পত্য কলহ শুরু রাজ-শুভশ্রীর-

সোমবার সকালে নিজেদের সোশ্যাল মিডিয়ায় একটি মজাদার ভিডিও পোস্ট করেন ছবির নির্মাাতারা। সেখানে সন্তানকে মোবাইলে গেম খেলিয়ে 'টেক স্যাভি' করানোর চেষ্টায় 'বাবা' রাজ চক্রবর্তী। অন্যদিকে 'মা' শুভশ্রী গঙ্গোপাধ্যায় চান ছেলে যেন প্রকৃতির কোলে খেলে বড় হয়ে ওঠে। তাতেই শুরু দাম্পত্য কলহ। 

বাড়ি ফিরেছেন ধর্মেন্দ্র-

৮৬ বছরের বর্ষীয়ান অভিনেতা রবিবার ট্যুইটারে পোস্ট করে লেখেন, 'বন্ধুরা আমি শিক্ষা পেয়ে গেছি।' ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, 'বন্ধুরা কোনও কিছু প্রয়োজনের অতিরিক্ত করে ফেলো না। আমি করেছি। তার ফল ভোগ করলাম। পিঠের মাংসপেশিতে প্রচণ্ড টান। সেই কারণে দু-চারদিন হাসপাতালেরও সফর করতে হল। কঠিন ছিল। তবে আমি ফিরে এসেছি আপনাদের শুভকামনা ও তাঁর আশীর্বাদে। চিন্তা করবেন না। এখন আমি আরও বেশি সতর্ক থাকব। আপনাদের সকলের জন্য ভালবাসা।'

নেট দুনিয়ায় ঝড় তুলছে 'ভুলভুলাইয়া টু'-এর টাইটেল সং-

'তেরি আঁখে ভুলভুলাইয়া/ বাতে হ্যায় ভুলভুলাইয়া...' কয়েক বছর আগে এই গানেই দুলেছিল ছোট থেকে বড় সকলে। 'ভুলভুলাইয়া' ছবির ব্লকবাস্টার হিট এই গানকেই রিমেক করে ব্যবহার করা হয়েছে 'ভুলভুলাইয়া টু' ছবিতে। যদিও গানের দৃশ্য এবং পোশাক দুইয়েই নানা বদল এসেছে। হরর কমেডির বাইরে গিয়ে ডান্স ফ্লোর মাতানোর জন্য তৈরি 'ভুলভুলাইয়া টু' ছবির টাইটেল ট্র্যাক। কালো স্যুটে ডান্স ফ্লোর মাতাচ্ছেন কার্তিক আরিয়ান। বসকো সিজারের কোরিওগ্রাফিতে 'হরে কৃষ্ণ হরে রাম' যেন নতুন প্রজন্মের কাছে আরও বেশি মনোগ্রাহী হয়ে উঠেছে। আর তাই নেট মাধ্যমে টাইটেল সং মুক্তি পেতেই তার ভিউ মাত্র কয়েক ঘণ্টাতেই ছাড়িয়েছে প্রায় ৪০ লক্ষ।

অভিজ্ঞতার কথা লিখছেন ভাস্বর-

রয়াল বেঙ্গল রহস্য ছবির শ্যুটিংয়ের একটি দৃশ্য শেয়ার করে নিয়েছেন তিনি। লিখেছেন, 'আজ সত্যজিৎ রায়ের জন্মদিনে আমার শ্রদ্ধা ও প্রণাম জানাবার সাথে একটা গল্প ভাগ করে নিই। আমি তখন মা ধারাবাহিকে অভিনয় করছি।সালটা ২০১১, সেই সময় ভেঙ্কটেশ ফিল্মসের অফিস থেকে ফোন এল, তুমি একটা ছবিতে কাজ করবে? স্বাভাবিকভাবেই আমি জিজ্ঞেস করলাম, কার ছবি।তাতে আমায় বলা হল যে ছবিতে সবাই কাজ করতে চায়।আমি কিছুই বুঝলাম না। এ আবার কি ছবি। এর কদিন পর আমায় বলা হল অমুক দিন বিকেলে বিশপ লেফ্রয় রোডের বাড়িতে চলে এসো।

