এক্সপ্লোর

Top Entertainment News Today: একনজরে আজকের সেরা বিনোদনের খবরগুলি

টলিউড থেকে বলিউড। বিনোদনের জগতে সারাদিন কোথায় কী হল? একনজরে দেখে নিন বিনোদনের জগতের সেরা খবরগুলি (Top Entertainment News Today)।

কলকাতা: টলিউড থেকে বলিউড। বিনোদনের জগতে সারাদিন কোথায় কী হল? একনজরে দেখে নিন বিনোদনের জগতের সেরা খবরগুলি (Top Entertainment News Today)।

নীনা গুপ্তা- সঞ্জয় মিশ্রের থ্রিলার ড্রামা 'বধ' মুক্তির তারিখ প্রকাশ্যে-

পর্দায় একসঙ্গে অভিনয় করতে দেখা যাবে দুই তাবড় বলিউড তারকাকে। একজন নীনা গুপ্তা (Neena Gupta), আর অন্যজন সঞ্জয় মিশ্র (Sanjay Mishra)। মুক্তির অপেক্ষায় 'বধ' (Vadh)। কবে মুক্তি (Release Date) পাচ্ছে এই ছবি? ঘোষণা করা হল তারিখ। প্রেক্ষাগৃহে একসঙ্গে দুই অভিনেতার 'পাওয়ার প্যাকড' কাজ দেখা যাবে 'বধ' ছবিতে। ৯ ডিসেম্বর মুক্তি পাচ্ছে এই ছবি। 'বধ'-এর গল্প লিখেছেন এবং ছবির পরিচালনার দায়িত্ব সামলেছেন রাজীব বার্নওয়াল (Rajeev Barnwal) ও জসপাল সিংহ সান্ধু (Jaspal Singh Sandhu)। থ্রিলার ড্রামা (Thriller Drama) ঘরানার ছবি এটি।

নিকি তম্বোলি-তন্ময় সিংহ অভিনীত মিউজিক ভিডিও 'ছোরি' প্রকাশ্যে-

'গ্লোবাল দেশি রেকর্ডস' তাঁদের সর্বপ্রথম গানের ভিডিও নিয়ে হাজির। সিঙ্গেল, দেশি মশলা পার্টি ঘরানার গান 'ছোরি' মুক্তি পেয়েছে। যেখানে একসঙ্গে দেখা গেছে 'বিগ বস' খ্যাত নিকি তম্বোলি ও জনপ্রিয় তারকা তন্ময় সিংহকে। পর্দায় এই প্রথম একসঙ্গে কাজ করলেন নিকি ও তন্ময়। তবে গানের টিজারেই তাঁদের রসায়ন বেশ নজর কেড়েছিল দর্শকদের। নির্মাতারা নিশ্চিত এই গান দর্শকদের নাচতে বাধ্য করবেই। দানিশ সাবরি রচিত 'ছোরি'তে কণ্ঠ দিয়েছেন সোনু কক্কর, ভি কক্কর। প্রসঙ্গত সলমন খান ও বরুণ ধবনের একাধিক ছবির গানের লিরিক্স লিখেছেন দানিশ। 'ছোরি'র মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন আসলাম খান ও রবি আখাড়ে। গানের উচ্ছ্বসিত মেজাজ প্রতিফলিত করতে এবং সম্পূর্ণ ভিন্ন অবতারে মূল তারকাদের প্রতিফলিত করতে একটি রঙিন প্রেক্ষাপটে বিশাল প্রযোজনার শ্যুটিং করা হয়। বান্দ্রার এক রেস্তোরাঁয় গানটি মুক্তি পায়। হাজির ছিলেন একাধিক অতিথি।

অমিতাভ-বোমন-অনুপমের 'উঁচাই' যাত্রা শুরু, প্রথম দিনে ব্যবসা কেমন হল?

