এক্সপ্লোর

Top Entertainment News Today: টলিউড থেকে বলিউড, বিনোদন জগতের সেরা ১০ খবর

বিনোদনের জগতে সারাদিন কোথায় কী হল? একনজরে দেখে নিন সেরা খবরগুলি (Top Entertainment News Today)।

কলকাতা: ছেলের জন্মদিন ঘোরয়াভাবে আয়োজন করলেন রচনা বন্দ্যোপাধ্যায়। ছোটপর্দায় একসঙ্গে দেখা যেতে চলেছে দেব ও রুক্মিণীকে। ইসমার্ট জোড়িতে এসে মটন রাঁধলেন প্রান্তিক-অঙ্কিতা। অন্যদিকে, বলিউড মুক্তি পেল 'শামশেরা' ছবির গান। রাজকুমার রাও নিজের স্ট্রাগলের দিনের স্মৃতিচারণা করলেন। বিবাহবিচ্ছেদ নিয়ে মুখ খুললেন চারু অসোপা। আলিয়া ভট্ট জানালেন কীভাবে রণবীর কপূরের সঙ্গে তাঁর রোম্যান্স শুরু হয়।  বিনোদনের জগতে সারাদিন কোথায় কী হল? একনজরে দেখে নিন সেরা খবরগুলি (Top Entertainment News Today)।

থ্রিলার ছবিতে 'অন্তর্জাল' বুনছেন নায়িকা কৌশানি, সঙ্গে বনিও-

সদ্য মুক্তি পেয়েছে প্রার্জুন মজুমদারের নতুন ছবি ‘অন্তর্জাল’-এর (Antarjaal) প্রথম লুক। পোস্টারে দেখা যাচ্ছে, একটি আধো অন্ধকার জায়গায় দাঁড়িয়ে বনি। কিন্তু তাঁর শরীরের একাংশ দেখা যাচ্ছে না। কারণ সামনেই রয়েছে হাতে ধরা একটি ছুরি। আর সেই ছুরির ফলাতেই ফুটে উঠেছে কৌশানীর মুখ। বেশ গা ছমছমে এই ছবির ফার্স্ট লুক পোস্টার (First Look Poster)। সোশ্যাল মিডিয়ায় (Social Media) ছবির ফার্স্ট লুক পোস্টার শেয়ার করে নিয়েছেন বনি ও কৌশানি দুজনেই।

ঘরোয়া আয়োজনে ছেলের জন্মদিন পালন করলেন রচনা-

সদ্য সোশ্যাল মিডিয়ায় ছেলের জন্মদিন পালনের একাধিক ছবি শেয়ার করে নিয়েছেন রচনা। সেখানে কোনও ছবিতে তাঁকে দেখা যাচ্ছে ছেলেকে খাইয়ে দিতে, কোথাও আবার পঞ্চব্যঞ্জনের থালা সাজিয়ে দিয়েছেন তিনি। কেকে ছুরি চালাচ্ছেনও একসঙ্গে। সোশ্যাল মিডিয়ায় এই ছবি শেয়ার করে রচনা লিখেছেন, 'শুভ জন্মদিন আমার জীবনের সবচেয়ে বিশেষ মানুষটাকে। সেইদিনটা ছিল সবচেয়ে ভালো দিন যেদিন তুমি জন্মেছিলে। আমার চাঁদ, আমার তারা আমার সূর্য। তুমি সত্যিই একটা বড় আশীর্বাদ যেটা একজন মা হিসেবে আমি পেয়েছি। তোমায় জন্মদিনের অনেক শুভেচ্ছা, ভালোবাসা।'

