Top Entertainment News Today: ৯৯ টাকায় দেখা যাবে 'প্রজাপতি', সৌমিত্রর শেষ ছবি নন্দনে, সফল 'মিশন মজনু', বিনোদনের সারাদিন
Top Entertainment News Today: রাত পেরোলেই মাত্র ৯৯ টাকায় দেখা যাবে প্রজাপতি থেকে হামি টু ! সৌমিত্রর শেষ ছবি নন্দনে, সফল 'মিশন মজনু', দিনভর বিনোদন দুনিয়ায় নজর কাড়ল কোন কোন খবর, দেখে নিন বিনোদনের সারাদিন।

কলকাতা: রাত পেরোলেই মাত্র ৯৯ টাকায় দেখা যাবে প্রজাপতি থেকে হামি টু (Prajapati to Haami 2) !। সিদ্ধার্থ মলহোত্রার (Sidharth Malhiotra) 'মিশন মজনু' (Mission Majnu) সফল। মন জয় করে নিয়েছেন রশ্মিকা মন্দানা (Rashmika Mandanna)। নেটফ্লিক্সে ( Netflix) এই ছবি দেখতে পারেন। অসমাপ্ত রয়ে গিয়েছে শ্যুটিং, সৌমিত্র চট্টোপাধ্যায়ের শেষ ছবি চলছে নন্দনে। দিনভর বিনোদন দুনিয়ায় নজর কাড়ল কোন কোন খবর, দেখে নিন বিনোদনের সারাদিন।
অনন্ত ও রাধিকার বাগদান
আজ মুকেশ অম্বানির পরিবারে বাজল সানাই। উল্লেখ্য, গতবছর রাজস্থানের শ্রীনাথজি মন্দিরে মুকেশ ও নীতা অম্বানির ছোট ছেলের সঙ্গে শৈলা ও বীরেন মার্চেন্টের মেয়ের রোকা হয়েছিল। আর আজ ১৯ জানুয়ারি মুম্বইয়ে হল গুজরাতি মতে বাগদান অম্বানির পরিবারে। এই বিশেষ অনুষ্ঠানে ভারতীয় পোশাক পরতে অতিথিদের অনুরোধ করা হয়েছিল। বৃহস্পতিবার অনন্ত ও রাধিকার বাগদান (Anant Radhika Engagement) ঘিরে চাঁদের হাট আম্বানির পরিবারে। কে নেই সেই তালিকায়। শিল্পপতি থেকে শুরু করে মুম্বইয়ের সুপারস্টার।
রাত পেরোলেই মাত্র ৯৯ টাকায় দেখা যাবে প্রজাপতি থেকে হামি টু
রাত পেরোলেই মাত্র ৯৯ টাকায় দেখা যাবে প্রজাপতি থেকে হামি টু (Prajapati to Haami 2) ! এটা কি সত্যি ? আজ্ঞে হ্যাঁ, ষোলোয়ানা সত্যি। কিন্তু কী করে ? ভুট্টাভাজা খেতে খেতে থুড়ি পপকর্ণ খেতেখেতে এমন সুখ সইবে কি ? তাহলে কি হঠাৎ মাল্টিপ্লেক্স কর্তা বা ছবি নির্মাতাদের প্রেম জেগে উঠল দর্শকদের প্রতি ? কী করে হয়, বছর সেরা এই ছবিগুলি মাত্র ৯৯ টাকায় দেখার সুযোগ। আরে বাবা, আম খাও, গাছের খবর জেনে কী কাজ ! তা আবার হয় নাকি, বাঙালি বলে কথা, সব খবর জানা চাই। তাহলে আর কী রাতটুকু শুধু পেরোনোর অপেক্ষা, সিনেমা হলে হুড়িহুড়ি না লেগে যায় আবার ! তবে কারণটা জেনে নেওয়া যাক, আর ধৈয্যে কুলোচ্ছে না ! হাফ ধরছে অলিন্দে নিলয়ে, আসলে আর কিছু নয়, আবার অনেক কিছু। আগামীকাল সিনেমা লার্ভাস ডে ( Cinema Lovers Day 2023 )। আর সেই কারণেই বিশেষদিনে দর্শকের জন্য এতবড় ছাড়।
সৌমিত্র চট্টোপাধ্যায়ের শেষ ছবি চলছে নন্দনে
সেটে তখন উপস্থিত ছিলেন সন্দীপ রায় (Sandip Roy), সব্যসাচী চক্রবর্তী (Sabyasachi Chakraborty), আর.. সৌমিত্র চট্টোপাধ্যায় (Soumitra Chatterjee)। পরিকল্পনা করা হয়েছিল, গল্পে.. আড্ডায় জানা যাবে অজানা নায়ককে, আর সেই গল্পই হবে ক্যামেরাবন্দি। সেদিনের শ্যুটিংয়ে অভিনেতা যেন একটু বেশিই ঝলমলে, বেশিই প্রাণোচ্ছ্বল ছিলেন, ঠিক যেন বছর কুড়ির যুবক। শ্যুট শেষে সেদিন যখন বেরিয়ে যাচ্ছেন তিনি.. কেউ ভাবতে পারেননি, এটাই তাঁর জীবনের শেষ শট! আজ তাঁর জন্মদিনে সেই স্মৃতি ফিরে দেখলেন পরিচালক সায়ন্তন মুখোপাধ্যায়।
বলিউড প্রসঙ্গে বিস্ফোরক অমরীশ পুরির পৌত্র
বলিউড ইন্টাস্ট্রিতে অমরীশ পুরি (Amrish Puri) নামটাই যথেষ্ট। তাঁর বিবরণ বা তাঁর নামের সঙ্গে কোনও ব্যাখ্যার প্রয়োজন নেই। জনপ্রিয়তা তাঁর এতটাই। দীর্ঘ বহু বছর বলিউডে কাজ করেছেন অমরীশ পুরি। এখন এই ইন্ডাস্ট্রিতেই কাজ করছেন তাঁর পৌত্র বর্ধন পুরি (Vardhan Puri)। বলিউড প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করলেন তিনি।






















