এক্সপ্লোর
মিলে গেল কমলা হ্যারিসকে নিয়ে মল্লিকা শেরাওয়াতের ১১ বছর আগে করা ভবিষ্যৎবাণী
‘দারুণ একটা ইভেন্ট যোগ দিয়েছিলাম। সময় কাটালাম এমন একজনের সঙ্গে যাকে ভবিষ্যতের মার্কিন প্রেসিডেন্ট বলা হয়। কমলা হ্যারিস। নারীশক্তি!’
![মিলে গেল কমলা হ্যারিসকে নিয়ে মল্লিকা শেরাওয়াতের ১১ বছর আগে করা ভবিষ্যৎবাণী 'Having Fun With Kamala Harris, Who They Say Could Be US President', Netizens Dig Out Mallika Sherawat's Old Tweet মিলে গেল কমলা হ্যারিসকে নিয়ে মল্লিকা শেরাওয়াতের ১১ বছর আগে করা ভবিষ্যৎবাণী](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/11/09184600/mallika-kamala.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: ১১ বছর আগে মল্লিকা শেরাওয়াতের করা একটি টুইট হঠাৎই ভাইরাল। ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন ভাইস প্রেসিডেন্ট হওয়ায় তাঁকে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন অনেকেই। দেশের রাজনীতিবিদ থেকে অভিনেতা, অনেকেই রয়েছেন সেই তালিকায়।
কিন্তু মল্লিকা সোশ্যাল মিডিয়ায় ১১ বছর আগেই ভবিষ্যৎবাণী করেছিলেন কমলা হ্যারিসের প্রেসিডেন্ট হওয়ার! প্রেসিডেন্ট না হলেও প্রথম অশ্বেতাঙ্গ মহিলা হিসেবে ভাইস প্রেসিডেন্ট হয়ে নজির গড়েছেন কমলা হ্যারিস। আর তাই মল্লিকার সেই ভবিষ্যৎবাণী নিয়ে নেটিজেনদের প্রশংসা, মল্লিকা তো দেখছি টাইম ট্রাভেলর!
২০০৯ সালে ২৩ জুন কমলা হ্যারিসের সঙ্গে দেখা করার পর মল্লিকা সোশ্যাল সাইটে লিখেছিলেন, ‘দারুণ একটা ইভেন্ট যোগ দিয়েছিলাম। সময় কাটালাম এমন একজনের সঙ্গে যাকে ভবিষ্যতের মার্কিন প্রেসিডেন্ট বলা হয়। কমলা হ্যারিস। নারীশক্তি!’
এদিকে, কমলা হ্যারিসের সঙ্গে তাঁর ভাইজি প্রীত-র ছবি পোস্ট করেছেন শত্রুঘ্ন সিনহা। আর শুভেচ্ছা জানানোর পাশাপাশি তামিলনাড়ুর থুলাসেন্দ্রাপুরম গ্রাম কমলার হাত ধরে ইতিহাসে স্থান পেয়ে গেল বলে জানিয়েছেন কমল হাসান।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
ক্রিকেট
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)