দুবাইয়ে অ্যাডভেঞ্চার স্পোর্টসের স্বাদ নিচ্ছেন অদ্রিজা-

সম্প্রতি দুবাই (Dubai) পাড়ি দিয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী অদ্রিজা রায় (Adrija Roy)। ৪ জুলাই তাঁর জন্মদিন ছিল। 'বার্থডে উইক' (Birthday Week) শুরু হতেই সফর শুরু করেন অভিনেত্রী। সঙ্গে বেস্ট ফ্রেন্ড অর্পিতা। আর সেখানেই এখন একের পর এক অভিজ্ঞতা তৈরি করছেন তিনি। একাধিক ছবি, ভিডিওর মধ্যে নজর কাড়ল অভিনেত্রীর পোস্ট করা শেষ ভিডিওটি। বুধবার রাতের দিকে নিজের সোশ্যাল মিডিয়ায় প্রথমবার 'জিপলাইনিং' (Zipline) করার ভিডিও পোস্ট করলেন। দুঃসাহসিক এই অ্যাডভেঞ্চার স্পোর্টসের (Adventure Sports) ভিডিও দেখে শিহরিত অনুরাগীরাও। সমুদ্রপৃষ্ঠ থেকে ১৭০ কিমি ওপরে, ৮০ কিলোমিটার প্রতি ঘণ্টার গতিবেগে হাওয়ায় ভাসলেন অভিনেত্রী। অ্যাডভেঞ্চার যাত্রার আগে কেমন লাগছে জিজ্ঞেস করা হলে অভিনেত্রী বলেন, 'আমি একটু ভয় পাচ্ছি। তবে ভীষণ উত্তেজিত।' 

আরও পড়ুন - Happy Birthday Ranveer Singh: 'লেডিস ভার্সেস রিকি বহেল' কিংবা 'এইট্টি থ্রি', একনজরে রণবীর সিংহের সেরা ছবির তালিকা

বড়পর্দায় রণবীর-বাণীর রোম্যান্স, প্রকাশ্যে 'শামশেরা' ছবির নতুন গান-

'শামশেরা' নির্মাতারা প্রকাশ্যে আনলেন রণবীর-বাণীর প্রেমকাহিনি। মুক্তি পেল 'ফিতুর'। গান গেয়েছেন অরিজিৎ সিংহ ও নীতি মোহন। গানের ভিডিও জুড়ে দুই তারকার রোম্যান্স নজরে পড়বে। কখনও বালিতে, কখনও জলের তলায়, তাঁদের উষ্ণ রোম্যান্স নজর কেড়েছে। আগামী ২২ জুলাই মুক্তি পাবে 'শামশেরা'। এর আগে 'ফিতুর' গান নিয়ে অভিনেতা বলেছিলেন, 'ফিতুর আমার পছন্দের। এটি একটি প্রেমের গান যা শুনে আশা করি শ্রোতারাও প্রেমে পড়বে।'

এবার ছোটপর্দায় একসঙ্গে দেব-রুক্মিণী-

এবার ছোটপর্দায় একসঙ্গে দেব (Dev) আর রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)। একটি প্রথম সারির চ্যানেলের ডান্স রিয়্যালিটি শো-এর বিচারকের ভূমিকায় দেখা যাবে তাঁদের। এছাড়াও তাঁদের সঙ্গে বিচারক হিসেবে থাকবেন মনামী ঘোষ (Monami Ghosh)। ফের শুরু করে 'ডান্স ডান্স জুনিয়র' (Dance Dance Junior)-এর নতুন সিজন। গত সিজনের মতো এবারেও বিচারকের ভূমিকায় হাজির থাকছেন মনামী ঘোষ ও দেব। তবে বিচারকের আসনে নতুন সংযোজন রুক্মিণী। এই প্রথম কোনও ডান্স রিয়্যালিটি শো-এর বিচারকের ভূমিকায় দেখা যাবে রুক্মিণীকে। 

সুস্থ আছি' অসুস্থতার গুজব উড়িয়ে জানালেন শ্রুতি-

সম্প্রতি একটি ভিডিও ক্লিপিংয়ে শ্রুতি বলছেন, ' হ্যাঁ আমার PCOS রয়েছে, আর অনেক মহিলাদেরওই এই সমস্যা থাকে।হ্যাঁ এই রোগটা অবশ্যই চ্যালেঞ্জিং তবে এই রোগ এমন গুরুতরও না যে আমি অসুস্থ হয়ে পড়ব বা আমার অবস্থা গুরুতর হয়ে উঠবে। আমার মনে হয় একটা পোস্ট দেখে কিছু সংবাদমাধ্যমের ভুল ধারণা হয়েছে। এমনকি আমার কাছে এমন অনেক ফোনও এসেছে যেখানে আমার থেকে জানতে চাওয়া হয়েছে আমি হাসপাতালে ভর্তি রয়েছিল কি না। তাদের সবাইকে খুব স্পষ্টভাবে আমি জানিয়েছি যএ আমি হাসপাতালে ভর্তি নেই। আমি একবারেই সুস্থ রয়েছি। তবে হ্যাঁ আমার PCOS-র সমস্যা সত্যিই রয়েছে তবে তা নতুন কিছু নয়। অনেকদিনের পুরনো। '

কত ব্যাঙ্ক ব্যালেন্স নিয়ে বলিউডে অভিনয় করতে এসেছিলেন রাজকুমার রাও?

রাজকুমার রাও বলেন, 'FTII-তে আমি খুব কঠোর পরিশ্রম করেছি। যতটা সম্ভব বেশি করে শিখতাম। এরপর মুম্বই পাড়ি দিই। কিন্তু সেই পরিস্থিতিটা খুবই কঠিন ছিল। আমার কোনও থাকার জায়গা ছিল না। সারাদিনে এক প্যাকেট পার্লে জি বিস্কুট আর ব্যাঙ্কে ১৮ টাকা। ব্যস, এই ছিল আমার সম্বল। ফিল্ম স্কুলে এক বন্ধু সাহায্য করেছিল সেই সময়। কিন্তু আমার কাছে কোনও প্ল্যান বি ছিল না। কারণ, আমি সবসময়ই শুধু অভিনেতা হতে চেয়েছিলাম।'

বিমানে আসন বিভ্রাটের মাধ্যমেই শুরু রণবীর-আলিয়ার রোম্যান্স-

'কফি উইথ করণ সিজন ৭'-এ এসে আলিয়া ভট্ট জানালেন যে, রণবীর কপূরের সঙ্গে তাঁর রোম্যান্স শুরু হয়েছিল বিমানে আসন বিভ্রাটের মাধ্যমে। 'রাজি' অভিনেত্রী বলেন, 'এটা হওয়ারই ছিল না। আমাদের একসঙ্গে হওয়ারই কথা ছিল না। 'ব্রহ্মাস্ত্র'র ওয়ার্কশপের সময়ে আমরা বিমানে ছিলাম। একে অপরের সঙ্গে কথা বলছিলাম। সেই সময় ওকে এগোতে দেখে মনে হয়েছিল যেন ও আমার পাশেই বসবে। আমি খুবই উত্তেজিত ছিলাম। কিন্তু সেই সময়ই ওর সিটে কিছু একটা সমস্যা হয়। সিটে কিছু একটা আটকে ছিল। তাই বিমানকর্মীরা ওর সিট বদলে দেওয়ার ব্যবস্থা করতে থাকেন। আমার সেই সময় মনে হয়েছিল, কেন এসব হচ্ছে!কেন আমার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাচ্ছে! কিন্তু তারপরই ওর সিট ঠিক হয়ে যায়। আর ও আমার পাশে এসে বসে।'

জিতের শোয়ে বাঁশপোড়া মটন রান্না প্রান্তিক-অঙ্কিতার-

এদিন সম্প্রচারিত চ্যানেলের পক্ষ থেকে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, 'ইসমার্ট জোড়ি'র মঞ্চে প্রান্তিক - অঙ্কিতাকে ডেকে নিচ্ছেন শোয়ের সঞ্চালক জিৎ। আর ছোট পর্দার দুই জনপ্রিয় তারকাকে দেখা যাচ্ছে রান্নার তোড়জোড় করতে। 'ইসমার্ট জোড়ি'র মঞ্চে গিয়ে তাঁরা রান্না করবেন বাঁশপোড়া মটন। হেঁসেলে অ্যাপ্রন পরে দুই তারকাকে দেখা গেল রীতিমতো পটু হাতে রান্নার জোগাড় করতে। মাংস কিমা করা থেকে মশলা মাখানো। সবই তাঁরা করলেন। তারপর? কেমন হল বাঁশপোড়া মটন? কেমন রান্না করলেন প্রান্তক - অঙ্কিতা? জানতে হলে চোখ রাখতে হবে টেলিভিশনের পর্দায়।

সুস্মিতা সেনের ভাইয়ের সঙ্গে কেন বিচ্ছেদ? মুখ খুললেন চারু-

সম্প্রতি নিজের ভ্লগ শেয়ার করেছেন অভিনেত্রী চারু অসোপা। যেখানে তাঁকে বিবাহবিচ্ছেদ প্রসঙ্গে কথা বলতে শোনা যাচ্ছে। সেখানেই তিনি জানাচ্ছেন যে, কেন তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। ভ্লগে চারু বলছেন, 'আমি জানি যে, মানুষের অনেক প্রশ্ন রয়েছে আমার এই সিদ্ধান্তকে নিয়ে। অনেকের আমার সিদ্ধান্ত নিয়ে নানা দ্বিধাও রয়েছে। অনেকেই মনে করছেন যে, আমি ভুল। কিন্তু আমি শুধু এটুকু বলতে চাই যে, আমার এই সিদ্ধান্ত একদিনের নয়। দীর্ঘদিন ধরে আমি এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার চিন্তাভাবনা করছি। আমি আবেগপ্রবণভাবে কিংবা হঠকারিতায় এই সিদ্ধান্ত নিইনি। আমি একেবারে সজ্ঞানে এই সিদ্ধান্ত নিয়েছি। আর এই সিদ্ধান্ত আমার জন্য নয়। এই সিদ্ধান্ত জিনিয়ার জন্য। আমি শুধু এটাই বলতে চাই যে, যে সম্পর্ক লক্ষ্যে পৌঁছনোর নয়, তা একটা সুন্দর মুহূর্ত দেখে ছেড়ে দেওয়াই ভালো।'

আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: নাম ভাঁড়িয়ে পাসপোর্ট এবং আধার কার্ড তৈরির অভিযোগ পার্কস্ট্রিট থেকে গ্রেফতার হলেন প্রাক্তন বিএনপি নেতা
নাম ভাঁড়িয়ে পাসপোর্ট এবং আধার কার্ড তৈরির অভিযোগ পার্কস্ট্রিট থেকে গ্রেফতার হলেন প্রাক্তন বিএনপি নেতা
Sukhendu Sekhar Roy: শীর্ষ নেতৃত্বকে না জানিয়ে সিদ্ধান্ত? দলের দুই প্রবীণ নেতার উপর রুষ্ট তৃণমূল, ব্যবস্থা নেওয়া হতে পারে
শীর্ষ নেতৃত্বকে না জানিয়ে সিদ্ধান্ত? দলের দুই প্রবীণ নেতার উপর রুষ্ট তৃণমূল, ব্যবস্থা নেওয়া হতে পারে
Bangladesh News :  ভারতের জাতীয় পতাকার অবমাননার প্রতিবাদ ! বাংলাদেশের রোগী দেখা বন্ধ করলেন কলকাতার চিকিৎসক
'আগে দেশ, পরে রোজগার',
Bangladesh : 'বাংলাদেশের সংখ্যালঘুদের রক্ষা করার প্রার্থনা জানাতে' রবিবার সব ভক্তদের জমায়েতের ডাক ইসকনের, কোথায়, কখন?
'বাংলাদেশের সংখ্যালঘুদের রক্ষা করার প্রার্থনা জানাতে' রবিবার সব ভক্তদের জমায়েতের ডাক ইসকনের, কোথায়, কখন?
Advertisement
ABP Premium