প্রথম দিনে মোটামুটি ভালই ব্যবসা করেছে 'উঁচাই'। এখনও পর্যন্ত পাওয়া হিসেব অনুযায়ী এই ছবি প্রথম দিনে ১.৬০ থেকে ১.৮৫ কোটি টাকার ব্যবসা করেছে। অথচ ৪৮৩টি স্ক্রিনে মাত্র ১৫০০ টি শো পেয়েছে এই ছবি। প্রথম দিনেই এই ছবি দেখতে ভিড় করেছিলেন বিশেষ করে পরিবারের লোকজন ও বয়স্করা।  কোভিড পরবর্তী সময়ে মুক্তি প্রাপ্ত অমিতাভ বচ্চনের সমস্ত ছবির মধ্যে প্রথম দিনে, এটিই সবচেয়ে ব্যবসা করেছ। তাঁর 'চেহরে' ৪৫ লাখের ব্যবসা, 'গুডবাই' ৯০ লাখের ব্যবসা করে প্রথম দিনে। অন্যদিকে 'ঝুন্ড' ছবি প্রথমদিনে ১.১০ কোটি টাকার ব্যবসা করেছিল। তবে 'উঁচাই' ছবির ব্যবসার পরিমাণ আরও বাড়বে বলেই মনে করছেন হল কর্তৃপক্ষ। 

আরও পড়ুন - Bipasha Basu Baby Girl: অপেক্ষার অবসান, বিয়ের ৬ বছর পর সন্তান এল কর্ণ-বিপাশার সংসারে

হাতে হাত রেখে পথ চলার দুই দশক পার, বিবাহবার্ষিকীতে আবেগঘন সোনালি বেন্দ্রে-

একসঙ্গে পথচলার দুই দশক পার। সুখে, দুঃখে একে অপরের পাশে থাকার প্রতিশ্রুতি নেওয়ার দুই দশক পার। এতটা পথ পেরিয়ে নস্ট্যালজিক অভিনেত্রী সোনালী বেন্দ্রে (Sonali Bendre)। কুড়ি বছরের বিবাহবার্ষিকীতে (20 years of marital bliss) স্বামী গোল্ডি বহেলের (Goldie Behl) সঙ্গে পোস্ট করলেন বেশ কিছু স্পেশাল ছবি। ২০০২ সালের ১২ নভেম্বর, সাত পাকে বাঁধা পড়েন বলিউড অভিনেত্রী সোনালি বেন্দ্রে ও পরিচালক গোল্ডি বহেল। এদিন সোশ্যাল মিডিয়ায় দুটি ছবি ও একটি ভিডিও পোস্ট করেন অভিনেত্রী। প্রথম ছবিটি তাঁদের বিয়ের দিনের। ক্যাপশনে লেখেন, 'তখন। এখন। সবসময়ের জন্য।'

১৮ বসন্ত পেরিয়ে আজ প্রাপ্তবয়স্ক বীর-জারার প্রেমকাহিনি, সোশ্যাল মিডিয়ায় আবেগঘন প্রীতি-

এদিন সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন প্রীতি। ছবির একাধিক দৃশ্যের কোলাজ, নেপথ্যে চলছে ছবির বিখ্যাত 'তেরে লিয়ে' গানটি। ক্যাপশনে লেখেন, 'অনেক সিনেমা হয়েছে এবং অনেক সিনেমা হবে কিন্তু বীর জারার সঙ্গে কোনও কিছুর তুলনা হয় না। যশ চোপড়া ফিল্মসের জাদু, রোম্যান্সের প্রতি তার ভালবাসা এবং তার চরিত্রগুলির বিশুদ্ধতার সঙ্গে কিছুই তুলনা করে না। পুরানো দিনের ভালবাসায় বিশ্বাস করা এবং এমন বিশুদ্ধ উদ্দেশ্য নিয়ে কাউকে ভালবাসা যে কোনও সীমানা, কোনও ধর্ম এবং কোনও কাঁটাতার সেই ভালবাসাকে আলাদা রাখতে পারে না। ধন্যবাদ আদি চোপড়া বীর জারার দুনিয়া তৈরি করার জন্য এবং ছবিটাকে এত স্পেশাল করার জন্য প্রত্যেককে ধন্যবাদ।'

