One Mic Stand 2: 'ওয়ান মাইক স্ট্যান্ড' দেখে অভিভূত কিয়ারা আডবাণী, কী বললেন কর্ণ জোহর?
Kiara Advani on One Mic Stand 2: ২২ অক্টোবর লঞ্চ হয়েছে 'ওয়ান মাইক স্ট্যান্ড'-এর দ্বিতীয় সিজন। দর্শকদের মন জয় করেছে এই সিজন। পূরণ করেছে প্রত্যাশা। শো-টির অন্যতম অনুরাগী বলি অভিনেত্রী কিয়ারা আডবাণী।
নয়াদিল্লি: শুধু কমেডিয়ান নয়, বিভিন্ন পেশার মানুষকে মঞ্চে এনে 'স্ট্যান্ড আপ কমেডি' পারফর্ম করানোর অভিনব কনসেপ্ট নিয়ে শুরু হয়েছে অ্যামাজন প্রাইমের 'ওয়ান মাইক স্ট্যান্ড'। চলছে তারই দ্বিতীয় সিজন। গতবারের মতো এবারেও পারফর্মারদের তালিকায় রয়েছে একাধিক তারকার নাম। লেখক চেতন ভগত, অভিনেত্রী সানি লিওন, পরিচালক কর্ণ জোহর, সাংবাদিক ফেই ডি'সুজা, র্যাপার রফতারকে দেখা গেছে এই সিজনে। দুর্ধর্ষ দুটি সিজনের পর এবার দর্শকেরা মুখিয়ে রয়েছেন তৃতীয় সিজনের জন্য।
২২ অক্টোবর লঞ্চ হয়েছে 'ওয়ান মাইক স্ট্যান্ড'-এর দ্বিতীয় সিজন। দর্শকদের মন জয় করেছে এই সিজন। পূরণ করেছে প্রত্যাশা। শো-টি তাঁর অন্যতম বড় অনুরাগী খুঁজে পেয়েছে, আর তিনি হলেন বলি অভিনেত্রী কিয়ারা আডবাণী।
'ওয়ান মাইক স্ট্যান্ড'-এর অভিনবত্বে অভিভূত অভিনেত্রী। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে শোয়ের প্রশংসা করে পোস্ট করলেন ভিডিও। নিজেই একটি জোক বলে তারপর জানান, 'ফেইকেশন! এমন কোনও জিনিস আছে যা এই মানুষটি করতে পারেন না? আপনি অনবদ্য! আমি সত্যিই বুঝতে পারছি না এটা ব্রেকিং নিউজ লাইভ হতে চলেছে না ওপেন মাইক লাইভ।'
View this post on Instagram
ভিডিওর ক্যাপশনে অভিনেত্রী লেখেন, 'কাজ থেকে একটু 'ফেইকেশন' নিতে চাই, এবং একটা স্ট্যান্ড আপ অনুষ্ঠানে যেতে চাই!'
আরও পড়ুন: Nirbhaya Trailer: সমাজের লক্ষ্মী 'নির্ভয়া', মুক্তি পেল প্রিয়ঙ্কা-গৌরব-হিয়া অভিনীত নতুন ছবির ট্রেলার
কমেন্ট সেকশনে নজরে এল বিশেষ একজনের মন্তব্য। চলতি সিজনের অন্যতম পারফর্মার পরিচালক কর্ণ জোহরের কমেন্ট। তিনি লেখেন, 'তোমার তৃতীয় সিজন করা উচিত।' তাহলে কি পরের সিজনে অভিনেত্রী কিয়ারা আডবাণীকে নেওয়ার কথা ভাবতে পারেন শো নির্মাতারা?
অ্যামাজনের অন্যতম জনপ্রিয় শো 'ওয়ান মাইক স্ট্যান্ড'। শোয়ের সঞ্চালনা করছেন স্বপন বর্মা, মেন্টর হিসেবে রয়েছেন সুমুখী সুরেশ, সময় রায়না, নীতি পাল্টা, অতুল খতরি, অবীশ ম্য়াথিউ।
আরও পড়ুন: রোহিত শেট্টির সঙ্গে 'শোলে'র জয়-বীরু মুহূর্ত ফের তৈরি করলেন অক্ষয় কুমার