এক্সপ্লোর

Top Entertainment News Today: এক ঝলকে বিনোদনের জগতের এক ডজন খবর

বিনোদনের জগতে সারাদিন কোথায় কী হল? এক নজরে দেখে নিন সেরা খবরগুলি (Top Entertainment News Today)।

কলকাতা: কলকাতায় ফের গ্ল্যামার জগতে শোকের ছায়া। তিন মডেল-অভিনেত্রীর পর আঅস্বাভাবিক মৃত্যু হল এক মেকআপ আর্টিস্টের। বাড়ি থেকে উদ্ধার ঝুলন্ত দেহ। অন্যদিকে কালীপুজোয় ভোগ রান্নায় হাত লাগালেন নুসরত জাহান। আইপিএলের ফাইনালের মাঝে মুক্তি পেল আমির খানের ছবির ট্রেলার। বিনোদনের জগতে সারাদিন কোথায় কী হল? এক নজরে দেখে নিন সেরা খবরগুলি (Top Entertainment News Today)।

প্রেক্ষাগৃহের পর এবার ওটিটিতে অজয় দেবগণের 'রানওয়ে ৩৪'-

ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিওয়ে মুক্তি পেল অজয় দেবগণের 'রানওয়ে ৩৪'। সত্য ঘটনা অবলম্বনে তৈরি এই ছবি আবর্তিত হয়েছে ক্যাপ্টেন বিক্রান্ত খান্নাকে ঘিরে।  ২৭ মে থেকে প্রাইম ভিডিওতে ছবিটি ভাড়া নেওয়ার প্রাথমিক সুযোগ মিলবে। যাঁদের প্রাইম ভিডিওর সাবস্ক্রিপশন আছে এবং যাঁদের নেই, তাঁরা প্রত্যেকেই ছবিটি ১৯৯ টাকায় ভাড়া নিয়ে দেখতে পারেন।

কালীপুজোর ভোগ রান্নায় হাত লাগালেন নুসরত-

সূত্রের খবর, শনিবার বসিরহাট উত্তরের খোলাপোতা কালী মন্দিরের পুজোয় নিমন্ত্রিত ছিলেন নুসরত। পুজো উদ্বোধনের জন্যই আমন্ত্রণ জানানো হয়েছিল তাঁকে। পরিপাটি শাড়ি সাজে সেখানে পৌঁছেও যান নুসরত। তবে কেবল উদ্বোধন নয়, হাত লাগান ভোগ রান্নাতেও। বিশাল কড়াইয়ে খুন্তি নাড়তে নাড়তে নুসরতের প্রশ্ন, পেরেছি? সঙ্গে সঙ্গে রান্নায় যোগ করা হয় মশলাও। ঘিরে থাকা তৃণমূল কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ, নুসরতের ব্যবহারে আপ্লুত সবাই। 

নিজেকে ঘরে বন্দি রেখে 'মৃত্যুপথযাত্রী'-র প্রস্তুতি নিতেন রাহুল-

ছবি সম্পর্কে রাহুল জানান, একজন মৃত্যুপথযাত্রী কয়েদির চরিত্র ফুটিয়ে তুলতে তাঁকে যথেষ্ট খাটতে হয়েছে। পরিচালকের নির্দেশে এক মাসেরও বেশি সময় ধরে বিভিন্ন সংশোধনাগারে সময় কাটিয়েছিলেন রাহুল। একটা ঘরে নিজেকে দিনের পর দিন বন্দি রেখে চরিত্রকে আত্মস্থ করার চেষ্টা করতেন রাহুল। দিনের পর দিন ঘরে বন্দি থাকলে ঠিক কেমন পরিস্থিতি হতে পারে মনের, তা আঁচ করার চেষ্টা করতেন। ডাবিংয়ের সময় গলা চিরে রক্ত বেরিয়ে এসেছিল রাহুলের।

আরও পড়ুন - Mira Kapoor: টেক্কা বহু নায়িকাকে, কর্ণ জোহরের জন্মদিনের পার্টিতে নজর কাড়লেন শাহিদ-পত্নী মীরা

