এক্সপ্লোর
পাকিস্তানের ছবিতে কাজ করতে পারলে ভাল লাগবে, বলছেন গোবিন্দা
দুবাই: পাকিস্তানি ছবিতে কাজ করতে চাইছেন আট ও ন’য়ের দশকে বলিউডের অন্যতম জনপ্রিয় নায়ক গোবিন্দা। দুবাইয়ে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেছেন।
দেড়শোরও বেশি হিন্দি ছবিতে অভিনয় করেছেন গোবিন্দা। তাঁর অভিনয়, হাসিমুখ বিখ্যাত ছিল। ভারতের মতোই পাকিস্তানেও সমান জনপ্রিয় এই অভিনেতা। তিনি যে সময় বলিউডে পা রাখেন, তার আগে পর্যন্ত নায়কদের ‘অ্যাংরি ইয়াং ম্যান’ ইমেজ ছিল। গোবিন্দা সেই ধারা বদল করে দেন। তাঁর হাত ধরে বলিউডে নায়কের সংজ্ঞা বদলে যায়। ২০০৪ সালে তিনি কংগ্রেসে যোগ দিয়ে মুম্বইয়ের সাংসদও হন। তবে ২০০৮ সালে রাজনীতি ছেড়ে অভিনয়ে ফেরেন গোবিন্দা।
৫৩ বছর বয়সি এই অভিনেতা বলিউডে বহু উত্থান-পতন, বদলের সাক্ষী। তিনি জানিয়েছেন, এখন শুধু কাজ করে যেতে চাইছেন। অন্য কিছু ভাবছেন না। গোবিন্দা বলেছেন, ‘এখন সারা বিশ্ব বলিউডের দিকে তাকিয়ে থাকে। তাই অনেক বেশি পরিশ্রম করতে হয়। যেভাবেই হোক না কেন, বিশ্বমানের পারফরম্যান্স তুলে ধরতে হয়।’
গোবিন্দার নাচ একটা সময় তাঁর ছবির অন্যতম আকর্ষণ থাকত। এখন নাচও অনেক বদলে গিয়েছে বলে মনে করেন এই অভিনেতা। তাঁর মতে, এখন অনেক বেশি শারীরিক কসরত করতে হয়। তবে এই বদলকে স্বাগত জানাচ্ছেন তিনি।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
খবর
ক্রিকেট
Advertisement