... ও তাহলে এই জন্যই ওয়ারড্রোপ পরিষ্কার করলেন দীপিকা!
নিজের ওয়ারড্রোপ পরিষ্কার করলেন দীপিকা।
মুম্বই: নোভেল করোনাভাইরাসের আতঙ্কে থরহরি কম্প গোটা বিশ্ব। চিনের উহান থেকে ছড়িয়ে পড়া কোভিড ১৯ এখনও পর্যন্ত প্রাণ কেড়েছ ৬ হাজার মানুষের। আক্রান্ত লক্ষাধিক। ভারতেও করোনায় ২ জনের মৃত্যু হয়েছে। এদেশে আক্রান্ত শতাধিক। যার বেশির ভাগই ভারতীয়। করোনায় সবথেকে বেশি প্রভাবিত হয়েছে বাণিজ্যনগরী মুম্বই। যার জেরে ইতিমধ্যেই বাড়তি সতর্কতা দেখা গিয়েছে বি টাউনে। বলিউড ছবি তো বটেই, মুম্বইয়ে সমস্ত ধারাবাহিক ও ওয়েব সিরিজের শ্যুটিং বন্ধ। এই পরিস্থিতি তে হু-র স্বাস্থ্য সচেতনতা নিয়ে প্রচার চালাচ্ছেন বলিউড তারকারা। আমির খান, সলমন খান তো বটেই করোনা মোকাবিলায় প্রচারে নেমেছেন বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চন। এবার সেই পথে হাঁটলেন দীপিকা পাড়ুকোনও।
বসন্ত বিদায়ের বেলায় নিজের ওয়ারড্রোপ পরিষ্কার করলেন দীপিকা। সেই ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে ‘পদ্মাবত’ নায়িকা লিখেছেন ‘কোভিড-১৯ এর সময় এটাই সবথেকে কার্যকারী। ক্লিনিং। ওয়ারড্রোপ। সঙ্গে দিয়েছেন মুখে মাস্ক পরা একটি ইমোজিও।
View this post on InstagramProductivity in the time of COVID-19!???? #cleaning #wardrobe
দীপিকার এই পোস্টে কমেন্ট করেছেন সোনি রাজদান। তাঁর কমেন্ট, ‘এটা দারুণ আইডিয়া।’