শেষ পোস্টে ‘কান্না...’, প্রয়াত মায়ের জন্য উদ্বেল ছিল সুশান্তের মন!
সুশান্ত সিংহ রাজপুত আর নেই।
কলকাতা: সুশান্ত সিংহ রাজপুত আর নেই। হ্যাঁ, অবিশ্বাস্য হলেও এটাই সত্যি। রবিবার মুম্বইয়ের বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে অভিনেতার ঝুলন্ত দেহ। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান মানসিক অবসাদ থেকেই এই চরম সিদ্ধান্ত নিয়েছেন ৩৪ বছরের বলিউড তারকা। চলতি সপ্তাহের বুধবার সুশান্তের প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ানের আত্নহত্যার খবরে বিস্মিত হয়েছিল বি-টাউন। মুম্বইয়ের মালাদে ১৪ তলার বিল্ডিং থেকে ঝাঁপ দিয়ে আত্নহত্যা করেছিলেন ২৮ বছরের দিশা। প্রাক্তন ম্যানেজারের এই আকস্মিক চলে যাওয়া মেনে নিতে পারেননি সুশান্ত। শোকজ্ঞাপন করে তারকা লিখেছিলেন, “ধ্বংস করে দেওয়ার মতো একটা খবর। দিশার পরিবার ও বন্ধুদের প্রতি আমার সমবেদনা। তোমার আত্মার শান্তি কামনা করি।”
৭২ ঘণ্টা কাটতে কাটতেই মাথায় আকাশ ভেঙে পড়ার মতো আরও এক খবর পেল বলিউড। সুশান্তের আত্মহত্যা। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, পর পর ফ্লপ, সেভাবে ভাল কাজ না পাওয়ার হতাশা থেকেই অবসাদে ভুগছিলেন তিনি। চিকিৎসাও চলছিল। এরই মধ্যে অঘটন ঘটিয়ে ফেললেন সুশান্ত। যাকে উদ্দেশ্য করে শেষ ইনস্টা পোস্ট করেছিলেন, সেই মায়ের কাছেই চলে গেলেন সুশান্ত।
২০০২ সালে সুশান্ত যখন মাত্র ১৬ বছরের, তখনই মাতৃবিয়োগ হয় তাঁর। সেই থেকেই সুশান্তের হৃদয়ে ছিল গভীর শূন্যতা। জুন ৩, সেই স্বর্গবাসী মায়ের জন্যই উদ্বেল হয়ে উঠেছিল সুশান্তের মন। তিনি লিখেছিলেন, “ঝাপসা অতীত কান্না থেকে বাষ্পের মতো উবে যাচ্ছে/ শেষ না হওয়া স্বপ্নগুলো হাসির খিলান খোদাই করছে/একটা ক্ষণস্থায়ী জীবনে দুইয়ের মাঝেই তাল রাখছি... মা।”
এটাই ছিল সুশান্ত সিংহ রাজপুতের শেষ ইনস্টাগ্রাম পোস্ট। এরপর আর কোনও সোশ্যাল মিডিয়াই তাঁর উপস্থিতি ছিল না। আর ঠিক ১১ দিনের মাথায় চিরকালের জন্যই ‘অনুপস্থিত’ হয়ে গেলেন সুশান্ত। আর কোথাও কখনই দেখা যাবে না তাঁকে।