যশের সঙ্গে জুটি হিসেবে প্রথম কাজের অভিজ্ঞতা নিয়ে অকপট এনা-

এনা বলছেন, 'আমি বিশ্বাস করি সিনেমা একটা টিম গেম। যশ সবসময় সেটে শট দেওয়ার আগে কথা বলে নিত। একজন ভালো অভিনেতা যদি সঙ্গে অভিনয় করে তাহলে কাজটা অনেক সোজা হয়ে যায়। চিনেবাদাম-এও ঠিক তাইই হয়েছিল। ও সবসময় বলত কীভাবে তাকালে ভাল হয় বা কি বললে আরও ভাল হয়। যশের এই জিনিসটা আমার দারুণ লাগত। আর তৃষার চরিত্রে অভিনয় করাও দারুণ অভিজ্ঞতা। ও আর পাঁচটা মেয়ের মতোই সাধারণ, যার ছোট ছোট চাহিদা রয়েছে। সে তার প্রেমিকের সঙ্গে সময় কাটাতে চায়, খুব আবেগপ্রবণ.. সব মিলিয়ে 'চিনেবাদাম' দারুণ অভিজ্ঞতা।'

কনের নামই ভুলে গেলেন দেব!-

আজ সোশ্যাল মিডিয়ায় 'কিশমিশ'-এর কিছু মজার কোলাজ শেয়ার করে নেওয়া হয়েছে। সেখানে কখনও সংলাপ ভুলে যাচ্ছেন রুক্মিণী (Rukmini Maitra), কখনও আবার অঞ্জনা বসু অর্থাৎ অনস্ক্রিন মায়ের সামনে বিয়ের প্রস্তাব রাখতে গিয়ে রোহিনীর নাম ভুলে যাচ্ছেন টিনটিন স্বয়ং। কোলাজে ধরা পড়ল পরিচালক থেকে শুরু করে ক্যামেরার কাজের বিভিন্ন ভিডিও। 

ভুবন বাদ্যকরের নতুন গান ঝড় তুলেছে নেট দুনিয়ায়-

নেট দুনিয়ায় সদ্যই মুক্তি পেয়েছে 'কাঁচা বাদাম' গান খ্যাত ভুবন বাদ্যকরের নতুন গান 'হবে নাকি বৌ'। মাত্র দুদিনেই এই মিউজিক ভিডিও প্রায় ১ লক্ষ ৪০ হাজার ভিউ হয়েছে। 'হবে নাকি বৌ' গানটি ভুবন বাদ্যকরের সঙ্গে গেয়েছেন কেশব দে। মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন সৌম্যজিৎ গঙ্গোপাধ্যায়। তবে এই মিউজিক ভিডিওতে কেবলমাত্র ভুবন বাদ্যকরকেই দেখা যায়নি, তাঁর সঙ্গে দেখা গিয়েছে তাঁর স্ত্রী আদুরিকেও।

পঞ্জাবে তারকা কংগ্রেস নেতাকে গুলি করে খুন-

পঞ্জাবে গুলি করে খুন তারকা কংগ্রেস (Congress) নেতা সিধু মুসেওয়ালাকে (Sidhu Moose Wala)। মহিন্দ্রা থর গাড়ি চালিয়ে যাচ্ছিলেন সিধু। সেই সময় তাঁকে লক্ষ্য করে দুষ্কৃতীরা গুলি চালান বলে অভিযোগ। গুলিবিদ্ধ হয়েছেন সিধুর দুই সঙ্গীও। সিধুকে লক্ষ্য করে মোট সাত রাউন্ড গুলি চালানো হয় বলে অভিযোগ। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে জানা গিয়েছে। তাঁর দুই সঙ্গী হাসপাতালে ভর্তি। তাঁদের অবস্থা আশঙ্কাজনক।