আক্রান্ত ইন্টারনেট সেনসেশন কিলি পল-

সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি বিবৃতি পোস্ট করেছেন ইন্টারনেট সেনসেশন কিলি পল। তিনি লেখেন, 'জনা পাঁচেক ব্যক্তি সম্প্রতি আমাকে আক্রমণ করে। কোনওরকমে আমি তাদেরকে প্রতিহত করে রক্ষা পাই। কিন্তু আমার হাতের আঙুলে ছুরির আঘাত লাগে। এবং আঙুলে পাঁচটা সেলাইও পড়েছে। আমাকে লাঠি এবং আরও নানা কিছু দিয়ে মারা হয়। নিজেকে বাঁচাতে আক্রমণকারীদের মধ্যের ২জনকে আমিও পাল্টা আঘাত করি। তারপরই তারা পালিয়ে যায়। সকলে আমার জন্য প্রার্থনা করুন।' যদিও কারা তাঁকে আক্রমণ করে এবং এর পিছনে কারণই বা কি, সে সম্পর্কে কিছু জানাননি কিলি পল।

মিঠুন চক্রবর্তী অসুস্থ?

বহু বাংলা ও হিন্দি ছবিতে অভিনয় করা মিঠুন চক্রবর্তীর অসুস্থতার খবর প্রকাশ্যে আসে বিজেপি নেতা অনুপম হাজরার সাম্প্রতির পোস্টের মাধ্যমে। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে অনুপম হাজরা হাসপাতালের বিছানায় শুয়ে থাকা মিঠুন চক্রবর্তীর ছবি পোস্ট করে লেখেন, 'খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো মিঠুন দা।' তাঁর পোস্টের পরই নেট মাধ্যমে ভাইরাল হয়ে যায় অভিনেতার ছবি। তবে, সাম্প্রতিক খবর অনুযায়ী জানা গিয়েছে যে, হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে গিয়েছেন। বিভিন্ন সূত্র অনুযায়ী জানা যায়, সংবাদমাধ্যমের কাছে এমনটাই জানিয়েছেন মিমো চক্রবর্তী।

আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement

সেরা শিরোনাম

Jalpaiguri News: দ্বিতীয়ায় হকার উচ্ছেদ অভিযান, 'কেন বারবার এই অত্যাচার ?', লাঠির আঘাত, আটক ব্যবসায়ী
দ্বিতীয়ায় হকার উচ্ছেদ অভিযান, 'কেন বারবার এই অত্যাচার ?', লাঠির আঘাত, আটক ব্যবসায়ী
Delhi Doctor Murder Update : ‘খুন করতে পারলে মেয়ের সঙ্গে বিয়ে দেব’, দিল্লির ডাক্তারকে খুন করার সুপারি দিয়েছিল নার্সের স্বামী !
স্ত্রীর সঙ্গে সম্পর্ক আছে বলে সন্দেহ, দিল্লির ডাক্তারকে খুন করার সুপারি দিয়েছিল নার্সের স্বামী !
New Star in Sky: রাতের আকাশে এবার নয়া নক্ষত্র, টেক্কা দেবে ধ্রুবতারাকেও
রাতের আকাশে এবার নয়া নক্ষত্র, টেক্কা দেবে ধ্রুবতারাকেও
Posthumous Reproduction: ক্যান্সার কেড়ে নিয়েছে তরতাজা ছেলেকে, সারোগেসিতে সন্তানের শুক্রাণু ব্যবহারে মা-বাবাকে অনুমতি দিল আদালত
ক্যান্সার কেড়ে নিয়েছে তরতাজা ছেলেকে, সারোগেসিতে সন্তানের শুক্রাণু ব্যবহারে মা-বাবাকে অনুমতি দিল আদালত
Advertisement
ABP Premium

