Gurmeet Chaudhary: বাঙালি অভিনেত্রীকে নিয়ে সংসার, মুম্বইয়ে তারকা অভিনেতার বাড়িতে চুরি, মারাত্মক অভিযোগ
Bollywood News: সরাসরি বাড়ির গৃহ সহায়কের দিকেই আঙুল তুলেছেন গুরমীত।

মুম্বই: বলিউড অভিনেতা গুরমীত চৌধরীর বাড়িতে রোমহর্ষক চুরির ঘটনা। মূল্যবান জিনিসপত্র চুরি যাওয়ার অভিযোগ তুলেছেন গুরমীত। বাঙালি অভিনেত্রী দেবিনা বন্দ্যোপাধ্যায় এবং দুই কন্যা, লিয়ানা ও দিবিশাকে নিয়ে মায়ানগরীতে সংসার গুরমীত। সেই বাড়িতেই চুরি হয়েছে বলে দাবি করেছেন অভিনেতা। অনুরাগীদের সতর্ক থাকতে বলছেন তিনি। (Gurmeet Chaudhary)
সরাসরি বাড়ির গৃহ সহায়কের দিকেই আঙুল তুলেছেন গুরমীত। মূল্যবান জিনিসপত্র গুটিয়ে নিয়ে ওই গৃহ সহায়ক পালিয়ে গিয়েছেন বলে দাবি তাঁর। অনুরাগীদের সতর্ক করেছেন গুরমীত। বাড়িতে কাউকে রাখার আগে ভাল করে খোঁজ-খবর নিতে অনুরোধ করেছেন। গৃহ সহায়ক বিশ্বস্ত হলেও চোখ-কান খোলা রাখতে বলেছেন অভিনেতা। (Bollywood News)
সোশ্যাল মিডিয়ায় গুরমীত লেখেন, ‘আজ নতুন গৃহ সহায়ক বাড়ি থেকে কিছু জিনিস নিয়ে পালিয়ে গিয়েছে। ভাগ্য ভাল, আমরা আগে থেকে সব যাচাই করে নিই। তাই তড়িঘড়ি ব্যবস্থা নিতে পেরেছি। আমি ওই সময় বাড়িতে ছিলাম। মেয়েরা নিজেদের ঘরে নিরাপদে ছিল। সঙ্গে সঙ্গে পদক্ষেপ করায়, কিছু লোকজনকে ফোন করায়, সিংহভাগ জিনিসই ফিরে পেয়েছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা নিরাপদ রয়েছে সকলে। কপাল খারাপ ছিল। আপনারা সতর্ক হোন। বাড়িতে কাউকে ডাকার আগে সবদিক খতিয়ে দেখে নিন’।

গুরমীত ও তাঁর পরিবার নিরাপদ আছেন জেনে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন তাঁদের অনুরাগীরা। কারণ মায়ানগরীতে তারকাদের নিরাপত্তা নিয়ে গত কয়েক মাসে বার বার প্রশ্ন উঠেছে। সলমন খান, শাহরুখ খান খুনের হুমকি পেয়েছেন। সলমনের বাড়ির বাইরে গুলিও চলেছে। আবার বাড়িতে ঢুকে সেফ আলি খানকে কোপায় এক দুষ্কৃতী। সম্প্রতি আদিত্য রায় কপূরের বাড়িতেও এক মহিলা ঢুকে পড়়েন। সেই আবহেই গুরমীতের বাড়িতে চুরির ঘটনা ঘটল।
টেলিভিশনের দৌলতেই ঘরে ঘরে পরিচিতি পান গুরমীত। তবে বহু বছর আগেই টেলিভিশন থেকে বিদায় নিয়েছেন তিনি। বলিউডেও বেশ কিছু কাজ করেছেন। মুম্বইয়ের অন্ধেরি ওয়েস্টে ১৬ কোটি টাকা দিয়ে একটি বিলাসবহুল ফ্ল্যাট কেনেন তাঁরা। সেখানেই সংসার এই তারকা দম্পতির। নতুন ফ্ল্যাটে গৃহ প্রবেশের ভিডিও-ও সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন তাঁরা। গুরমীত জানান, একটা স্যুটকেস হাতে নিয়ে মুম্বই এসেছিলেন তাঁরা। স্যুটকেসে জামাকাপড়, চোখে স্বপ্ন আর পরস্পরের হাতে হাত, এইটুকুই সম্বল ছিল তাঁদের। দেবিনা তাঁর ‘গৃহলক্ষ্মী’, তাই এতটা রাস্তা পেরোতে পেরেছেন বলে জানান গুরমীত।






















