মুক্তি পেল ‘গুমনামী’-র টিজার, সৃজিৎ-প্রসেনজিৎ যুগলবন্দিতে মুগ্ধ সিনেপ্রেমীরা
এক মিনিট নয় সেকেন্ডের টিজার।
কলকাতা: দিন কয়েকই হয়েছে, পরিচালক সৃজিৎ মুখোপাধ্যায় পরিচালিত ছবি ‘এক যে ছিল রাজা’ সেরা বাংলা ছবির সম্মানে সম্মানিত হয়েছে। ৬৬তম ন্যাশনাল অ্যাওয়ার্ডসের জুরি সদস্যরা সেরা বাংলা ছবি হিসেবে বেছে নিয়েছে সৃজিৎ পরিচালিত ভাওয়াল রাজার জীবনীর ওপর নির্মিত এই ছবিকে। এই সম্মানের পর স্বাভাবিকভাবেই খুশি ছবি নির্মাতা থেকে পরিচালক এবং কুশীলবরা। এই খুশির আবহেই এবার সামনে এল জাতীয় পুরস্কার জয়ী পরিচালক সৃজিতের আগামী ছবি ‘গুমনামী’-র টিজার।
এক মিনিট নয় সেকেন্ডের টিজার। পর্দায় ছবি ভেসে ওঠার আগেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের গলায় সংলাপ, ‘স্বাধীনতা কোনও ভিক্ষা নয়, আমাদের অধিকার’, তারপর পরাধীন ভারতের স্বাধীনতা সংগ্রামের একের পর এক কোলাজ। মহাত্মা গাঁধী-নেতাজি কথা। সুভাষ চন্দ্র বসুর মৃত্যু নিয়ে বহুচর্চিত তাইহুকু বিমান দুর্ঘটনার টুকরো ছবি। এরপরই সাদা কালো থেকে রঙিন হয়ে স্ক্রিনে এলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। পরনে সন্ন্যাসীর বেশ। কাট। পরের দৃশ্যেই রয়েছেন অভিনেতা অনির্বান ভট্টাচার্য। এই ছবিতে তাঁর চরিত্রের নাম চন্দ্রচূড় ধর, যিনি নেতাজিকে নিয়ে গবেষণা করছেন এবং একটি বইও লিখেছেন। টিজারে মহাত্মা গাঁধীর চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে অভিনেতা সুরেন্দ্র রঞ্জনকে। এছাড়াও এই ছবিতে কাজ করতে দেখা যাবে সঞ্জয় গুরবক্সানির মতো অভিনেতাকে। ‘গুমনামী’-তে রয়েছেন টলি অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তীও। এই ছবি মুক্তি পাবে আগামী দুর্গা পুজোয়। ২ অক্টোবর, ছবি রিলিজ করবে বলে জানা যাচ্ছে।
প্রসঙ্গত, টিজারেই প্রশংসিত হচ্ছে সৃজিতের এই ছবি। পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়, রাজ চক্রবর্তী, অরিন্দম শীল সহ অভিনেতা জিৎ, সবাই প্রশংসায় পঞ্চমুখ। ইতিমধ্যেই ইউটিউবেও এই টিজার ট্রেন্ডিং। দেখে নিন আপনিও।