Gurmeet Debina: 'যাঁরা এতদিন অপেক্ষা করেছেন, এই ছবিটা তাঁদের জন্য', একরত্তির ছবিতে দিয়ে লিখলেন গুরমিত-দেবিনা
Gurmeet Debina's daughter's first picture: সোশ্যাল মিডিয়ায় আজ একরত্তি লিয়ানার একটি মিষ্টি ছবি শেয়ার করে নিয়েছেন গুরমিত ও দেবিনা দুজনেই।
![Gurmeet Debina: 'যাঁরা এতদিন অপেক্ষা করেছেন, এই ছবিটা তাঁদের জন্য', একরত্তির ছবিতে দিয়ে লিখলেন গুরমিত-দেবিনা Gurmeet Debina: Actress Gurmeet Chowdhury and Debina Bonerjee shares their daughter's first photo on social media Gurmeet Debina: 'যাঁরা এতদিন অপেক্ষা করেছেন, এই ছবিটা তাঁদের জন্য', একরত্তির ছবিতে দিয়ে লিখলেন গুরমিত-দেবিনা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/03/941cbfc39bad2d900c953ea8d0a0f3bd_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: এই প্রথম একরত্তি কন্যার ছবি প্রকাশ্যে আনলেন গুরমিত চৌধুরী (Gurmeet Chowdhury) আর দেবিনা বন্দ্যোপাধ্যায় (Debina Bonerjee)। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিলেন একরত্তির মিষ্টি ছবি।
সোশ্যাল মিডিয়ায় আজ একরত্তি লিয়ানার একটি মিষ্টি ছবি শেয়ার করে নিয়েছেন গুরমিত ও দেবিনা দুজনেই। ক্যাপশানে তিনি লিখেছেন, 'আলাপ করিয়ে দিই লিয়ানার সঙ্গে। যেখানে আমাদের হৃদয় একসঙ্গে এসে মিলেছে। আমাদের আসেপাশে এত ভালো মানুষ যে আমাদের মন ভালোবাসায় পরিপূর্ণ হয়ে গিয়েছে। অনেকেই ছোট্ট লিয়ানার জন্য প্রার্থনা করেছেন এবং অপেক্ষা করেছেন লিয়ানার মুখ দেখার জন্য। এই ছবিটা তাঁদের জন্য।' ছবির শেষে তাঁরা ট্যাগও জুড়ে দিয়েছেন লিয়ানা চৌধুরী (Liana Chowdhury) বলে।
আরও পড়ুন: Tarun Majumdar Update: হঠাৎ শ্বাসকষ্ট, ভেন্টিলেশনে দেওয়া হল তরুণ মজুমদারকে
সদ্য মা-বাবা হয়েছেন গুরমিত ও দেবিনা। কন্যাসন্তানের জন্মের কথা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন মিষ্টি এক ভিডিওর মাধ্যমে। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি মিষ্টি ভিডিও পোস্ট করেছিলেন দেবিনা বন্দ্যোপাধ্যায়। ভিডিওতে দেখা যাচ্ছে, সদ্যোজাতকে কোলে নিয়ে ঘুম পাড়াচ্ছেন অভিনেত্রী। আর তাঁর কোলে উঠে শুয়ে পড়ছে তাঁর সারমেয় সন্তানটি। ভিডিও পোস্ট করে তিনি লেখেন, 'আমার দুই সন্তানের সঙ্গে।' তার সঙ্গে হ্যাশট্যাগে 'মম লাইফ' লেখেন অভিনেত্রী। সদ্য মা হওয়ার পর বিশেষ অনুভূতি এভাবেই প্রকাশ করছেন দেবিনা। অভিনেত্রীর পোস্ট করা ভিডিও দেখে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন সাধারণ নেট নাগরিক থেকে অন্যান্য তারকারা। কেউ লিখেছেন, 'ঈশ্বর মঙ্গল করুন'। আবার কেউ কমেন্ট করেছেন 'অসাধারণ'।
">
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)