করোনাভাইরাসে আক্রান্ত বলিউডের প্রবীণ অভিনেতা কিরণ কুমার
কিরণ জানান, সম্প্রতি একটি ছোট পরীক্ষার জন্য হাসপাতালে গিয়েছিলেন তিনি...
মুম্বই: করোনাভাইরাসে আক্রান্ত বলিউডের প্রবীণ অভিনেতা কিরণ কুমার। কোভিড-১৯ পজিটিভ হওয়ার কথা নিজেই জানিয়েছেন অভিনেতা । গত ১০ দিন ধরে তিনি স্বঘোষিত কোয়ারান্টিনে রয়েছেন।
কিরণ জানান, সম্প্রতি, একটি ছোট পরীক্ষার জন্য তিনি হাসপাতালে গিয়েছিলেন। সেখানেই করোনা পরীক্ষায় তাঁর পজিটিভ ধরা পড়ে। তিনি যোগ করেন, তাঁর মধ্যে সংক্রমণের কোনওপ্রকার উপসর্গ ছিল না।
সূত্রের খবর, সোমবার, ফের একবার করোনা পরীক্ষা হবে অভিনেতার। তিনি জানান, কোয়ারান্টিনে থাকাকালীন তাঁর মধ্যে কোনও উপসর্গ দেখা দেয়নি এবং তিনি ভাল রয়েছেন।
বলিউডের শতাধিক ছবিতে অভিনয় করেছেন কিরণ কুমার। বহু ছবিতে তাঁর নেগেটিভ রোল দর্শকদের মনে দাগ কেটেছে। তেমনই, চরিত্রাভিনেতা হিসেবেও একাধিক স্মরণীয় ছবি উপহার দিয়েছেন তিনি।
বলিউডের প্রয়াত অভিনেতা জীবন কুমারের ছেলে হলেন কিরণ। তাঁর অভিনীত ছবির উল্লেখযোগ্য হল -- 'খুনি মুর্দা', 'তেজাব', 'খুদা গওয়া', 'বাগি' ইত্যাদি। পাশাপাশি, একাধিক টিভি শোতেও তিনি অংশগ্রহণ করেছেন।
এমনটা নয় এই প্রথম বলিউডে থাবা বসাল করোনাভাইরাস। এর আগে, নেপথ্যশিল্পী কণিকা কপূর, অভিনেতা পূরব কোহলি ও প্রযোজক করিম মোরানি ও তাঁর মেয়ে জোয়া মোরানিও এই মারণ সংক্রমণের শিকার হয়েছেন।