Top Entertainment News Today: বড় পর্দা, ছোট পর্দা কিংবা ওটিটি প্ল্যাটফর্ম, বিনোদনের সেরা খবরগুলি একঝলকে
টলিউড থেকে বলিউড। বড় পর্দা, ছোট পর্দা কিংবা ওটিটি প্ল্যাটফর্ম। বিনোদনের জগতে সারাদিন কোথায় কী হল? চোখ বুলিয়ে নিন সেরা খবরগুলিতে (Top Entertainment News Today)।
কলকাতা: আজ শেষকৃত্য সম্পন্ন হল রাজু শ্রীবাস্তবের। অন্যদিকে, হত্যার চক্রান্তকে কেন্দ্র করে বিস্ফোরক মন্তব্য করলেন তনুশ্রী দত্ত। টলিউডে ঘোষণা হল একাধিক ছবি এবং ওয়েব সিরিজের। টলিউড থেকে বলিউড। বড় পর্দা, ছোট পর্দা কিংবা ওটিটি প্ল্যাটফর্ম। বিনোদনের জগতে সারাদিন কোথায় কী হল? চোখ বুলিয়ে নিন সেরা খবরগুলিতে (Top Entertainment News Today)।
কাজের জন্য নতুন জায়গায় গিয়ে নিজের গোপন অতীতের মুখোমুখি মধুমিতা, তারপর?
মেয়েটির নাম রূপকথা । কলকাতার একটা ফ্ল্যাটে একাই বসবাস, পেশা ও নেশা দুইই ফটোগ্রাফি । আর এই পেশার সূত্র ধরেই একটি কাজের জন্য একটি অচেনা জায়গায় গিয়ে পৌঁছয় সে । কিন্তু সত্যিই কি এই জায়গা তাঁর অচেনা নাকি আগে কখনও সে এখানে এসেছে ? নাহলে সব কিছু এতটা চেনা কেন ? অতীতের কোনও ছায়া কি বদলে দেবে রূপকথার জীবন ? গদি আঁটা কাঠের বেঞ্চে বসে এই কথাগুলো বলে যাচ্ছিলেন রূপকথাই । থুড়ি মধুমিতা সরকার (Madhumita Sarcar)। এই গল্প তাঁর নতুন ওয়েব সিরিজের । জাতিস্মর (Jatiswar) । সদ্য 'হইচই' সিজন সিক্সে একঝাঁক নতুন ওয়েব সিরিজের ঘো।মা করেছে এই ওয়েব প্ল্যাটফর্ম । এর মধ্যে 'জাতিস্মর' একটি । ওয়েব সিরিজের মুখ্যভূমিকায় দেখা যাবে মধুমিতা সরকারকে। তবে কে এই সিরিজটি পরিচালনা করছেন সেই কথা এখনও পর্যন্ত প্রকাশ করেনি 'হইচই' । তবে জানা গিয়েছে, এই গল্প পূর্বজন্মে ঘটে যাওয়া কোনও ঘটনার পরের জন্মে প্রতিশোধ নিতে ফিরে আসার গল্প ।
'হ্যালো'-তে এবার ইশা-পায়েলের রসায়ন, জানুয়ারিতে আসছে 'ইন্দু ২'-
রাইমা সেন (Raima Sen) ও প্রিয়ঙ্কা সরকারের (Priyanka Sarcar) রসায়নের পরে ফের নতুন সমীকরণ দুই নায়িকার ! 'হইচই সিজন ৬' -এ ঘোষণা হয়েছে জনপ্রিয় সিরিজ 'হ্য়ালো, রিমেম্বার মি'-র সিক্যুয়ালের । নতুন সিরিজে জুটি বাঁধছেন ইশা সাহা (Isha Saha) ও পায়েল সরকার (Paayel Sarkar) । সাহানা দত্তের (Sahana Dutta) লেখায় এই সিরিজের পরিচালনা করছেন অভিমুন্য মুখোপাধ্যায় (Abhimanyu Mukherjee) । নতুন এই সিরিজের গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে সৌরভ চক্রবর্তী (Sourav Chakraborty)-কে ।
'ফেলুদা' টোটাকে নিয়ে জানুয়ারিতেই কাশ্মীর পাড়ি সৃজিতের-
এবার সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherjee)-র হাত ধরেই ফের একবার পাহাড়ে ফেলুদা। তবে এবার ভূস্বর্গে। ফেলুদার নতুন সিজন আসতে চলেছে সেই আভাস আগেই দিয়েছিলেন টোটা রায়চৌধুরী (Tota Roychowdhury)। এবারেও ফেলুদার ভূমিকায় দেখা যাবে তাঁকেই। ফেলুদা হিসেবে বেশ জনপ্রিয়তা অর্জন করে ফেলেছেন টোটা।
আরও পড়ুন -Raju Srivastava: 'কুলি'র শ্যুটিংয়ে আহত অমিতাভ, জানতে পেরে কী করেছিলেন রাজু শ্রীবাস্তব
উষসী, স্বস্তিকা, কিন্তু 'গভীর জলের মাছ' !
