এক্সপ্লোর
জীবনে প্রথম রোজগার ৫০ টাকা, তাজমহল দেখতে গিয়েছিলেন শাহরুখ!
![জীবনে প্রথম রোজগার ৫০ টাকা, তাজমহল দেখতে গিয়েছিলেন শাহরুখ! He Earned Just Rs 50 His First Income And He Went To Tajmahal Reveals Shahrukh জীবনে প্রথম রোজগার ৫০ টাকা, তাজমহল দেখতে গিয়েছিলেন শাহরুখ!](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2016/02/02193927/Shahrukh-Khan-500x395.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: আজ তিনি সুপারস্টার। লাখ লাখ ভক্ত, গুণগ্রাহী। তাঁর ছবি কোটি কোটি টাকার ব্যবসা করে। কিন্তু জানেন কি, গায়ক পঙ্কজ উধাসের কনসার্টে সহকারীর কাজ করে মাত্র ৫০ টাকা বেতন পেয়েছিলেন, সেটাই জীবনের প্রথম রোজগার শাহরুখ খানের!
৫১ বছর বয়সি কিং খান বলেছেন, অল্প বয়সে অনেক দূর দূর যেতাম। একবার পঙ্কজ উধাসের কনসার্ট থেকে প্রথম রোজগার জীবনের। ৫০ টাকা পাই। পয়সা বাঁচাতে হত। তাই তাজমহল গিয়েছিলাম। ফেরার পথে বিরাট এক গ্লাস লস্যি খেয়ে পেটের কী হাল হয়েছিল, তাও জানিয়েছেন শাহরুখ। বলেছেন, এত খিদে পেয়েছিল। আর কিছুই ছিল না, তাই লস্যিই নেই। কিন্তু লস্যির মধ্যে বোধহয় ভোমরা পড়ে গিয়েছিল। মনে আছে, আগ্রা থেকে দিল্লি ফেরার গোটা রাস্তা বমি করতে করতে এসেছিলাম।
২৫ জানুয়ারি রিলিজ হচ্ছে শাহরুখের বহুচর্চিত ছবি রঈস। তার প্রোমোশনে ট্রেনযাত্রায় বেরিয়েছেন তিনি। তবে ছবির ট্রেন যাত্রার মতো রোমান্টিক নয় বাস্তবের ট্রেনযাত্রা, বলছেন তিনি। জানিয়েছেন, কেমন কঠিন ছিল চলন্ত ট্রেনের মাথায় উঠে ছাইয়া ছাইয়া গানের শ্যুটিং। বলেছেন, আমি বাদে নাচের দলের বাকি সবাইকে ট্রেনের সঙ্গে বেঁধে দেওয়া হয়েছিল। সেজন্যই অসুবিধা হচ্ছিল। আমি লাফাতে পেরেছিলাম। ট্রেনটা ধীরেই যাচ্ছিল। কিন্তু মাঝে মাঝেই ওভারহেড ব্রিজগুলি চলে আসছিল। আগে থেকে সাবধান করে দেওয়ার কোনও ব্যবস্থা ছিল না। কোরিওগ্রাফার ফারাহ খানের কাছে এক টুকরো সাদা কাপড় ছিল। ওরা যতবার সেটা সামনে তুলে ধরত, বুঝে নিতে হত, এবার গান বন্ধ হবে, আমি ঠিক নীচু হয়ে যেতাম। গোটা ব্যাপারটা ঝুঁকি ছিল বটে, তবে মজাও পেয়েছি।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
অটো
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)