Habji Gabji: লকডাউনে মুক্তি আটকালেও, যেন আরও প্রাসঙ্গিক হয়ে উঠল 'হাবজি-গাবজি', বলছেন রাজ
Habji Gabji Film: শুভশ্রী বলছেন, 'হাবজি-গাবজি' ছবিতে আমার চরিত্রটা এমন, যেটার জন্য যে কোনও অভিনেত্রীই লোভ হবে। এত ভালো একটা চিত্রনাট্য আমার কাছে এসেছে তার জন্য সত্য়িই কৃতজ্ঞ আমি।'
কলকাতা: ২০২০-র শুরুতে তৈরী হয়েছিল নতুন ছবি। কিন্তু তারপর দীর্ঘ লকডাউনে আটকে পড়েছিল ছবি মুক্তি। অবশেষে ৩রা জুন মুক্তি পাচ্ছে রাজ চক্রবর্তীর (Raj Chakraborty) নতুন ছবি 'হাবজি-গাবজি' (Habji Gabji)। ছবির মুখ্যভূমিকায় অভিনয় করছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhasree Ganguly) ও পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)। ছবি মুক্তির আগে নিজেদের অভিজ্ঞতার কথা ভাগ করে নিলেন অভিনেতা অভিনেত্রী ও পরিচালক।
শুভশ্রী বলছেন, 'হাবজি-গাবজি' ছবিতে আমার চরিত্রটা এমন, যেটার জন্য যে কোনও অভিনেত্রীই লোভ হবে। এত ভালো একটা চিত্রনাট্য আমার কাছে এসেছে তার জন্য সত্য়িই কৃতজ্ঞ আমি। গোটা ছবিতে অভিনয় করা একটা দারুণ সফর।' রাজ বলছেন, 'আমাদের ছবিতে তৈরি হয়েছিল ২০২০ সালের প্রথম দিকে। তারপর লকডাউনের জন্য মুক্তি পায়নি ছবিটা। কিন্তু লকডাউনের সময়েই যেন আরও প্রাসঙ্গিক হয়ে উঠল 'হাবজি-গাবজি'।' ছবিটা নিয়ে পরমব্রত বলছেন, 'এই ছবিটা আমাদের প্রত্য়েকের ঘরের গল্প। বাড়িতে অতিথি আসলে বা খাবার সময়ে বাচ্চাকে শান্ত রাখতে তার হাতে মোবাইল বা ট্যাব তুলে দেন না এমন বাবা-মা পাওয়া দুষ্কর। কিন্তু এই প্রবণতা যে কী মারাত্মক ক্ষতি করছে সেটাই তুলে ধরার চেষ্টা করেছে 'হাবজি-গাবজি'।
আরও পড়ুন: Dev-Rukmini: 'নবদম্পতি' দেব-রুক্মিণী? সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করতেই উপচে পড়ল শুভেচ্ছাবার্তা
ছবির নাম 'হাবজি গাবজি'। মোবাইল আর গেমের নেশায় বুঁদ এক শিশুর ভার্চুয়াল জগতে হারিয়ে যাওয়ার গল্প.. মা-বাবার থেকে দূরে সরে যাওয়ার গল্প বলবে রাজ চক্রবর্তী (Raj Chakraborty) পরিচালিত নতুন ছবি 'হাবজি-গাবজি' (Habji Gabji)।
'হাবজি গাবজি' নিয়ে কথা বলতে গিয়ে এবিপি লাইভকে রাজ বলেন, 'আমাদের সঙ্গে আমার ভাগ্নি থাকে। কয়েকবছর আগেও ওর প্রচণ্ড মোবাইল গেমে আসক্তি ছিল। আমি রোজ রাতে ইন্টারনেট অফ করে শুয়ে পড়তাম, সকালে উঠে দেখতাম নেট অন রয়েছে। একদিন শুভশ্রী আবিষ্কার করল, আমার ভাগ্নি রোজ মাঝরাতে উঠে ইন্টারনেট অন করে দেয়। তারপর সারারাত পাবজি খেলে। এমনকী সবার সঙ্গে বসে কথা বলার সময়ও দেখতাম ও মোবাইল গেমে মগ্ন হয়ে থাকে। আমি বারণ করাতে ও আমায় এড়িয়ে যেতে থাকে। ওকে দেখেই প্রথম এই ছবির পরিকল্পনা মাথায় আসে। তারপর আমার অনেক সহকর্মীর সঙ্গে গল্প করতে করতে শুনি, বেশিরভাগ বাড়ির ছোটদের নেশাই মোবাইল গেম।' ছবি মুক্তি পাচ্ছে ৩ জুন।