ভিডিও

Jukti Tokko: 'এখন আমরা বাংলার নির্বাচনে দেখি ওপেন রিগিং', মন্তব্য অধ্যাপক জাদ মাহমুদেরSajal Ghosh: 'আপনি বলুন সরকারি কর্মচারীদের কবে ডি এ দেবেন?' প্রশ্ন সজল ঘোষের?Bangladesh: উত্তপ্ত বাংলাদেশ। ফের নতুন করে মন্দিরে হামলা এবং ভাঙচুরের ঘটনা চট্টগ্রামের পাথরঘাটায়Jukti Tokko: 'আজকের পশ্চিমবাংলা বৃদ্ধাশ্রমে পরিণত হতে চলেছে', মন্তব্য পার্থ মুখোপাধ্যায়ের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal News Live Updates: নাম ভাঁড়িয়ে পাসপোর্ট এবং আধার কার্ড তৈরির অভিযোগ পার্কস্ট্রিট থেকে গ্রেফতার হলেন প্রাক্তন বিএনপি নেতা
নাম ভাঁড়িয়ে পাসপোর্ট এবং আধার কার্ড তৈরির অভিযোগ পার্কস্ট্রিট থেকে গ্রেফতার হলেন প্রাক্তন বিএনপি নেতা
Sukhendu Sekhar Roy: শীর্ষ নেতৃত্বকে না জানিয়ে সিদ্ধান্ত? দলের দুই প্রবীণ নেতার উপর রুষ্ট তৃণমূল, ব্যবস্থা নেওয়া হতে পারে
শীর্ষ নেতৃত্বকে না জানিয়ে সিদ্ধান্ত? দলের দুই প্রবীণ নেতার উপর রুষ্ট তৃণমূল, ব্যবস্থা নেওয়া হতে পারে
Bangladesh News :  ভারতের জাতীয় পতাকার অবমাননার প্রতিবাদ ! বাংলাদেশের রোগী দেখা বন্ধ করলেন কলকাতার চিকিৎসক
'আগে দেশ, পরে রোজগার',
Bangladesh : 'বাংলাদেশের সংখ্যালঘুদের রক্ষা করার প্রার্থনা জানাতে' রবিবার সব ভক্তদের জমায়েতের ডাক ইসকনের, কোথায়, কখন?
'বাংলাদেশের সংখ্যালঘুদের রক্ষা করার প্রার্থনা জানাতে' রবিবার সব ভক্তদের জমায়েতের ডাক ইসকনের, কোথায়, কখন?
Bangladesh News: বাংলাদেশের শনি-কালী মন্দিরে হামলা, ইসকনের একাধিক সেন্টারে ভাঙচুর
বাংলাদেশের শনি-কালী মন্দিরে হামলা, ইসকনের একাধিক সেন্টারে ভাঙচুর
ISKCON Car Accident : ইসকনের সাধুরা ফের সঙ্কটে, এবার হাওড়ায় পথ দুর্ঘটনা
ইসকনের সাধুরা ফের সঙ্কটে, এবার হাওড়ায় পথ দুর্ঘটনা
Bangladesh : 'এই ইসকন জঙ্গি, তারা স্বৈরাচারের সঙ্গী', বাংলাদেশে ক্ষমতার কেন্দ্রে থাকা ছাত্রনেতা
'এই ইসকন জঙ্গি, তারা স্বৈরাচারের সঙ্গী', বাংলাদেশে ক্ষমতার কেন্দ্রে থাকা ছাত্রনেতা
East Bengal: নতুন কোচ দলের বদলে দিয়েছেন মনোভাব, ইস্টবেঙ্গলকে মরশুমের প্রথম জয় এনে দিয়ে দাবি দিয়ামান্তাকসের
নতুন কোচ দলের বদলে দিয়েছেন মনোভাব, ইস্টবেঙ্গলকে মরশুমের প্রথম জয় এনে দিয়ে দাবি দিয়ামান্তাকসের
Embed widget