সন্তানসম্ভবা সুপারমডেল গিগি হাদিদ, উচ্ছ্বসিত গায়ক জায়েন মালিক
সম্প্রতি, গিগি-র ২৫ তম জন্মদিন উপলক্ষ্যে দুজনকে একসঙ্গে দেখা গিয়েছিল।
![সন্তানসম্ভবা সুপারমডেল গিগি হাদিদ, উচ্ছ্বসিত গায়ক জায়েন মালিক Gigi Hadid, Zayn Malik Expecting Their First Child Together: Report সন্তানসম্ভবা সুপারমডেল গিগি হাদিদ, উচ্ছ্বসিত গায়ক জায়েন মালিক](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/04/29165708/gigi-zayn.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: সন্তানসম্ভবা বিশ্বখ্যাত মডেল গিগি হাদিদ। অন্তত এমনটাই দাবি করছে বিভিন্ন সংবাদমাধ্যম। সন্তানের বাবা জনপ্রিয় গায়ক জায়েন মালিক।
সম্প্রতি, গিগি-র ২৫ তম জন্মদিন উপলক্ষ্যে দুজনকে একসঙ্গে দেখা গিয়েছিল। বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে প্রাপ্ত খবর অনুযায়ী, গিগি বর্তমানে ২০ সপ্তাহের অন্তঃসত্ত্বা। এখন পেনসিলভানিয়াতে নিজের পরিবার, বোন বেলা ও জায়েনের সঙ্গেই রয়েছেন গিগি।
গিগি ও জায়েন -- দুজনই এই সম্পর্কের বিষয় হোক বা নিজেদের ব্যক্তিগত জীবন--বরাবর ভীষণই রক্ষণশীল। এখনও পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় এই খুশির খবর ঘোষণা করেননি কেউ-ই। তবে, যুগলের ঘনিষ্ঠ এক সূত্রের মতে, প্রথম সন্তানকে ঘিরে গিগি ও জায়েন দুজনই ভীষণ উত্তেজিত ও আনন্দিত। গিগি এখও পর্যন্ত খবরটি শুধুমাত্র পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের মধ্যে সীমাবদ্ধ রেখেছেন।View this post on Instagram
জানা গিয়েছে, গিগি ও জায়েনের এই সম্পর্ক শুরু ২০১৫ সালের শেষদিকে। এর আগে, অস্ট্রেলীয় গায়ক কোডি সিম্পসন এবং জোনাস ব্রাদার্সের অন্যতম সদস্য জো জোনাসের সঙ্গে সম্পর্কে ছিলেন গিগি। অন্যদিকে, ২০১৫ সালের অগাস্ট মাসে লিটল মিক্স পেরি এডওয়ার্ডসের সঙ্গে তিন বছরের সম্পর্ক ভাঙা পড়ে জায়েনের।
২০১৫ সালের ডিসেম্বরে গিগির সঙ্গে তাঁর সম্পর্কের কথা স্বীকার করেন জায়েন। ২০১৬ সালের গোড়ায় নিজের প্রথম সোলো ভিডিও অ্যালবামে প্রেমিকা গিগির সঙ্গে শ্যুট করেছিলেন জায়েন।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)