Ikir Mikir: একটা খুনের সঙ্গে জড়িয়ে রজতাভ, রুপাঞ্জনা? উত্তর খুঁজছেন সৌরভ!
ট্রেলার জুড়ে কেবল রক্ত আর রক্ত। পরিচয় নিয়ে ধোঁয়াশা আর একটা খুন। মুক্তি পেল রাতুল মুখোপাধ্যায় পরিচালিত ছবি 'ইকির মিকির' -এর ট্রেলার। প্রায় ২ মিনিটের ট্রেলার জুড়ে নজর কাড়লেন রজতাভ আর রুপাঞ্জনা।
কলকাতা: ট্রেলার জুড়ে কেবল রক্ত আর রক্ত। পরিচয় নিয়ে ধোঁয়াশা আর একটা খুন। মুক্তি পেল রাতুল মুখোপাধ্যায় পরিচালিত ছবি 'ইকির মিকির' -এর ট্রেলার। প্রায় ২ মিনিটের ট্রেলার জুড়ে নজর কাড়লেন রজতাভ দত্ত আর রুপাঞ্জনা মিত্র।
'ইকির মিকির' ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন রূপাঞ্জনা মিত্র, রজতাভ দত্ত, সৌরভ দাস, দেবপ্রসাদ হালদার, অপ্রতীম চট্টোপাধ্যায়, অনিন্দিতা রায়চৌধুরী ও তিয়াশা (Rupanjana Mitra, Rajatava Dutta, Saurav Das, Deboprasad Halder, Apratim Chatterjee, Anindita Raychaudhuri, Tiyasha)। দেবজ্যোতি মিশ্রের সঙ্গীত পরিচালনায় এই ছবির আবহ পেয়েছে অন্য মাত্রা। ছবিতে প্রত্যেক চরিত্রের প্রথম লুক প্রকাশিত হল।
ছবিটি মূলত একটি 'মৃত্যুরহস্য'। এক বহুতল বিল্ডিংয়ের এক সিকিউরিটি গার্ড খুন হয়। এই খুনে সন্দেহের তালিকায় প্রধানত দু'জনের নাম উঠে আসে। প্রথমজন এক ভদ্রমহিলা, নাম সুরাশা, যাঁর বয়স তিরিশের কোঠায়। তিনি তাঁর একমাত্র কন্যা সন্তানের সঙ্গে থাকেন। তাঁর স্বামী আটকে পড়েছেন বেঙ্গালুরুতে অতিমারী ও লকডাউনের কারণে। অপরজন এক ভদ্রলোক, নাম রঞ্জন। স্ত্রী ও মেয়েকে তিনি দুর্ঘটনায় হারিয়েছেন। তিনি ওই বিল্ডিংয়ে একটি পার্সেল ডেলিভারি করতে গিয়ে জড়িয়ে পড়েন। পুলিশের জেরায় এই দুই প্রধান সন্দেহভাজনের সম্পূর্ণ ভিন্ন দুটি ঘটনার বর্ণনা আমরা দেখতে পাই। ঘটনার তৃতীয় একটি সংস্করণ আমরা ছবির শেষে দেখতে পাই, যেটাই হল আসল সত্যটা। গল্পে মহামারী একটা বেশ বড় ভূমিকা পালন করছে। যা আজকের দিনে দাঁড়িয়ে খুবই প্রাসঙ্গিক। এবিপি লাইভকে জানিয়েছিলেন পরিচালক রাতুল মুখোপাধ্য়ায়।
আরও পড়ুন: Bappi Lahiri Passes Away : করবেন বাবার শেষকৃত্য, সস্ত্রীক দেশে ফিরলেন বাপি-পুত্র বাপ্পা
পরিচালক জানান এই ছবির দ্বিতীয়ার্ধ্বে একটা গুরুত্বপূর্ণ সামাজিক বার্তা দেওয়া হয়েছে যা নিয়ে হয়তো আমরা খুব কমই আলোচনা করি। রাতুলের কথায়, 'আমরা ঠিক ৭ দিনে ছবিটি তৈরি করেছি। দর্শকদের আমি বলতে চাই, আপনার যদি থ্রিলার পছন্দ হয় তাহলে এই ছবিটিই আপনাদের ভালো লাগবেই।'