![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Tamannaah Bhatia: যা রটে, তার কিছুটা...রাতের শহরে একান্তে নৈশভোজ, একসঙ্গেই রওনা বাড়ি, সম্পর্কে সিলমোহর তমন্নার!
Bollywood Updates: সোমবার রাতে মুম্বইয়ে একসঙ্গে ধরা দিলেন তমন্না এবং বিজয়। সেখানে এক রেস্তরাঁয় একান্তে নৈশভোজ সারতে গিয়েছিলেন তাঁরা।
![Tamannaah Bhatia: যা রটে, তার কিছুটা...রাতের শহরে একান্তে নৈশভোজ, একসঙ্গেই রওনা বাড়ি, সম্পর্কে সিলমোহর তমন্নার! Rumoured Bollywood couple Tamannaah Bhatia, Vijay Varma spotted on dinner date fans react Tamannaah Bhatia: যা রটে, তার কিছুটা...রাতের শহরে একান্তে নৈশভোজ, একসঙ্গেই রওনা বাড়ি, সম্পর্কে সিলমোহর তমন্নার!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/25/13caa4a333e76382c7eec767c10e45391682401706657338_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: বর্ষবরণে ঠোঁটে ঠোঁট ছোঁয়াতে দেখা গিয়েছিল দু'জনকে। তার পর থেকেই সরগরম মায়ানগরী। তমন্না ভাটিয়া (Tamannaah Bhatia) এবং বিজয় বর্মা (Vijay Varma) লিভ ইন-ও করছেন বলে শোনা গিয়েছিল। এতদিন তা নিয়ে মুখে কুলুপ এঁটে থাকলেও, প্রকাশ্যে এলেন 'তারকা যুগল'। তাও আবার পাশাপাশি, একই গাড়িতে। একান্তে নৈশভোজ সেরে বেরনোর সময় পাপারাৎজিদের ক্যামেরা ধরে ফেলল তাঁদের। তবে তাতে বিশেষ অসন্তুষ্ট হতে দেখা যায়নি দু'জনের কাউকেই। বরং হাত নেড়ে অভিবাদন জানান সকলকে (Bollywood Updates)।
স্টিয়ারিংয়ে ছিলেন খোদ বিজয়,তাঁর ঠিক পাশেই বসেছিলেন তমন্না
সোমবার রাতে মুম্বইয়ে একসঙ্গে ধরা দিলেন তমন্না এবং বিজয়। সেখানে এক রেস্তরাঁয় একান্তে নৈশভোজ সারতে গিয়েছিলেন তাঁরা। এতদিন রাখঢাক করলেও, সোমবার একই গাড়িতে চেপে বাড়ির উদ্দেশে রওনা দেন দু’জনে। স্টিয়ারিংয়ে ছিলেন খোদ বিজয়। তাঁর ঠিক পাশেই বসেছিলেন তমন্না। গাড়ির দরজা খুলে উঠে পাশাপাশিই বসেন তাঁরা। সঙ্গে অন্য কোনও বন্ধুবান্ধব বা সতীর্থ ছিলেন না।
এমনিতে রেড কার্পেটে লাস্যময়ী রূপে দেখা গেলেও, নৈশভোজে একেবারে ছিমছাম উপস্থিতি ছিল তমন্নার। পরনে ছিল ঢিলে ট্রাউজার, সাদা ট্যাঙ্কটপ আর সোনালি কানের দুল। কাঁধ পর্যন্ত চুল ছিল খোলাই। অন্য দিকে, কালো-ধূসর চেক শার্টে বিজয়ও বরাবরের মতো কুল অ্যান্ড ক্যাজুয়াল ছিলেন। পাপারাৎজির দেখে হেসে হাতও নাড়েন তাঁরা। তার পর গাড়ি নিয়ে বেরিয়ে যান।
আরও পড়ুন: Arijit Singh Birthday: তাঁর গানে ডুববে, নাকি জীবনধারায় ? আজ অরিজিৎ-র জন্মদিনে শুভেচ্ছার বন্যা
সোশ্য়াল মিডিয়ায় তমন্না এবং বিজয়ের ডেটনাইটের এই ভিডিও সামেন আসতেই হইহই পড়ে গিয়েছে। দু'জনের মধ্যে কিছু একটা চলছে, তা আগেই আন্দাজ করেছিলেন অনুরাগীরা। ভিডিওটি সেই গুঞ্জনে সিলমোহর দিল বলেই মনে করছেন সকলে। 'তারকা যুগল'কে শুভেচ্ছায় ভরিয়ে গিয়েছেন সকলে। একসঙ্গে মিষ্টি লাগছে দু'জনকে, এমন মন্তব্যও উড়ে আসে। মায়ানগরীর কৃত্রিম দুনিয়ায় তাঁদের যুগলবন্দি অত্যন্ত বাস্তব বলেও মন্তব্য করেন কেউ কেউ।
বর্ষবরণে গোয়ায় একসঙ্গে দু'জনে ছুটি কাটাচ্ছিলেন!
ছবির শ্য়ুটিংয়ে আলাপ তমন্না এবং বিজয়ের। তার পর থেকেই ঘনিষ্ঠতা বাড়ে বলে খবর। তবে তাঁদের নিয়ে গুঞ্জন ছড়ায় গোয়া থেকে। বর্ষবরণে সেখানে একসঙ্গে দু'জনে ছুটি কাটাচ্ছিলেন বলে জানা যায়। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও সামনে আসে, যেখানে গলা জড়িয়ে পরস্পরকে চুম্বন করতেও দেখা যায় তাঁদের। তার পর রেড কার্পেট থেকে আরও বেশ কয়েক জায়গায় নজর কাড়ে দু'জনের উপস্থিতি। ইঙ্গিতপূর্ণ ভাবে সম্প্রতি 'টমাটর' (টমেটো) তাঁর খুব পছন্দ বলে মন্তব্যও করেন বিজয়। এ বার একসঙ্গে দেখা গেল দু'জনকে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)