Swami Vivekananda: যথাযোগ্য মর্যাদায় পালিত হল স্বামী বিবেকানন্দের ১৬৪ তম জন্মদিন
ABP Ananda Live: যথাযোগ্য মর্যাদায় পালিত হল স্বামী বিবেকানন্দের ১৬৪ তম জন্মদিন। দক্ষিণেশ্বর মন্দির, বেলুড়মঠ ও আলমবাজার মঠে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিভিন্ন অনুষ্ঠানের মাধ্য়মে তুলে ধরা হয় স্বামীজির জীবনী ও বাণী।
ভয়ঙ্কর শৈত্যের 'রেড অ্যালার্ট', বেশ কিছু জায়গায় বৃষ্টিও, আবহাওয়া দফতর দিল বড় আপডেট
হাড় কাঁপাচ্ছে দিল্লির ঠান্ডা। মরশুমের সবচেয়ে ঠান্ডা দিন সোমবার। একেবারে ৩.২ ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছিল তাপমাত্রা। আবহাওয়া দফতরের আপডেট, মঙ্গলবারও দেশের রাজধানী এবং উত্তর ভারতে তীব্র ঠান্ডা পরিস্থিতি বজায় থাকবে । আইএমডি সূত্রে খবর, বেশ কয়েকটি রাজ্যের শীতের জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে। তীব্র শৈত্যপ্রবাহ এবং ঘন থেকে খুব ঘন কুয়াশায় ঢাকা থাকবে রাজধানী। উত্তর-পশ্চিম ভারত জুড়ে প্রবল শীতে স্বাভাবিক জীবন ব্যাহত হবে।
তীব্র শৈত্যপ্রবাহ কোথায় কোথায়
সোমবার উত্তর ভারত তীব্র ঠান্ডার দাপট। উত্তর ভারতের বেশির ভাগ জায়গাতেই চলছে তীব্র শৈত্যপ্রবাহ। দিল্লিতে এই মরশুমের সর্বনিম্ন তাপমাত্রা ছিল সোমবাপ। হরিয়ানা থেকে রাজস্থান এবং পঞ্জাব পর্যন্ত সমভূমি জুড়ে হাড় কাঁপানো শীত বজায় থাকবে। আবহাওয়া দফতর জানাচ্ছে, আপাতত পঞ্জাব এবং গঙ্গানগর ও হনুমানগড় সহ রাজস্থানের কিছু উত্তরাঞ্চলীয় শহরে ঘন কুয়াশা থাকবে। এর পাশাপাশি, হিসার, সিরসা, ফতেহাবাদ এবং আম্বালার পাশাপাশি হরিয়ানার চণ্ডীগড়েও ঘন কুয়াশা থাকবে।




