মুম্বই বিমানবন্দরে শাহরুখ খানকে আটক শুল্ক দফতরের আধিকারিকদের-

শাহরুখ খানকে মুম্বই বিমানবন্দরে আটকানো হল। ব্যক্তিগত বিমানে দুবাই থেকে মুম্বই আসছিলেন তিনি। বিমানবন্দরে কিং খানকে আটকান শুল্ক দফতরের আধিকারিকরা। পরে শাহরুখ ও তঁর ম্যানেজারকে ছেড়ে দেওয়া হয়। যদিও আটকে রাখা হয় শাহরুখ খানের দেহরক্ষী ও টিমের বাকি সদস্যদের। জানা গেছে, টিমের সকলকে সারা রাত আটকে রেখে ভোরের দিকে সব সদস্যদের ছেড়ে দেওয়া হয়। শাহরুখদের কাছে বহুমূল্যের প্রচুর ঘড়ি আছে বলে অভিযোগ। শাহরুখ ও তাঁর টিমের ব্যাগ থেকে একাধিক দামি ঘড়ির খালি কৌটোও উদ্ধার করা হয়েছে। শাহরুখদের কাছে মোট ১৭ লক্ষ ৫৬ হাজার ৫০০ টাকার শুল্ক আদায় করেছেন আধিকারিকরা। 

মা হলেন বিপাশা বসু, জন্ম দিলেন কন্যা সন্তানের-

অভিনেত্রী বিপাশা বসু ও অভিনেতা কর্ণ সিংহ গ্রোভার অভিভাবক হলেন। মুম্বইয়ের খারের হিন্দুজা হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দিলেন বিপাশা। ২০১৬ সালের ৩০ এপ্রিল মুম্বইয়ে সাত পাকে বাঁধা পড়েন দুই তারকা। প্রথমবার বাবা - মা হলেন কর্ণ সিংহ গ্রোভার ও বিপাশা বসু। কন্যা সন্তানের পিতা- মাতা হওয়ার পরই নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে সদ্যোজাত সন্তানের ছবি ও নাম প্রকাশ করেছেন তাঁরা। কর্ণ এবং বিপাশা দুজনেই তাঁদের ইনস্টাগ্রাম হ্যান্ডলে সদ্যোজাত সন্তানের ছোট্ট দুটি গোলাপি পায়ের ছবি পোস্ট করেছেন। সঙ্গে জানিয়েছেন, মেয়ের নাম তাঁরা রেখেছেন দেবী বসু সিংহ গ্রোভার (Devi Basu Singh Grover)।  কর্ণ - বিপাশার বাবা- মা হওয়ার খবরে শুভেচ্ছায় উপচে পড়ছে সোশ্যাল মিডিয়া। সাধারণ নেট নাগরিক থেকে অন্যান্য তারকারা দুই তারকাকে শুভেচ্ছা জানাচ্ছেন।

