Honey Singh: চূড়ান্ত মানসিক অবসাদে ৩ বছর কারও সঙ্গে কথা বলেননি হানি সিং, সাহায্য করেছিলেন দীপিকা, শাহরুখ
Deepika Shah Rukh: সম্প্রতি একটি সাক্ষাৎকারে হানি সিং বলেন, 'আমি যখন প্রবলভাবে মানসিক সমস্যায় ভুগছিলাম, তখন দীপিকার থেকে সাহায্য পেয়েছিলাম।'
কলকাতা: মানসিক স্বাস্থ্য নিয়ে চিরকালই সচেতনতা প্রচার করতে চেয়েছেন দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। একসময় নিজে মানসিক অসুখে ভুগেছেন দীপিকা, অবসাদ গ্রাস করেছিল তাঁকে। কিন্তু কেবল নিজের নয়, দীপিকা সবসময় চেষ্টা করেন তাঁর বন্ধুদেরও সাহায্য করতে। এবার এমনই একটি ঘটনার কথা সংবাদমাধ্যমের কাছে প্রকাশ করলেন ব়্যাপার হানি সিং (Rapper Honey Singh)। শুধু দীপিকা নয়, হানি সিং-এর খারাপ সময়ে তাঁর সঙ্গে ছিলেন শাহরুখ খান (Shah Rukh Khan) ও অক্ষয় কুমার (Akshay Kumar)-ও। বাইপোলার ডিসঅর্ডারে ভুগছিলেন হানি সিং।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে হানি সিং বলেন, 'আমি যখন প্রবলভাবে মানসিক সমস্যায় ভুগছিলাম, তখন দীপিকার থেকে সাহায্য পেয়েছিলাম। ও নিজেও একটা সময় মানসিক সমস্যায় ভুগেছে। ও ওর এক পারিবারিক চিকিৎসককে দেখাতে বলে আমায়। আমি তখন বুঝতে পারতাম না কার কাছে যাওয়া উচিত আমার। দীপিকাই পথ দেখায়।'
আরও পড়ুন: Adil Rakhi: 'রাখীর সঙ্গে বিয়ের কথা অস্বীকার করিনি কোনোদিন', সম্পর্কের কথা ঘোষণা আদিলের
হানি সিং আরও বলেন, 'শুধু দীপিকা নন, আমায় ভীষণ সাহায্য করেছিলেন শাহরুখ খান। সবসময় আমার সঙ্গে যোগাযোগ রাখতেন। অক্ষয় কুমার (Akshay Kumar)-ও নিয়মিত কথা বলতেন আমার সঙ্গে। আমি ৩ বছর টেলিফোনে কারও সঙ্গে কথা বলিনি, টিভিও দেখিনি। একটা কঠিন সময় পেরিয়ে এসেছি আমি।'
হানি সিং (Honey Singh) এর মতে, মানসিক স্বাস্থ্য একটা অদ্ভুত রোগ। মানুষের উচিত এটা নিয়ে আরও ওয়াকিবহাল হওয়ার। আমার মনের যেন কোভিড ১৯ হয়েছিল, সেটা সেরে উঠেছে। আমি যে পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছি, সেই পরিস্থিতি যেন আমার শত্রুরও না হয়।'