Ileana D'Cruz: পুত্র সন্তানের মা হলেন ইলিয়ানা ডি'ক্রুজ, প্রকাশ্যে সদ্যোজাতের ছবি, কী নাম রাখলেন?
Ileana D'Cruz Becomes Mother: কিছুদিন আগে প্রেমিকের সঙ্গে একটি আবছা ছবিও পোস্ট করেন তিনি। তারপর জুলাই মাসের মাঝামাঝি ইনস্টাগ্রাম স্টোরিতে প্রেমিকের সঙ্গে তিনটি ছবির কোলাজ পোস্ট করেন তিনি।
![Ileana D'Cruz: পুত্র সন্তানের মা হলেন ইলিয়ানা ডি'ক্রুজ, প্রকাশ্যে সদ্যোজাতের ছবি, কী নাম রাখলেন? Ileana D'Cruz welcomes baby boy koa phoenix dolan shares first picture of the new born Ileana D'Cruz: পুত্র সন্তানের মা হলেন ইলিয়ানা ডি'ক্রুজ, প্রকাশ্যে সদ্যোজাতের ছবি, কী নাম রাখলেন?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/05/6ffcd2a42a19b8c41fd7d493f7c44a5e1691258680271229_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: প্রথম সন্তান এল অভিনেত্রী ইলিয়ানা ডিক্রুজের কোলে। ১ অগাস্ট পুত্র সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী। নাম রেখেছেন, কোয়া ফিনিক্স ডোলান। ৫ তারিখ, শনিবার, নিজের সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সুখবর দিলেন, শেয়ার করলেন সদ্যোজাতের ছবিও।
মা হলেন ইলিয়ানা
চোখ বুজে একরত্তি ঘুমের দেশে। পুঁচকের সাদাকালো একটি ছবি পোস্ট করলেন নতুন মা ইলিয়ানা। ১ অগাস্ট জন্ম হয়েছে কোয়া ফিনিক্স ডোলানের। জীবনের মাতৃত্বের অধ্যায় শুরু করলেন অভিনেত্রী। ক্যাপশনে লিখলেন, 'আমাদের আদরের সন্তানকে পৃথিবীতে আনতে পেরে আমরা ঠিক কতটা আনন্দিত তা শব্দে বোঝানো কঠিন। হৃদয়ে ভরে উঠেছে।'
View this post on Instagram
ইলিয়ানার সন্তানের বাবা কে সেই নিয়ে অজস্র প্রশ্নের মুখে পড়তে হয় অভিনেত্রীকে। কারণ, তাঁর প্রেমিকের নাম কেউ জানত না, তিনি বিবাহিতও নন। তবে কখনও সেই নিয়ে বিশেষ মাথা ঘামাননি অভিনেত্রী। বরং নিজের গর্ভাবস্থার বিভিন্ন পর্যায়ের গল্প, অনুভূতি নানা সময়ে অনুরাগীদের সঙ্গে শেয়ার করেছেন তিনি।
কিছুদিন আগে প্রেমিকের সঙ্গে একটি আবছা ছবিও পোস্ট করেন তিনি। তারপর জুলাই মাসের মাঝামাঝি ইনস্টাগ্রাম স্টোরিতে প্রেমিকের সঙ্গে তিনটি ছবির কোলাজ পোস্ট করেন তিনি। ক্যাপশনে লিখেছিলেন, 'ডেট নাইট'। মুখে চওড়া হাসির সেই ছবি ভাইরাল হয়ে যায়।
আরও পড়ুন: Sunny Deol: বিনোদন দুনিয়ায় ৪০ বছর পার, ডেবিউ ছবি 'বেতাব' নিয়ে বিশেষ পোস্ট সানি দেওলের
প্রেমিককে লাইমলাইটে না আনলেও, একরত্তির ছবি প্রকাশ্যে আনতে বিশেষ দেরি করেননি তিনি। প্রেমিকের সঙ্গে আবছা ছবি পোস্ট করে লিখেছিলেন দীর্ঘ ক্যাপশন। তাঁর পাশে থাকার জন্য ধন্যবাদ জানান প্রেমিককে। লম্বা ক্যাপশনে লেখেন, 'অন্তঃসত্ত্বা হওয়া একটা সুন্দর সুন্দর আশীর্বাদ... আমি ভাবিনি যে আমি এই অভিজ্ঞতার জন্য যথেষ্ট সৌভাগ্যবান হব তাই আমি নিজেকে এই যাত্রার অংশ হতে পেরে অবিশ্বাস্যভাবে ভাগ্যবান বলে মনে করি। আপনার ভিতরে বেড়ে ওঠা একটি জীবন অনুভব করা কতটা সুন্দর তা আমি বর্ণনা করতে শুরুও করতে পারব না। বেশির ভাগ দিনই আমি অভিভূত হয়ে আমার বাম্পের দিকে তাকিয়ে থাকি, বলি বাহ - আমি শীঘ্রই তোমার সঙ্গে দেখা করব - এবং তারপরে এমন কিছু দিন হয় যা প্রচণ্ডভাবে কঠিন। ফলে চেষ্টা চালাচ্ছি। খুবই অভিভূত হয়ে পড়ি।' তবে অভিনেত্রীর কথায়, শারীরিক কষ্টকে বেশি পাত্তা দেওয়ার পরই যেন তিনি অপরাধবোধে ভোগেন। মনে হয়, 'আমার কৃতজ্ঞ থাকা উচিত, এত সূক্ষ্ম জিনিস নিয়ে কান্নাকাটি করা উচিত নয়।'
ইলিয়ানার জীবনের নতুন অধ্যায়ের সূচনায় রইল শুভেচ্ছা।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)