আগামী ছবিগুলি কেমন চলবে? বিস্ফোরক দাবি শাহরুখ খানের-

সদ্যই ৪১তম শারজা আন্তর্জাতিক বইমেলায় উপস্থিত ছিলেন শাহরুখ খান। সেখানে তাঁকে সম্মানিতও করা হয়। সেখানেই আগামী ছবিগুলির সম্পর্কে মুখ খুললেন অভিনেতা। জানালেন, দীর্ঘ পাঁচ বছর পর তাঁর ছবি আসতে চলেছে, তার জন্য তিনি কতটা স্নায়ুচাপে ভুগছেন। শাহরুখ খান বলেন, 'যদি আমার নিজের ছবি নিয়ে নিজেরই বিশ্বাস না থাকে, তাহলে আমার তো সেই কাজটাই করা উচিত নয়। কারণ, আমি যে জিনিসটা তৈরি করছি, সেই জিনিসটা সম্পর্কে আমার নিজের বিশ্বাস থাকাটা সবথেকে বেশি জরুরি। এটা কোনও ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য নয়। আমি এটাই বিশ্বাস করি। ছোট থেকেই আমি এটা বিশ্বাস করি। এভাবেই নিজেকে তৈরি করি। আমি নিজের সেরাটা দিয়ে কাজ করেছি। আর আশা করছি ততটাই তা রঙিন হবে।'

'হেরা ফেরি ৩'-এ অক্ষয়ের পরিবর্তে কার্তিক! কেন নায়ক বদল?

বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে, ছবির স্ক্রিপ্ট পছন্দ না হওয়ার কারণেই 'হেরা ফেরি ৩'-এ থাকছেন না অক্ষয় কুমার। যদিও নির্মাতাদের পক্ষ থেকে অফিশিয়ালি কোনও ঘোষণা করা হয়নি এখনও। সূত্রের খবর, ছবির প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালা অক্ষয় এবং কার্তিক দুই অভিনেতার সঙ্গেই কথা বলেছেন। গত কয়েক সপ্তাহ ধরেই এই কথাবার্তা চলছে। ঘনিষ্ঠ সূত্র বলছে, 'ফিরোজ নাদিয়াদওয়ালা খুব শীঘ্রই 'হেরা ফেরি' ফ্র্যাঞ্চাইজির সিক্যুয়েলের শ্যুটিং শুরু করার পরিকল্পনা করেছেন। 'ভুলভুলাইয়া ২'-এর ব্যাপক সাফল্যের পর অক্ষয় কুমারের আরও বেশ কয়েকটি ছবির সিক্যুয়েলের মুখ হতে চলেছেন কার্তিক। দুই তারকার সঙ্গে প্রযোজকের এখনও কথাবার্তা চলছে।' ওই ব্যক্তি আরও বলছেন, 'প্রযোজকের সঙ্গে কথাবার্তায় অক্ষয় কুমার জানিয়েছেন যে, তিনি 'হেরা ফেরি ৩' ছবির জন্য ৯০ কোটি টাকা পারিশ্রমিক নেবেন। এছাড়াও, ছবির লভ্যাংশের থেকেও কিছু শতাংশ তিনি নেবেন পারিশ্রমিক হিসেবে। অন্যদিকে, এই ছবির জন্য কার্তিক আরিয়ান ৩০ কোটি টাকা পারিশ্রমিকেই কাজ করতে রাজি রয়েছেন। এছাড়াও ডিজিটাল এবং স্যাটেলাইট প্লেয়ারদের সঙ্গে কথা বলার পর প্রযোজকের মনে হয়েছএ যে, অক্ষয়ের তুলনায় বর্তমানে বেশি লাভজনক কার্তিক। দুজনের পারিশ্রমিকেও তফাত রয়েছে ৬০ কোটি টাকাও। অর্থাৎ, অক্ষয়ের পরিবর্তে কার্তিককে এই ছবিতে নিলে প্রযোজক অনেক বেশি লাভবান হবেন। ফিরোজ অক্ষয় কুমারকে তাঁর পারিশ্রমিক নিয়ে অনেক বোঝানোর চেষ্টা করেছেন। কিন্তু পারি্রমিক নিয়ে সমঝোতা করতে রাজি নন অক্ষয়। আর তাই ফিরোজের কাছে কার্তিক আরিয়ানকে সই করানো ছাড়া আর কোনও উপায় নেই। 'হেরা ফেরি ৩' ছবিতে 'রাজু' চরিত্রের জন্য আদর্শ হতে চলেছেন কার্তিক।'

ছেলের জন্মের পর হাসপাতালের বিল মেটানোর মতোও টাকা ছিল না আমজাদ খানের!

