sushant singh rajput Live Updates: মুখাগ্নি করলেন পিতা, ভিলে পার্লেতে পবনহংস এরোড্রোমের কাছে হিন্দু শ্মশানঘাটে সম্পন্ন সুশান্তের শেষকৃত্য
খবরে প্রকাশ, বেশ কিছুদিন ধরে অবসাদে ভুগছিলেন তিনি।
LIVE
Background
মুম্বই: অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের আত্মহত্যা। মুম্বইতে নিজের বাড়িতে আত্মহত্যা করেন তিনি। বান্দ্রায় নিজের ফ্ল্যাট থেকে উদ্ধার ঝুলন্ত দেহ। ১৯৮৬-তে পটনায় জন্ম সুশান্তের। মাত্র ৩৪ বছর বয়সে আত্মঘাতী সুশান্ত। জানা গেছে, সুশান্তর পরিচারক ফোন করে পুলিশকে এই খবর দেন।
২০০৮ সালে প্রথম সিরিয়ালে অভিনয়। ২০১৩ সালে 'কাই পো চে' দিয়ে পা রাখেন সিনে দুনিয়ায়। 'ছিছোড়ে', 'রবতা', 'শুদ্ধ দেশি রোমান্স', 'কেদারনাথ' তাঁর অভিনীত অন্যতম ছবি। পাশাপাশি, কাজ করছিলেন দিল 'বেচারা' ছবিতে। সূত্রের খবর, বেশ কয়েকদিন ধরে বড় ছবি আসছিল না সুশান্তের কাছে। 'পবিত্র রিস্তা' টিভিতে তাঁর অভিনীত প্রথম সিরিয়াল। 'ব্যোমকেশ' ছবিতে নজরকাড়া অভিনয় করেন সুশান্ত। এছাড়া, মহেন্দ্র সিংহ ধোনির বায়োপিকে নামভূমিকায় অভিনয় করেছিলেন তিনি।ওয়েবে রিলিজ হয়েছে ‘ড্রাইভ’ সিনেমাটি।
সূত্রের খবর, বেশ কিছুদিন ধরে অবসাদে ভুগছিলেন তিনি। চলছিল চিকিৎসাও। তাঁর ঘর থেকে তেমন বেশকিছু কাগজপত্র ও ওষুধ মিলেছে, তা থেকে স্পষ্ট যে,তিনি অবসাদের চিকিৎসা করাচ্ছিলেন। লকডাউনের সময় একাই ছিলেন সুশান্ত। প্রসঙ্গত, কয়েকদিন আগেই আত্মহত্যা করেন তাঁর প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়াঁ।
সুশান্তের এই আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ বলিউড থেকে শুরু করে ক্রীড়া-- সমাজের সব মহল। অভিনেতার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই ট্যুইটারে সকলে প্রতিক্রিয়া জানাতে থাকেন।
Shocked and sad to hear about the loss of Sushant Singh Rajput.
Such a young and talented actor. My condolences to his family and friends. May his soul RIP. ???? pic.twitter.com/B5zzfE71u9
— Sachin Tendulkar (@sachin_rt) June 14, 2020
Shocked to hear about the suicide of #SushantSinghRajput .
This is really tragic. A young actor who was doing really well & had established himself as a star who did unique roles in the film industry.
Extremely sad news.
— Syed Shahnawaz Hussain (@ShahnawazBJP) June 14, 2020
‘শব্দ নেই, হতবাক! সুশান্ত সিংহ রাজপুত আর নেই। গভীর শোকাহত, ট্যুইট রীতেশ দেশমুখের।
Shocked beyond words !!!! #SushantSinghRajput no more .... deeply saddened!!
— Riteish Deshmukh (@Riteishd) June 14, 2020
Extremely sad news.sushant singh rajpoot commited suicide. Wonderful actor, nice human being. I knew him very well. Was fan of his acting in several films including Dhoni #sushantsinghrajpoot
— Rajeev Shukla (@ShuklaRajiv) June 14, 2020
I’m deeply shocked and saddened to hear about the suicide of #SushantSinghRajput my heart goes out for his family
— Irfan Pathan (@IrfanPathan) June 14, 2020
I chatted with him last at the Taj Hotel Gym, I praised him for his work in Kedarnath & his reply was ‘Bhai please do watch chhichhore’ you will love it!
— Irfan Pathan (@IrfanPathan) June 14, 2020
Honestly this news has left me shocked and speechless...I remember watching #SushantSinghRajput in Chhichhore and telling my friend Sajid, its producer how much I’d enjoyed the film and wish I’d been a part of it. Such a talented actor...may God give strength to his family ????????
— Akshay Kumar (@akshaykumar) June 14, 2020
मेरे प्यारे सुशांत सिंह राजपूत....आख़िर क्यों?....क्यों? ????
— Anupam Kher (@AnupamPKher) June 14, 2020
Cant believe this news ... Can’t believe what’s happening... why did he have to do this ... ??? Shaking and sinking ...