'দাদাগিরি'র মঞ্চে ডোনার সঙ্গে কোমর দোলালেন সৌরভ-

সম্প্রতি সম্প্রচারিত চ্যানেলের পক্ষ থেকে তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। যাতে দেখা যাচ্ছে 'দাদাগিরি সিজন ৯'-এর গ্র্যান্ড ফিনালেতে বিশেষ অতিথি হিসেবে ডোনা গঙ্গোপাধ্যায়কে মঞ্চে ডেকে নিচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। আর তারপরই 'ওম শান্তি ওম' ছবির 'আঁখোমে তেরি' গানে কোমর দোলাতে দেখা যাচ্ছে তাঁদের। এর পাশাপাশি বেশ কিছু মজার অভিজ্ঞতাও শেয়ার করেন সকলের প্রিয় দাদা। বলেন, 'সকালবেলা বলল আমাকে নাচতে হবে। রিহার্সাল লাগবে তোমার সঙ্গে। আমি বললাম আমি স্টেজেই ফাটাফাটি।' এরপরই স্ত্রীর কাছে সৌরভ জিজ্ঞাসা করে নেন যে, তাঁর পারফরম্যান্স ঠিক আছে কিনা। ডোনাও সলজ্জ ভঙ্গীতে উত্তর দেন, 'একদম। পুরো ফাটাফাটি।' ভিডিও পোস্ট করে সম্প্রচারিত চ্যানেলের পক্ষ থেকে লেখা হয়েছে, 'আসছে বাংলা টেলিভিশনের সবথেকে বড় রিয়েলিটি শো 'দাদাগিরি সিজন ৯'-এর গ্র্যান্ড ফিনালে। ৫ জুন রবিবার রাত ৮টায়।'

রহমানের গলায় 'জয় হো' শুনে মঞ্চে উঠে এলেন রণবীর-

মঞ্চে পা মেলাচ্ছেন যিনি, খান ত্রয়ী ও হৃতিক পরবর্তী জমানায় অনেকে তাঁকে বলিউডের সেরা মুখ বলে চিহ্নিত করছেন। রণবীর সিংহ। কখনও রাজবেশে, কখনও রকস্টার হয়ে। আইপিএলের সমাপ্তি অনুষ্ঠান নাচে, গানে মাতিয়ে দিলেন। সঙ্গে মিউজিক মায়েস্ত্রো এ আর রহমান। গাইলেন মা তুঝে সলাম, বন্দেমাতরম। তাঁর জয় হো গান শুনে গোটা গ্যালারি উদ্বেলিত। পারফরম্যান্স শেষ হয়ে যাওয়ার পরে মাঠের ধারে দাঁড়িয়ে রহম্যানিয়া দেখছিলেন রণবীর। কিন্তু জয় হো শুনে আর দাঁড়িয়ে থাকতে পারলেন না। দৌড়ে উঠে পড়লেন মঞ্চে। রহমানের পায়ের কাছে হাঁটু গেড়ে বসে সুর মেলালেন।

কানাডায় বসে সিধু হত্যার ছক গ্যাংস্টার গোল্ডির-

তারকা গায়ক নন শুধু, জাতীয় রাজনৈতিক দলের রাজনৈতিক নেতাও। দিনে-দুপুরে এ ভাবে খুন হতে হল তাঁকে, এখনও তা বিশ্বাস হচ্ছে না কারও। তাই পঞ্জাবের তারকা গায়ক সিধু মুসেওয়ালার (Sidhu Moose Wala) খুনের ঘটনায় স্তম্ভিত রাজনৈতিক মহল থেকে বিনোদন জগৎ (Punjab Murder)। তবে য়ে বিষয়টি সকলকে নাড়া দিচ্ছে, তা হল সুদূর কানাডায় বসে ছক কষে সিধুকে হত্যার বিষয়টি।  গ্যাংস্টার গোল্ডি বরার (Goldy Barad) দেশের বাইরে থেকে গোটা ঘটনাটি ঘটিয়েছেন বলে জানা যাচ্ছে। ইতিমধ্যেই তিনি খুনের দায় স্বীকার করেছেন বলে দাবি পঞ্জাব পুলিশের। গোল্ডির স্বীকারোক্তি স্বরূপ একটি ফেসবুক পোস্টও তুলে ধরেছেন তাঁরা। 

