এক্সপ্লোর
Advertisement
আসছে ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার ২’ এর নতুন গান, দেখুন টিজার
ছবির নির্মাতা কর্ণ জোহরই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন এই টিজারটি। লিখেছেন, টাইগার + আলিয়া= তালিয়া !
নয়া দিল্লি: 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার টু' ঘিরে ইতিমধ্যেই উত্তেজনা ছড়িয়েছে সিনেপ্রেমীদের মধ্যে। টিজার লঞ্চ হতেই ঝড় তুলেছে নেটদুনিয়ায়। এবার সামনে এল মাল্টিস্টারার ছবিটির একটি গানের টিজার। দেখুন-
It's @iTIGERSHROFF + @aliaa08 = #Talia! Get ready for the #HookUpSong!#Tara @ananyapandayy @punitdmalhotra @apoorvamehta18 @VishalDadlani @ShekharRavjiani @DharmaMovies @foxstarhindi @ZeeMusicCompany @SOTYOfficial #SOTY2 pic.twitter.com/umbbqXSx8V
— Karan Johar (@karanjohar) April 27, 2019
ছবির নির্মাতা কর্ণ জোহরই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন এই টিজারটি। লিখেছেন, টাইগার + আলিয়া= তালিয়া ! (Tiger+Alia= Talia) 'হুক আপ' গানটির জন্য তৈরি থাকুন।
টাইগার এর নামের প্রথম দুই অক্ষর ও আলিয়ার নামের শেষ তিন অক্ষর মিলেই তালিয়া। ১৪ সেকেন্ডের এই টিজারে টাইগার শ্রফকে দেখা যাচ্ছে তাঁর সিক্স প্যাক অ্যাব প্রদর্শন করতে। বেগুনী রঙা ব্যাকলেস ড্রেসে আলিয়াও নজরকাড়া। মঙ্গলবার বিকেল ৪টেয় মুক্তি পাবে এই গানটি।
টাইগারও গানটির মুক্তির কথা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনব ভাবে। আলিয়ার সঙ্গে হোয়াটসঅ্যাপ চ্যাটের একটি স্ক্রিন শট শেয়ার করেছেন জ্যাকি-পুত্র। সেখানেই জানা যাচ্ছে নতুন গান সামনে আসার কথা।
আলিয়াও ইনস্টাগ্রামে গানটির রিলিজ ডেট জানিয়ে লিখেছেন, ‘মঙ্গলবার দেখা হচ্ছে টাইগার শ্রফ, হুক আপ সং’
এর আগে ছবির দুটি গান মুক্তি পেয়েছে। তার মধ্যে আছে, ‘দ্য জওয়ানি সং’ এবং ‘মুম্বই দিল্লি দি দুরিয়া’।
২০১২য় বক্সঅফিসে হইচই ফেলেছিল ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’। সেই ছবির মাধ্যমে বলিউডে পা রেখেছিলেন আলিয়া ভট্ট, বরুণ ধবন, সিদ্ধার্থ মালহোত্র। মে মাসের ১০ তারিখে মুক্তি পাবে ছবিটি।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ক্রিকেট
Advertisement