IIFA 2023: 'IIFA'-র মঞ্চে সেরা অভিনেতার মুকুট উঠল হৃতিকের মাথায়, সেরা ছবির সম্মান পেল 'দৃশ্য়ম ২'
IIFA 2023: আইফা অ্যাওয়ার্ডে 'বিক্রম বেদা' ছবিতে বেদা চরিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন হৃতিক রোশন
কলকাতা: শুক্রবার 'আইফা রক নাইট' দিয়েই তিন দিন ব্যাপী ২৩তম 'ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি অ্যান্ড অ্যাওয়ার্ডস' (International Indian Film Academy and Awards) অনুষ্ঠান শুরু হল ইয়াস আইল্যান্ডে (Yas Island)। আর এই তারকাখচিত অ্য়াওয়ার্ড অনুষ্ঠানে 'বিক্রম বেদা'-এ বেদা চরিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতে নিলেন ঋত্বিক রোশন ( Hrithik Roshan) ।
আরও পড়ুন...
Oily Scalp: 'অয়েলি স্ক্যাল্প'-এর সমস্যা দূর করতে প্রতিদিনের জীবনে কী কী নিয়ম মেনে চলা প্রয়োজন?
পুরস্কার জিতে হৃতিক ( Hrithik Roshan) তাঁর বক্তৃতায় বলেছেন, "আমি এখন অনেক বছর ধরে বেদা চরিত্রটির সঙ্গে বসবাস করছি। এটি আবুধাবিতে শুরু হয়েছিল। আমি এখানে বেদা হিসাবে আমার প্রথম শট দিয়েছিলাম । মনে হচ্ছে জীবন আমার কাছে পুরো বৃত্ত এসেছে। বেদা সাহায্য করেছিল আমি আমার ভিতরের উন্মাদনাকে উন্মোচন করতে। "
প্রসঙ্গত, যখন 'বিক্রম ভেধা' OTT-তে প্রিমিয়ার হয়েছিল, দর্শকরা আবারও অভিনেতার অসামান্য অভিনয়ের স্বাদ পেয়েছিলেন। সিনেমাটি একই নামের একটি তামিল চলচ্চিত্রের রূপান্তর, যেখানে প্রধান ভূমিকায় অভিনয় করেছেন আর মাধবন এবং বিজয় সেতুপতি। 'বিক্রম বেদা'-এ, বিক্রম অর্থাৎ সাইফ আলি খান, একজন হিংস্র অফিসার এবং বেদা অর্থাৎ হৃতিক রোশন একটি কুখ্যাত ডাকাতকে ট্র্যাক করতে এবং তাড়া করে। আর এই ঘটনাকে কেন্দ্র করেই এগিয়েছে ছবির গল্প।
আরও পড়ুন...
Gmail Storage Fix: জিমেলে স্টোরেজে সমস্যা? মেল ঢুকছে না? চটজলদি কী করবেন?
অন্য়দিকে, অজয় দেবগণের ক্রাইম থ্রিলার 'দৃশ্যম ২' একটি পুরস্কার লাভ করেছে। সেরা এডিটিং বিভাগে পুরস্কার পেয়েছেন সন্দীপ ফ্রান্সিস।এই ছবিতে অজয় দেবগন ছাড়াও মুখ্য চরিত্রে অভিনয় করেছেন শ্রিয়া সরন (Shriya Saran), তব্বু (Tabbu), অক্ষয় খন্না (Akshaye Khanna), রজত কপূর প্রমুখরা। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছে ইশিতা দত্ত, সৌরভ শুক্লদের। মুক্তির প্রথম দিন থেকেই বক্স অফিসে ঝড় তুলতে শুরু করেছিল 'দৃশ্যম ২'।
প্রসঙ্গত, রণবীর কপূর ও আলিয়া ভট্ট অভিনীত অ্যাকশন অ্যাডভেঞ্চার 'ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান - শিবা' পুরস্কৃত হয়েছে স্পেশাল এফেক্টস-ভিস্যুয়াল বিভাগে, হৃত্বিক রোশন ও সেফ আলি খানের 'বিক্রম বেদা' পুরস্কার পেয়েছে সেরা আবহ সঙ্গীতের জন্য। রাজকুমার রাও, হুমা কুরেশি ও রাধিকা আপ্তে অভিনীত 'মণিকা ও মাই ডার্লিং' পুরস্কৃত হল সেরা সাউন্ড মিক্সিংয়ের জন্য।