'হইচই সিজন ৬' -এ (Hoichoi Season 6) ঘোষণা হয়েছে একগুচ্ছ নতুন সিরিজের। এদের মধ্যে একটি হল গভীর জলের মাছ। চারটি মেয়ের ওঠাপড়ার গল্প নিয়েই তৈরি হবে এই সিরিজ। কিন্তু শুধুই কি মানসিক দ্বন্ধ? নাকি আর একটি খুন! নাটকীয়তার মোড়কে এগিয়ে যাবে এই সিরিজের গল্প। চার নারীর জীবনের ওঠাপড়ার গল্প নিয়ে আসছে সাহানা দত্ত (Sahan Dutta)-র নতুন ওয়েব সিরিজ গভীর জলের মাছ (Gobhir Joler Mach)। নতুন এই ওয়েব সিরিজে মুখ্যভূমিকায় থাকছেন উষসী রায় (Ushashi Roy), স্বস্তিকা দত্ত (Swastika Dutta), অনন্যা সেন (Anannya Sen) ও তৃণা সাহা (Trina Saha)।
ঋত্বিক-রাজনন্দিনীর নতুন জুটি, 'গোরা' ও 'সম্পূর্ণা'-র নতুন সিজনের সঙ্গে আসছে 'মিস্টার কলকেতা'ও!
নতুন জুটি, নতুন গল্প কিন্তু এই চেনা কলকাতাতেই। 'হইচই সিজন ৬' -এ (Hoichoi Season 6) ঘোষণা হয়েছে একগুচ্ছ নতুন সিরিজের। এদের মধ্যে একটি হল মিস্টার কলকেতা (Mr. Kolketa)। এই সিরিজে প্রথম জুটি বাঁধছেন ঋত্বিক চক্রবর্তী (Ritwick Chakraborty) ও রাজনন্দিনী পাল (Rajnandini Paul) ও সুরজিৎ চট্টোপাধ্যায় (Surojit Chatterjee)। এই সিরিজের পরিচালনা করছেন ও লিখেছেন সুরজিৎ চট্টোপাধ্যায়।
ছেলে আরিয়ানের গ্রেফতারি প্রসঙ্গে প্রথমবার মুখ খুললেন শাহরুখ পত্নী গৌরী-
কর্ণর উত্তরে গৌরী বলেন, 'পরিবার হিসেবে আমাদের সেই সময় নানা পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছে। বলতে পারি, সেই পরিস্থিতির থেকে খারাপ আর কিছু হতে পারে না। অবশ্যই মা হিসেবে এবং অভিভাবক হিসেবে আমাদের অনেক ঝড়ঝাপটা সামলাতে হয়েছে। তবে, আজ আমরা পরিবার হয়ে এক হয়ে দাঁড়িয়ে আছি।' প্রসঙ্গত, প্রায় একমাস জেলে কাটাতে হয় আরিয়ান খানকে। জামিনের জন্য চলে দীর্ঘ টালবাহানা। একমাস পর জামিন পান তিনি।
বিচিত্র বিশ্ববিদ্যালয়ের অদ্ভুত সব শর্ত, 'ভিঞ্চি ভারতী অ্যাকাডেমি'-র গল্প বলতে আসছেন অর্ণ, শাঁওলিরা-
'IIC - Indie Institute of Creativity', যেখানে সুযোগ পেতে প্রতিবছর যে পরীক্ষাটা হয়, সেটিকে বিশ্বের অন্যতম কঠিন পরীক্ষা হিসেবে বিবেচনা করা হয়। তার কারণ এখানে পাশের হার মাত্র ০.০০২ শতাংশ। Pretentious Parameter, Toxic Talent এবং Negligible Knowledge এই তিনটি বিষয়ের ওপর হয় পরীক্ষা। সারা দেশ থেকে প্রতিবছর দশ লক্ষের বেশী ছাত্রছাত্রী IIC পরীক্ষায় বসে। কিন্তু সিট মোটে ১৯৮৪টি। এই প্রবেশিকা পরীক্ষায় পড়ুয়াদের তৈরি করার জন্য সারা দেশে ছড়িয়ে রয়েছে প্রচুর প্রতিষ্ঠান। কিন্তু তাদের মধ্যে সবথেকে প্রতিষ্ঠিত রেসিডেনশিয়াল কোচিং সেন্টারটি হলো ‘ভিঞ্চি ভারতী অ্যাকাডেমি’।
