এক্সপ্লোর
প্রধানমন্ত্রীকে ‘কুং ফু যোগা’ দেখাতে চাই: সোনু সুদ

মুম্বই: ‘কুং ফু যোগা’ দিয়ে আন্তর্জাতিক কেরিয়ার শুরু করতে চলেছেন সোনু সুদ। ছবিতে তিনি ছাড়াও রয়েছেন জ্যাকি চান। দাবাং অভিনেতা জানিয়েছেন, ছবিটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেখাতে চান তিনি। সোনু জানিয়েছেন, ছবিটি প্রধানমন্ত্রীকে দেখানোর ইচ্ছে রয়েছে তাঁর। যদি জ্যাকি সময় বার করতে পারতেন, তবে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা করতেন তাঁরা। তাঁদের দিল্লি যাওয়ার ইচ্ছে ছিল কিন্তু সময় করতে পারেননি। প্রধানমন্ত্রীর চিন সফরের সময় লসাংহাইয়ের ইন্ডিয়া-চায়না বিজনেস ফোরামে ভারত-চিন যৌথ প্রযোজনায় ছবি করার ব্যাপারে বাণিজ্যিক চুক্তি হয়। সে বিষয়ে উল্লেখ করে সোনু মন্তব্য করেছেন, এ ধরনের ছবি তাঁদের সকলের পক্ষেই নতুন সম্ভাবনার উন্মোচন। সোনুর কথায়, বলিউডে যেভাবে অ্যাকশন দৃশ্য হয়, তার থেকে জ্যাকির ছবির অ্যাকশন অনেকটা ভিন্ন। এখানে অ্যাকশন অনেক দ্রুত হয়। তাই শ্যুটিং যখন চলত না, সারাক্ষণ অ্যাকশন দৃশ্যের প্র্যাকটিস করতেন তিনি। এভাবে তিনি অনেক কিছু শিখেছেন।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















