এক্সপ্লোর
জানতেন? রং ফর্সা না হওয়ায় বহুবার বাতিল করা হয়েছে রাজকুমার রাওকে
মুম্বই: ২০১০-এ লাভ সেক্স অওর ধোকা দিয়ে তাঁর ফিল্মি দুনিয়ায় পা রাখা। অনায়কোচিত চেহারা ও বাবা কাকার জোর না থাকা সত্ত্বেও এই ৭ বছরে বলিউডে নিজস্ব জায়গা করে নিয়েছেন রাজকুমার রাও। আপাতত তিনি কাজ করছেন ঐশ্বর্যা রাই বচ্চনের সঙ্গে, রাকেশ ওমপ্রকাশ মেহরার ফ্যানি খানে।
রাগিণী এমএমএস থেকে ট্র্যাপড, গ্যাংস অফ ওয়াসিপুর থেকে চিটাগং- ৭ বছরে অনেকটা পথ পেরিয়েছেন রাজকুমার। শাহিদে জাতীয় পুরস্কার পেয়েছেন, নিউটন গিয়েছে অস্কারে, বোস: ডেড অর অ্যালাইভে নেতাজির ভূমিকায় কুড়িয়েছেন অসংখ্য মানুষের প্রশংসা।
কিন্তু ৩৩ বছরের রাজকুমার জানাচ্ছেন, বলিউডে তাঁর চলার পথ মোটেই মসৃণ ছিল না। চেহারা ও গায়ের রংয়ের জন্য বহুবার বাতিল করা হয়েছে তাঁকে। রাজকুমার বলেছেন, প্রযোজক, পরিচালকদের সঙ্গে তিনি দেখা করতেন আর তাঁরা তাঁকে অজুহাত দিতেন, কেন ছবিতে তাঁকে নেওয়া যাবে না। কখনও বলতেন, রংটা তো তেমন ফর্সা নয় আবার কখনও যথেষ্ট পুরুষোচিত নন তিনি।
কিন্তু এরপরেও বলিউডে টিকে গিয়েছেন রাজকুমার। কারণ তিনি জানতেন, প্রতিদিন অসংখ্য মানুষ স্বপ্ননগরীতে কাজের সন্ধানে আসেন, তাই কাজ পেতে গেলে লড়াই করতে হবে। তাই ক্লান্তিহীনভাবে কয়েকশোবার ছবিতে অডিশন দিয়েছেন, বহু বিজ্ঞাপন করেছেন মুম্বইয়ের মত শহরে মাথা গোঁজার খরচ তুলতে।
দীর্ঘ লড়াই কাজে এসেছে অবশেষে। বলিউড এখন এক ডাকে চিনছে রাজকুমার রাওকে।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
ফুটবল
ফুটবল
Advertisement