আমজাদ খানের জন্মদিনে সামনে এসেছে তাঁর পুত্র সাদাব খানের একটি পুরনো সাক্ষাৎকার। যেখানে তিনি জানাচ্ছেন, এতটাই আর্থিক সমস্যায় ছিলেন আমজাদ যে, পুত্র সাদাবের জন্মের পর হাসপাতালের বিল মেটানোর মতোই টাকা ছিল না তাঁর কাছে। সাদাব খান বলছেন, 'ওঁর (আমজাদ খান) কাছে হাসপাতালের বিল মেটানোর মতোও টাকা ছিল না। যে আমার জন্মের পর আমার মাকে হাসপাতাল থেকে ছাড়াতে পারেন। মা কাঁদতে শুরু করেন। বাবা লজ্জায় কাউকে মুখ দেখাতে পারছিলেন না।'

'রকি অউর রানি কি প্রেম কাহানি'র নতুন মুক্তির দিন ঘোষণা কর্ণ জোহরের, সঙ্গে বিশেষ কবিতা-

এদিন কর্ণ জোহর তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে 'রকি অউর রানি কি প্রেম কাহানি' নতুন মুক্তির দিন (Rocky Aur Rani Ki Prem Kahani New Release Date) পোস্ট করেছেন। সেখানে তিনি জানিয়েছেন যে, আগামী বছর অর্থাৎ ২০২৩-এর ২৮ এপ্রিল মুক্তি পাবে এই ছবি। 'রকি অউর রানি কি প্রেম কাহানি'র নতুন মুক্তির দিন ঘোষণার আগেই নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি কবিতা পোস্ট করেন কর্ণ। যেখানে তিনি কবিতার মধ্যে দিয়ে ছবির অভিনেতাদের চরিত্র প্রকাশ করেছেন। জানা গিয়েছে এই ছবিতে একেবারে ভিন্ন চরিত্রে দেখা যাবে জয়া বচ্চনকে।

আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement

সেরা শিরোনাম

Jalpaiguri News: দ্বিতীয়ায় হকার উচ্ছেদ অভিযান, 'কেন বারবার এই অত্যাচার ?', লাঠির আঘাত, আটক ব্যবসায়ী
দ্বিতীয়ায় হকার উচ্ছেদ অভিযান, 'কেন বারবার এই অত্যাচার ?', লাঠির আঘাত, আটক ব্যবসায়ী
INDW vs BANW Live: টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত পাকিস্তান অধিনায়কের, প্রথমে ফিল্ডিং করবেন স্মৃতি, হরমনপ্রীতরা
টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত পাকিস্তান অধিনায়কের, প্রথমে ফিল্ডিং করবেন স্মৃতি, হরমনপ্রীতরা
Delhi Doctor Murder Update : ‘খুন করতে পারলে মেয়ের সঙ্গে বিয়ে দেব’, দিল্লির ডাক্তারকে খুন করার সুপারি দিয়েছিল নার্সের স্বামী !
স্ত্রীর সঙ্গে সম্পর্ক আছে বলে সন্দেহ, দিল্লির ডাক্তারকে খুন করার সুপারি দিয়েছিল নার্সের স্বামী !
New Star in Sky: রাতের আকাশে এবার নয়া নক্ষত্র, টেক্কা দেবে ধ্রুবতারাকে
রাতের আকাশে এবার নয়া নক্ষত্র, টেক্কা দেবে ধ্রুবতারাকে
Advertisement
ABP Premium

