Guddi: প্রবল ঠাণ্ডা, তুষারপাত, দার্জিলিংয়ে শ্যুটিং করতে গিয়ে কী অভিজ্ঞতা হয়েছিল শ্যামৌপ্তি, রণজয়ের?
সবুজে মোড়া পাহাড় আর সেখানকার সীমান্ত এলাকার সমস্যা। তার মধ্যেই কেউ বাঁচছে নিজের স্বপ্ন নিয়ে, কারও মনে গোপনে বাড়ছে ভালোলাগা। হঠাৎই একটা ঘটনায় বদলে যায় সব সম্পর্কের সমীকরণ।
কলকাতা: সবুজে মোড়া পাহাড় আর সেখানকার সীমান্ত এলাকার সমস্যা। তার মধ্যেই কেউ বাঁচছে নিজের স্বপ্ন নিয়ে, কারও মনে গোপনে বাড়ছে ভালোলাগা। হঠাৎই একটা ঘটনায় বদলে যায় সব সম্পর্কের সমীকরণ। লীনা গঙ্গোপাধ্যায়ন নতুন গল্প নিয়ে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক গুড্ডি (Guddi)।
'ধ্রুবতারা'-র পর এই ধারাবাহিকের হাত ধরেই ফের প্রধান চরিত্রে ফিরছেন, শ্যামৌপ্তী মুদলি। এই ধারাবাহিকে তাঁর নাম গুড্ডি। শ্যামৌপ্তীর বিপরীতে দেখা যাবে রণজয় বিষ্ণুকে। ধারাবাহিকে তাঁর চরিত্রের নাম অনুজ। আর গুড্ডির শিক্ষিকা আর অনুজের হবু স্ত্রীয়ের ভূমিকায় অভিনয় করছেন মধুরিমা বসাক। ধারাবাহিকে তাঁর চরিত্রের নাম সিরিন।
বৃহস্পতিবার একটি সাংবাদিক সম্মেলনে হাজির ছিল টিম গুড্ডি। প্রথমে এই ধারাবাহিকের শ্যুটিং হওয়ার কথা ছিল কাশ্মীরে। কিন্তু পারিপার্শিক পরিস্থিতির কারণে শ্যুটিং হয় দার্জিলিংয়ে। কেমন ছিল সেই অভিজ্ঞতা? রণজয় বলছেন, 'প্রচণ্ড ঠান্ডার মধ্যে যখন শট দিতে জ্যাকেটটা খুলতাম, মনে হত হাত পা জমে যাচ্ছে। শ্যামৌপ্তির খুব কম ঠাণ্ডা লাগে, তবে আমরা জমে যাচ্ছিলাম। নভেম্বর ডিসেম্বর মাসে দার্জিলিংয়ে তুষারপাত হয়েছে। বারে বারে বন্ধ করে দিতে হয়েছে শ্যুটিং। আমাদের টিমটা ভীষণ ভালো। কখনও কখনও বরফ পড়ে রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। আমাদের টিম ক্যামেরা আর অন্যান্য সামগ্রী কাঁধে করে পাহাড়ের ওপর উঠেছে।'
আরও পড়ুন: ফের সত্যান্বেষী আবীর, অরিন্দম শীলের নতুন অজিত সুহত্র
জানা গেল, পাহাড়ে ছোটার দৃশ্যে শ্যুটিং করতে গিয়ে অনেকবার পড়েও গিয়েছিলেন শ্যামৌপ্তী। কিন্তু তারপরেও সমান উদ্যমে শ্যুটিং করে গিয়েছেন তিনি। তাঁর কথায়, 'এই চরিত্র আমার কাছে স্বপ্নপূরণ। আমি সবসময় শাঁখা-পলা-সিঁদুর পরা শান্ত স্ত্রীয়ের ভূমিকায় অভিনয় করেছি। আমি যে এমন ছটফটে একটা মেয়ের ভূমিকায় অভিনয় করতে পারব, এটা যে লীনাদি ভেবেছেন তার জন্য আমি কৃতজ্ঞ।'
শ্যুটিংয়ের কিছুটা অংশ কলকাতার হলেও মাঝেমধ্যেই গল্পে থাকবে পাহাড়। পরিচালক জানালেন, কিছুটা শ্যুটিং বোলপুরেও হবে। কলকাতার সঙ্গে সঙ্গে গল্পে থাকবে পাহাড়ও। কারণ গুড্ডি আর সিরিন দুজনেই পাহাড়ের মেয়ে।
নিজের চরিত্র নিয়ে আশাবাদী মধুরিমাও। তিনি বললেন, 'এই গল্পে কোনও রহস্য নেই, খুনোখুনি নেই, ষড়যন্ত্রও নেই। এই গল্প সম্পর্কের টানাপোড়েনের গল্প।'
এই ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন অম্বরীশ ভট্টাচার্য্য ও সোহিনী সেনগুপ্ত। ২৮ ফেব্রুয়ারি সোম থেকে রবি স্টার জলসার পর্দায় সন্ধে ৬টায় দেখা যাবে এই ধারাবাহিক।