— Neha Dhupia (@NehaDhupia) June 14, 2020
Shocking, Mysterious, HeartBreaking&Scary to say the least!There needs to be some very serious discussion about why taking your own life is becoming such a New Normal! Knew him thru his films & loved every bit of what I saw•Deeply Deeply saddened•Hard to come to terms with it???? pic.twitter.com/l4e6dYC3ce
— Babul Supriyo (@SuPriyoBabul) June 14, 2020
Shockedhttps://t.co/3ASuJO2ybU
— Babul Supriyo (@SuPriyoBabul) June 14, 2020
The news of Sushant Singh Rajput’s death is truly sad. What a tragic loss???? Deepest condolences to his family & loved ones. May his soul find eternal peace.
— Ajay Devgn (@ajaydevgn) June 14, 2020
Shocked to hear about Sushant Singh Rajput. Met him several times as he spent time with us for Mahi’s biopic. We’ve lost a handsome, ever smiling actor.
Om Shanti! https://t.co/PF2WSP5262
— Suresh Raina???????? (@ImRaina) June 14, 2020
Life is fragile and we don’t know what one is going through. Be kind. #SushantSinghRajput Om Shanti pic.twitter.com/zJZGV96mmb
— Virender Sehwag (@virendersehwag) June 14, 2020
एक बेहतरीन अभिनेता #SushantSinghRajput हमारे बीच नही रहे भगवान उनकी आत्मा को शांति प्रदान करे और उनके परिवार को ये अपार कष्ट सहने शक्ति दे। pic.twitter.com/l52hTgG3FU
— Sanjay Singh AAP (@SanjayAzadSln) June 14, 2020
Shocked beyond words. Rest in peace Sushant. You never know what someone is going through... be kind. Condolences to his family and loved ones.
— Sonakshi Sinha (@sonakshisinha) June 14, 2020
So shocking and unable to believe this.. Sincere condolences and prayers to the family of #SushantSinghRajput. RIP. May God bless your soul ????
— Shikhar Dhawan (@SDhawan25) June 14, 2020
No No No!!!!! Horrible heartbreaking news of the passing of #SushantSinghRajput ! Shocking & sad beyond words!!! Goodbye Sushant.. you were such a wonderful performer and had such a long long way to go! Don’t know what you were going through but I’m sorry for your suffering! ❤️ pic.twitter.com/OcnSmtxwxh
— Swara Bhasker (@ReallySwara) June 14, 2020
Shocked to learn that super talented actor #SushantSinghRajput is no more.He was from my city Patna. Remember meeting him in Rashtrapati Bhawan during oath taking ceremony last year. He had told me that his family lived in Rajiv Nagar,Patna. He had miles to go. He left too soon.
— Ravi Shankar Prasad (@rsprasad) June 14, 2020
I can’t believe this at all... it’s shocking... a beautiful actor and a good friend... it’s disheartening #RestInPeace my friend #SushantSinghRajput
— Nawazuddin Siddiqui (@Nawazuddin_S) June 14, 2020
Strength to the family and friends ????????
At a loss for words.. So shocked to hear about #SushantSinghRajput’s demise. My condolences with his family.
— Sanjay Dutt (@duttsanjay) June 14, 2020
পুত্রের মুখাগ্নি করলেন পিতা, সম্পন্ন হল সুশান্তর শেষকৃত্য
ভিলে পার্লেতে পবনহংস এরোড্রোমের কাছে হিন্দু শ্মশানঘাটে সুশান্তের শেষকৃত্য। কুপার হাসপাতালে মৃতদেহের ময়নাতদন্ত। মুম্বইয়ের ডেপুটি কমিশনার অফ পুলিশ জানান, বান্দ্রা পুলিশ স্টেশনে চিকিত্সকরা ময়নাতদন্তের রিপোর্ট জমা দিয়েছেন। গলায় ফাঁস লেগে শ্বাসরোধ হয়েই সুশান্তর মৃত্যু হয়েছে বলে রিপোর্টে উল্লেখ। ২ দিনের মধ্যে ভিসেরা পরীক্ষার রিপোর্ট মেলার সম্ভাবনা। পুলিশ সূত্রে খবর, দু’ ভাবে শ্বাসরোধে মৃত্যু হতে পারে। এক, গলায় ফাঁস লাগিয়ে।অথবা, বালিশ বা কোনও কিছু দিয়ে মুখ চাপা দেওয়া হলে। এদিকে, পটনা থেকে মুম্বই পৌঁছেছেন সুশান্তর বাবা।
‘আত্মহত্যার আধঘণ্টা আগে খেয়েছিলেন এনার্জি ড্রিঙ্ক’, সুশান্ত নিয়ে চাঞ্চল্যকর তথ্য
অবসাদ কাটাতে বই পড়তেন, ছবি নিয়েও কথা বলা বন্ধ করে দিয়েছিলেন সুশান্ত সিংহ রাজপুত। শেষের দিকে খেতেন চকোলেট।