এক্সপ্লোর
Advertisement
'কেক খাও আর একটু নাচো' পরামর্শ রুক্মিনীর, ভার্চুয়াল ট্রিট ইশার, আবীরের জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় খুনসুটি নায়িকাদের
সোশ্যাল মিডিয়ায় উপচে পড়ছে শুভেচ্ছাবার্তা। কারও কাছে তিনি প্রিয় অভিনেতা আবার কারও প্রিয় সহকর্মী বা বন্ধু। অভিনেতা আবীর চট্টোপাধ্যায়ের জন্মদিনে কেউ আপলোড করলেন পুরনো মজার ছবি, আবার কেউ বললেন, 'তুমি আনার সবচেয়ে বাধ্য বন্ধু' সদ্য মুক্তি পেয়েছে আবীর-রুক্মিনীর নতুন ছবি 'সুইজারল্যান্ড'। এর মধ্যেই আবিরকে মজার উপদেশ দিলেন রুক্মিনী মৈত্র।
কলকাতা: সোশ্যাল মিডিয়ায় উপচে পড়ছে শুভেচ্ছাবার্তা। কারও কাছে তিনি প্রিয় অভিনেতা আবার কারও প্রিয় সহকর্মী বা বন্ধু। অভিনেতা আবীর চট্টোপাধ্যায়ের জন্মদিনে কেউ আপলোড করলেন পুরনো মজার ছবি, আবার কেউ বললেন, 'তুমি আনার সবচেয়ে বাধ্য বন্ধু' সদ্য মুক্তি পেয়েছে আবীর-রুক্মিনীর নতুন ছবি 'সুইজারল্যান্ড'। এর মধ্যেই জন্মদিনে আবিরকে মজার উপদেশ দিলেন রুক্মিনী মৈত্র।
আজ ট্যুইটারে রুক্মিনী লেখেন, 'শুভ জন্মদিন আমার ডিম্পল ট্যুইন। সুতরাং আমারও আজকের দিনে তোমার সঙ্গে উপস্থিত থাকা উচিত। আজকের দিনটা খুব ভালো করে কাটাও। প্রচুর কেক খাও, আর একটু নাচও কোরো। ভালোবাসা এবং শুভেচ্ছা।' সামনেই নতুন ছবির মুক্তি। আবিরের ট্যুইটারের পিনড পোস্ট কিন্তু 'স্যুইজারল্যান্ড'-এর ছবির দৃশ্য। নতুন ছবির নায়িকার থেকেই এমন মজার শুভেচ্ছা পেয়ে অবাক আবিরও। উত্তরে লিখলেন, 'তোমার সঙ্গে কেক ভাগ করব, কিন্তু উপহারগুলো নয়।'
শুধু কি রুক্মিনী? আবিরের ট্যুইটারে চোখ রাখলেই দেখা যাবে নানা নায়িকার মজার পোস্ট। অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী একটি ছবি পোস্ট করে লিখেছেন, 'আমার সবচেয়ে বাধ্য বন্ধু' সেই সঙ্গে কোনও এক 'আসল ছবি' না দেওয়ার প্রচ্ছন্ন হুমকিও দিয়েছেন প্রিয় বন্ধুকে।
সূদূর বাংলাদেশ থেকে ছবি পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছেন জয়া আহসান।
ইশা সাহা তো ট্যুইটারেই ভার্চুয়াল ট্রিট গিয়ে দিয়েছেন আবিরকে। দুঃখিত আবিরের উত্তর, 'এ কী করলি!'
স্বস্তিকা মুখোপাধ্যায়ের পোস্ট করা পুরনো ছবিতে আবিরের প্রতিকৃয়া, 'সত্যিই এত বয়স হয়ে গেল নাকি!'
আবিরের সঙ্গে একটি সুন্দর ছবি পোস্ট করে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন সোহিনী সরকার। উত্তরে আবির লিখলেন, তোর ছবির সম্ভার দেখে আমি মুগ্ধ।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement