International Women's Day 2022: আন্তর্জাতিক নারী দিবসে বিনোদন জগতের প্রভাবশালী নারীদের নিয়ে বিশেষ উদ্যোগ নেটফ্লিক্সের
আন্তর্জাতিক নারী দিবসে নেটফ্লিক্সে এই বিশেষ অনুষ্ঠানে থাকছেন বলিউড ডিভা মাধুরী দীক্ষিত থেকে, শেফালি শাহ, রবিনা ট্যান্ডন, ম্রুণাল ঠাকুর, তাপসী পান্নু এবং তাঁদের সঙ্গে থাকছেন স্বস্তিকা মুখোপাধ্যায়।
মুম্বই: রাত পোহালেই আন্তর্জাতিক নারী দিবস (International Women's Day 2022)। বিশ্বের বিভিন্ন প্রান্তে নারীদের উদ্দেশে নানা বিশেষ অনুষ্ঠানের আয়োজন হয়েছে। আজ সারাবিশ্বের নারীরা নিজেদের অনেক উচ্চতায় তুলে নিয়ে গিয়েছেন। বহুক্ষেত্রে পুরুষদের পিছনেও ফেলে দিয়েছেন। যেকোনও মাধ্যম হোক কিংবা পেশা, নারীরা নিজেকে গণ্ডীবদ্ধ না করে উপরে ওঠার আকাঙ্খায় পৌঁছে গিয়েছেন শীর্ষে। বহু মাল্টিন্যাশনাল কোম্পানির সবথেকে উঁচু পদে থাকা হোক কিংবা রাজ্য চালানো কিংবা দেশ চালানো অথবা অন্য কোনওভাবে, নারীরা বিভিন্ন ক্ষেত্রে আজ শীর্ষে। আর তাই আগামীকাল আন্তর্জাতিক নারী দিবসে বিনোদন জগতের এমন ৪০ জন প্রভাবশালী নারীকে নিয়ে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে স্ট্রিমিং জায়েন্ট নেটফ্লিক্স। নারী দিবসে তাদের এই বিশেষ আয়োজনের নামও আকর্ষণীয়। 'হার কাহানি হ্যায় জরুরি'। এখানে 'হার' শব্দের অর্থ প্রত্যেক নয়। 'হার' অর্থাত (স্ত্রী লিঙ্গ বোঝাতে)। নারীদের গল্প জানা জরুরি।
আন্তর্জাতিক নারী দিবসে নেটফ্লিক্সে এই বিশেষ অনুষ্ঠানে থাকছেন বলিউড ডিভা মাধুরী দীক্ষিত থেকে, শেফালি শাহ, রবিনা ট্যান্ডন, ম্রুণাল ঠাকুর, তাপসী পান্নু এবং তাঁদের সঙ্গে থাকছেন বাংলার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। ক্যামেরার সামনে তাঁরা তাঁদের অভিনীত চরিত্রকে পর্দায় ফুটিয়ে তোলেন। তাঁদের এই জার্নির গল্প দর্শকের সামনে তুলে ধরার জন্য বিশেষ উদ্যোগ নেটফ্লিক্সের। কীভাবে বলিউড ইন্ডাস্ট্রি বদলেছে, এক সাক্ষাতকারে বলিউড অভিনেত্রী ম্রুণাল ঠাকুরকে এই প্রশ্ন জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, 'অভিনেত্রীরাও এখন শক্তিশালী চরিত্র পাচ্ছেন অভিনয় করার জন্য। ওটিটি প্ল্যাটফর্মকে অনেক ধন্যবাদ জানাব। কারণ, নারীকেন্দ্রিক চরিত্র নিয়ে এখানে অনেক পরিচালক প্রযোজকরা ছবি কিংবা সিরিজ তৈরি করছেন। যেখানে মুখ্য প্রাধান্য পাচ্ছেন নারীরা। আর এই বদলটা খুব দরকার ছিল।'
আরও পড়ুন - Attack Trailer Update: প্রকাশ্যে 'অ্যাটাক' ছবির ট্রেলার, সুপার হিউম্যান সোলজার রূপে আসছেন জন আব্রাহাম
টলিউড অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় থেকে বলিউড ডিভা মাধুরী দীক্ষিত তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে নেটফ্লিক্সের এই বিশেষ 'স্ত্রী-মিং' শেয়ার করেছেন। যা দেখে উচ্ছ্বসিত নেট নাগরিকরা।