মেকআপ আর্টিস্টের রহস্যমৃত্যু-

বিনোদন জগতে ফের শোকের ছায়া। মাত্র কয়েকদিনের ব্যবধানে অস্বাভাবিক মৃত্যু হয় তিন মডেল-অভিনেত্রী। এবার কসবা থেকে মেকআপ আর্টিস্টের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হল (Makeup Artist Death)। গতকাল গভীর রাতে বাড়ি থেকে উদ্ধার হয় ঝুলন্ত মৃতদেহ। মৃত মেকআপ আর্টিস্টের নাম সরস্বতী দাস (Saraswati Das)। গতকাল রাতেও পরিবারের লোকেদের সঙ্গে কথা বলেছিলেন তিনি। কিন্তু কেউ ঘুণাক্ষরেও টের পাননি যে তারপরই এমন কাণ্ড ঘটতে পারে বলে। মেকআপের পাশাপাশি ফোটোশ্যুটের কাজও করতেন। 

মুক্তি পেল 'লাল সিং চাড্ডা' ছবির ট্রেলার-

ঘোষণা আগেই হয়ে গিয়েছিল। আমির খান প্রোডাকশনসের (Aamir Khan Productions) পক্ষ থেকে আগেই জানান হয়েছিল যে, চলতি আইপিএলের ফাইনালের (IPL 2022) মাঝেই মুক্তি পাবে 'লাল সিং চা়ড্ডা' ছবির ট্রেলার। যেমন কথা তেমন কাজ। গুজরাট টাইটান্স বনাম রাজস্থান রয়্যালসের খেলার মাঝেই মুক্তি পেল এই ছবি ট্রেলার। চমক দেওয়া বরাবরের পছন্দ আমির খানের। তেমনই চলতি বছর আইপিএল ফাইনালের মাঝেই এই ছবির ট্রেলার প্রকাশ্যে এল। এক সাধারণ মানুষের অসাধারণ জার্নির গল্প নিয়ে আসছে 'লাল সিং চাড্ডা' (Laal Singh Chaddha)। ট্রেলার তারই কিছু ঝলক দেখা গেল।

আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement

সেরা শিরোনাম

Christmas 2024: জমজমাট বড়দিন, কলকাতায় নিরাপত্তা জোরদার, চলছে পুলিশি নজরদারিও
জমজমাট বড়দিন, কলকাতায় নিরাপত্তা জোরদার, চলছে পুলিশি নজরদারিও
Bankura News: বিষ্ণুপুর মেলায় আদিবাসী ফ্যাশন শো, ব়্যাম্পে হাঁটলেন রাজ্যের মন্ত্রী, 'শিক্ষা-শিক্ষা-শিক্ষা', দিলেন বার্তা
বিষ্ণুপুর মেলায় আদিবাসী ফ্যাশন শো, ব়্যাম্পে হাঁটলেন রাজ্যের মন্ত্রী, 'শিক্ষা-শিক্ষা-শিক্ষা', দিলেন বার্তা
West Bengal News Live:এবার অভয়ার নামে রাস্তার দাবি, মুখ্যমন্ত্রী, মুখ্যসচিবের কাছে প্রস্তাব ওয়েস্ট বেঙ্গল ডক্টর্স ফোরামের
এবার অভয়ার নামে রাস্তার দাবি, মুখ্যমন্ত্রী, মুখ্যসচিবের কাছে প্রস্তাব ওয়েস্ট বেঙ্গল ডক্টর্স ফোরামের
RG Kar Update: আলোয় মোড়া শহরেই 'দ্রোহের বড়দিন', আন্দোলনে সরব ধর্মতলা
আলোয় মোড়া শহরেই 'দ্রোহের বড়দিন', আন্দোলনে সরব ধর্মতলা
Advertisement
ABP Premium