রাজু শ্রীবাস্তবের প্রয়াণে শোকাহত কপিল শর্মা-
নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে কৌতুক অভিনেতা কপিল শর্মা একটি ছবি পোস্ট করেছেন রাজু শ্রীবাস্তবের সঙ্গে। ছবিতে দুজনকেই হাসি মুখে দেখা যাচ্ছে। রাজু শ্রীবাস্তবের সঙ্গে ছবি পোস্ট করে কপিল শর্মা লিখেছেন, 'প্রথমবার রাজু ভাই তুমি আমার চোখে জল এনে দিলে। আমাদের ফের একবার দেখা হবে, এমনটাই আশা করেছিলাম। প্রার্থনা করি ঈশ্বর তাঁর পায়ে তোমায় জায়গা দিন। তোমাকে খুব মিস করব। গুড বাই। ওম শান্তি।'
'বার-বার হত্যার ছক কষা হয়েছে', বিস্ফোরক তনুশ্রী দত্ত-
সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউড অভিনেত্রী তনুশ্রী দত্ত জানান যে, তাঁর গাড়ির ব্রেক ফেল করিয়ে তাঁকে হত্যার ছক কষা হয়েছিল। অভিনেত্রী বলছেন, 'যখন আমি উজ্জয়িনীতে ছিলাম, তখন দুবার আমার গাড়ির ব্রেক নষ্ট করে দেওয়া হয়। সে সময় আমি দুর্ঘটনার কবলে পড়ি। বড়সড় দুর্ঘটনায় পড়ে আমি আহত হই। কিন্তু প্রাণে বেঁচে যাই। আমার বেশ কয়েকটা হাড় ভাঙে। সুস্থ হতে আমার বেশ কয়েক মাস সময় লাগে। আমার শরীর থেকে অনেক রক্তক্ষরণ হয়।' এর পাশাপাশি তনুশ্রীর দাবি, তাঁর বাড়ির কাজের লোক, যাঁকে তাঁর বাড়িতে পরিকল্পনা মাফফিক কাজে লাগানো হয়েছিল, সেই ব্যক্তি জলের সঙ্গে কিছু মিশিয়ে দেন। তিনি বলছেন, 'আমার বাড়িতে কাজ করত। আমার ভাষায় বলতে গেলে ওকে আমার বাড়িতে পরিকল্পনা মাফিক কাজে লাগানো হয়েছিল। সেঅ সময় আমি বার বার অসুস্থ হয়ে পড়তে থাকি আমার তো মনে হয়, আমার খাওয়ার জলে কিছু মিশিয়ে দেওয়া হত। '
'কুলি'র শ্যুটিংয়ে আহত অমিতাভ, জানতে পেরে কী করেছিলেন রাজু শ্রীবাস্তব-
জানা যায়, রাজু শ্রীবাস্তবের কাছে কার্যত 'ঈশ্বর' ছিলেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। ১৯৮২ সালে রাজু বয়স তখন মাত্র ১৮ বছর। সেই সময় 'কুলি' ছবির শ্যুটিং করছিলেন বিগ বি। 'কুলি' ছবির শ্যুটিং করতে গিয়ে আহত হন অমিতাভ। বেশ বড় ধরনের চোট পান অভিনেতা। সেই খবর পেয়েই মুম্বই পাড়ি দেন রাজু। বহু অনুরাগীদের মাধে তিনিও ভিড়ের মধ্যে অমিতাভ বচ্চনের জন্য ব্রিচ ক্যান্ডি হাসপাতালের বাইরে দাঁড়িয়েছিলেন। কমেডিয়ানের ঘনিষ্ঠ সূত্র এই প্রসঙ্গে বলছেন, 'রাজু ভাই রোজ বড়াপাও খেতেন আর হাসপাতালের বাইরে দাঁড়িয়ে থাকতেন। বিগ বি যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন, তার জন্য রোজ প্রার্থনা করতেন। অমিতাভ বচ্চনকে ঈশ্বরের চোখে দেখতেন রাজু।'