এক্সপ্লোর
১০০ কোটির ক্লাবে জুড়ুয়া টু, দেখুন নিজেকে কী গিফট দিলেন তাপসী পান্নু

মুম্বই: জুড়ুয়া টু সুপার ডুপার হিট। আনন্দে নিজেকে একটা গাড়িই উপহার দিয়ে বসলেন ছবির নায়িকা তাপসী পান্নু। যে সে গাড়ি নয়, মার্সিডিজ। মার্সিডিজ বেঞ্জ জিএলই ফোরম্যাটিক এসইউভি। লাক্সারি কারের ওপর চড়ে ছবিও তুলেছেন তিনি। গাড়ির নাম রেখেছেন মার্গারেট।
তাপসীকে এবার দেখা যাবে ফ্লিকার সিংহ ছবিতে। তাঁর নায়ক দলজিত দোসাঞ্জ, যিনি অভিনয় করবেন বিখ্যাত হকি তারকা সন্দীপ সিংহের চরিত্রে। তাপসী নিজেও হকি খেলোয়াড়ের ভূমিকায়।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