ভিডিও

Militant News: কোকড়াঝাড় থেকে পাকড়াও আনসারুল্লা বাংলা টিমের আরও ২ জঙ্গিMilitant News: ধৃত ২ জঙ্গিকে দিয়ে ভারতের মাটিতে বড়সড় নাশকতার ছক!Kolkata News : সান্টা-কেক-ক্যারল থেকে ক্রিসমাস ট্রি। বৃষ্টিভেজা বড়দিনে আনন্দে মাতোয়ারা গোটা শহরDelhi Incident : সংসদের সামনে মর্মান্তিক ঘটনা। প্রাণ গেল যুবকের। ঘটনাস্থলে চাঞ্চল্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Christmas 2024: জমজমাট বড়দিন, কলকাতায় নিরাপত্তা জোরদার, চলছে পুলিশি নজরদারিও
জমজমাট বড়দিন, কলকাতায় নিরাপত্তা জোরদার, চলছে পুলিশি নজরদারিও
Bankura News: বিষ্ণুপুর মেলায় আদিবাসী ফ্যাশন শো, ব়্যাম্পে হাঁটলেন রাজ্যের মন্ত্রী, 'শিক্ষা-শিক্ষা-শিক্ষা', দিলেন বার্তা
বিষ্ণুপুর মেলায় আদিবাসী ফ্যাশন শো, ব়্যাম্পে হাঁটলেন রাজ্যের মন্ত্রী, 'শিক্ষা-শিক্ষা-শিক্ষা', দিলেন বার্তা
West Bengal News Live:এবার অভয়ার নামে রাস্তার দাবি, মুখ্যমন্ত্রী, মুখ্যসচিবের কাছে প্রস্তাব ওয়েস্ট বেঙ্গল ডক্টর্স ফোরামের
এবার অভয়ার নামে রাস্তার দাবি, মুখ্যমন্ত্রী, মুখ্যসচিবের কাছে প্রস্তাব ওয়েস্ট বেঙ্গল ডক্টর্স ফোরামের
RG Kar Update: আলোয় মোড়া শহরেই 'দ্রোহের বড়দিন', আন্দোলনে সরব ধর্মতলা
আলোয় মোড়া শহরেই 'দ্রোহের বড়দিন', আন্দোলনে সরব ধর্মতলা
Offbeat News : 'মাতৃত্বকালীন ছুটি' পেলেন পুরুষ শিক্ষক ! এক সপ্তাহ হলিডে, বিহারে আজব কাণ্ড 
'মাতৃত্বকালীন ছুটি' পেলেন পুরুষ শিক্ষক ! এক সপ্তাহ হলিডে, বিহারে আজব কাণ্ড 
Money Rule Change : গ্যাস সিলিন্ডার, পেনশন থেকে গাড়ির দাম, ১ জানুয়ারি থেকে বদলে যাবে এই নিয়ম
গ্যাস সিলিন্ডার, পেনশন থেকে গাড়ির দাম, ১ জানুয়ারি থেকে বদলে যাবে এই নিয়ম
Sambhal Archaeological Survey: দোতলা নির্মাণের নীচে জলাধার, রাজারানিদের জন্যই তৈরি, সম্ভলে খোঁড়াখুঁড়িতে প্রাণ পেল ইতিহাস
দোতলা নির্মাণের নীচে জলাধার, রাজারানিদের জন্যই তৈরি, সম্ভলে খোঁড়াখুঁড়িতে প্রাণ পেল ইতিহাস
EPFO UAN Aadhaar Linking:  সরকার দেবে ইনসেনটিভ, ইপিএফওতে এখনও এই কাজ করেননি, লাস্ট ডেট জানেন ?
সরকার দেবে ইনসেনটিভ, ইপিএফওতে এখনও এই কাজ করেননি, লাস্ট ডেট জানেন ?
Embed widget