ভিডিও

SSKM Hospital: নতুন সাফল্য পেল SSKM | এই প্রথম সরকারি হাসপাতালে IVF পদ্ধতিতে কন্যা সন্তানের জন্ম দিলেন মহিলা | ABP Ananda LIVEJaynagar: আমরা পুলিশের অপরাধমূলক অবহেলার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছি', মন্তব্য প্রাক্তন SUCI বিধায়কের।RG Kar Protest: দোষী সাব্যস্ত ইন্টার্নরা হস্টেলে থাকতে পারবেন না, সিদ্ধান্ত কলেজ কাউন্সিলের বৈঠকে | ABP Ananda LIVERG Kar Protest: পুজোর মধ্যেই আমরণ অনশনে জুনিয়র ডাক্তাররা, প্রথম দফায় আমরণ অনশনে ৬জন জুনিয়র ডাক্তাররা | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jalpaiguri News: দ্বিতীয়ায় হকার উচ্ছেদ অভিযান, 'কেন বারবার এই অত্যাচার ?', লাঠির আঘাত, আটক ব্যবসায়ী
দ্বিতীয়ায় হকার উচ্ছেদ অভিযান, 'কেন বারবার এই অত্যাচার ?', লাঠির আঘাত, আটক ব্যবসায়ী
Delhi Doctor Murder Update : ‘খুন করতে পারলে মেয়ের সঙ্গে বিয়ে দেব’, দিল্লির ডাক্তারকে খুন করার সুপারি দিয়েছিল নার্সের স্বামী !
স্ত্রীর সঙ্গে সম্পর্ক আছে বলে সন্দেহ, দিল্লির ডাক্তারকে খুন করার সুপারি দিয়েছিল নার্সের স্বামী !
New Star in Sky: রাতের আকাশে এবার নয়া নক্ষত্র, টেক্কা দেবে ধ্রুবতারাকেও
রাতের আকাশে এবার নয়া নক্ষত্র, টেক্কা দেবে ধ্রুবতারাকেও
Posthumous Reproduction: ক্যান্সার কেড়ে নিয়েছে তরতাজা ছেলেকে, সারোগেসিতে সন্তানের শুক্রাণু ব্যবহারে মা-বাবাকে অনুমতি দিল আদালত
ক্যান্সার কেড়ে নিয়েছে তরতাজা ছেলেকে, সারোগেসিতে সন্তানের শুক্রাণু ব্যবহারে মা-বাবাকে অনুমতি দিল আদালত
Madhabi Puri Buch: ব্যক্তিগত স্বার্থ রক্ষার্থে পক্ষপাতিত্ব? আদানিদের বিরুদ্ধে তদন্তে ঢিলেমির অভিযোগ, SEBI প্রধানকে তলব করল PAC
ব্যক্তিগত স্বার্থ রক্ষার্থে পক্ষপাতিত্ব? আদানিদের বিরুদ্ধে তদন্তে ঢিলেমির অভিযোগ, SEBI প্রধানকে তলব করল PAC
Malda News: গঙ্গার গর্ভে তলিয়ে যাচ্ছে জমি, ফের নদী ভাঙন মালদায়, আতঙ্কে স্থানীয়রা
গঙ্গার গর্ভে তলিয়ে যাচ্ছে জমি, ফের নদী ভাঙন মালদায়, আতঙ্কে স্থানীয়রা
Junior Doctors Protest: ঘড়ি হাতে নিয়ে সাংবাদিক সম্মেলন করলেন জুনিয়র ডাক্তাররা, কেন ঘড়ি ? কী জানালেন তাঁরা
ঘড়ি হাতে নিয়ে সাংবাদিক সম্মেলন করলেন জুনিয়র ডাক্তাররা, কেন ঘড়ি ? কী জানালেন তাঁরা
RG Kar Case : 'দুর্গাপুজো? সে তো অনেক খরচ' ! মেয়ে বলেছিল, 'সব পারব মা', ঘরভরা শূন্যতার মাঝে ডুকরে উঠলেন মা
ঠাকুরঘরে মা দুর্গার শাড়ি, এবারও বায়না হয়ে গিয়েছিল ঢাকির, এখন শুধুই ঘরভরা শূন্যতা-হাহাকার
Embed widget