ভিডিও

Mamata Banerjee: 'জয়নগরকাণ্ডে ৩ মাসের মধ্যে ফাঁসির সাজা হবে, অপরাধ করলে কড়া ব্যবস্থা', জানালেন মমতাMamata Banerjee: 'কেউ কি ইচ্ছে করে কোনও ঘটনা ঘটায়? জয়নগরকাণ্ডে ৩ মাসের মধ্যে ফাঁসির সাজা হবে', মন্তব্য মমতারJoynagar News: জয়নগরকাণ্ডে কল্যাণী এইমসে ময়নাতদন্ত,পকসো যুক্ত করা হয়নি? রাজ্যকে নির্দেশ হাইকোর্টেরKalyan Banerjee: 'কর্মবিরতি করছেন আবার হাজিরা খাতায় সই করে স্টাইপেন্ড নিচ্ছেন', কল্যাণের নিশানায় জুনিয়র ডাক্তাররা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jalpaiguri News: দ্বিতীয়ায় হকার উচ্ছেদ অভিযান, 'কেন বারবার এই অত্যাচার ?', লাঠির আঘাত, আটক ব্যবসায়ী
দ্বিতীয়ায় হকার উচ্ছেদ অভিযান, 'কেন বারবার এই অত্যাচার ?', লাঠির আঘাত, আটক ব্যবসায়ী
INDW vs BANW Live: টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত পাকিস্তান অধিনায়কের, প্রথমে ফিল্ডিং করবেন স্মৃতি, হরমনপ্রীতরা
টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত পাকিস্তান অধিনায়কের, প্রথমে ফিল্ডিং করবেন স্মৃতি, হরমনপ্রীতরা
Delhi Doctor Murder Update : ‘খুন করতে পারলে মেয়ের সঙ্গে বিয়ে দেব’, দিল্লির ডাক্তারকে খুন করার সুপারি দিয়েছিল নার্সের স্বামী !
স্ত্রীর সঙ্গে সম্পর্ক আছে বলে সন্দেহ, দিল্লির ডাক্তারকে খুন করার সুপারি দিয়েছিল নার্সের স্বামী !
New Star in Sky: রাতের আকাশে এবার নয়া নক্ষত্র, টেক্কা দেবে ধ্রুবতারাকে
রাতের আকাশে এবার নয়া নক্ষত্র, টেক্কা দেবে ধ্রুবতারাকে
Posthumous Reproduction: ক্যান্সার কেড়ে নিয়েছে তরতাজা ছেলেকে, সারোগেসিতে সন্তানের শুক্রাণু ব্যবহারে মা-বাবাকে অনুমতি দিল আদালত
ক্যান্সার কেড়ে নিয়েছে তরতাজা ছেলেকে, সারোগেসিতে সন্তানের শুক্রাণু ব্যবহারে মা-বাবাকে অনুমতি দিল আদালত
Madhabi Puri Buch: ব্যক্তিগত স্বার্থ রক্ষার্থে পক্ষপাতিত্ব? আদানিদের বিরুদ্ধে তদন্তে ঢিলেমির অভিযোগ, SEBI প্রধানকে তলব করল PAC
ব্যক্তিগত স্বার্থ রক্ষার্থে পক্ষপাতিত্ব? আদানিদের বিরুদ্ধে তদন্তে ঢিলেমির অভিযোগ, SEBI প্রধানকে তলব করল PAC
Malda News: গঙ্গার গর্ভে তলিয়ে যাচ্ছে জমি, ফের নদী ভাঙন মালদায়, আতঙ্কে স্থানীয়রা
গঙ্গার গর্ভে তলিয়ে যাচ্ছে জমি, ফের নদী ভাঙন মালদায়, আতঙ্কে স্থানীয়রা
Junior Doctors Protest: ঘড়ি হাতে নিয়ে সাংবাদিক সম্মেলন করলেন জুনিয়র ডাক্তাররা, কেন ঘড়ি ? কী জানালেন তাঁরা
ঘড়ি হাতে নিয়ে সাংবাদিক সম্মেলন করলেন জুনিয়র ডাক্তাররা, কেন ঘড়ি ? কী জানালেন তাঁরা
Embed widget