Attack Trailer Update: প্রকাশ্যে 'অ্যাটাক' ছবির ট্রেলার, সুপার হিউম্যান সোলজার রূপে আসছেন জন আব্রাহাম
এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে আগামী ছবি 'অ্যাটাক'-এর ট্রেলার পোস্ট করলেন বলিউড অভিনেতা জন আব্রাহাম। এই ছবিতে তাঁকে একজন সুপার হিউম্যান সোলজারের ভূমিকায় দেখা যাবে।
মুম্বই: আগামী ১লা এপ্রিল সিনেমা হলে মুক্তি পাবে বলিউড অভিনেতা জন আব্রাহামের (John Abraham) নতুন ছবি 'অ্যাটাক' (Attack)। ছবি মুক্তির আগে আজ মুক্তি পেল অ্যাকশন ছবি 'অ্যাটাক'-এর ট্রেলার। সায়েন্স ফিকশন এই ছবির ট্রেলার দেখে মুগ্ধ নেট নাগরিকরা।
এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে আগামী ছবি 'অ্যাটাক'-এর ট্রেলার পোস্ট করলেন বলিউড অভিনেতা জন আব্রাহাম। এই ছবিতে তাঁকে একজন সুপার হিউম্যান সোলজারের ভূমিকায় দেখা যাবে। যাঁকে দেখা যাবে সন্ত্রাসবাদ ও সন্ত্রাসবাদী হামলার হাত থেকে মানুষকে রক্ষা করতে। মাত্র দু মিনিটের ট্রেলারে নাগাড়ে শত্রু নিধনের ভূমিকায় দেখা যাচ্ছে অভিনেতাকে। এই ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে জন আব্রাহাম, জ্যাকলিন ফার্নান্ডেজ, রকুলপ্রীত সিংহকে। এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে বলিউডের বেশ কয়েকজন তাবড় অভিনেতাকে। প্রকাশ রাজ, রত্না পাঠক শাহ রয়েছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে।
আরও পড়ুন - Naseeruddin Shah Health: অনোম্যাটোম্যানিয়া রোগে আক্রান্ত নাসিরুদ্দিন শাহ, কী এই অসুখ?
ড. জয়ন্তীলাল গাড়া, জন আব্রাহাম এবং অজয় কপূর প্রোডাকশনসের ছবি 'অ্যাটাক পার্ট ওয়ান' পরিচালনা করছেন পরিচালক লক্ষ্য রাজ আনন্দ। আগামী ১লা এপ্রিল সিনেমা হলে মুক্তি পাবে অ্যাকশন নির্ভর ছবি 'অ্যাটাক'।
প্রসঙ্গত, বলিউড অভিনেতা জন আব্রাহামের (John Abraham) ছবি মানেই অনুরাগী থেকে দর্শক অ্যাকশন এবং থ্রিলারধর্মী বিষয়বস্তুর জন্য অপেক্ষা করে থাকেন। যদিও তিনি বেশ কিছু কমেডি ছবিতেও অভিনয় করেছেন এবং সেই ছবিগুলি বক্স অফিসে ভালো ব্যবসাও করেছে। তারপরও নেট নাগরিকরা যে অভিনেতা অ্যাকশনধর্মী ছবি বেশি পছন্দ করেন, তা তাঁদের কমেন্ট দেখেই বোঝা যায়। গত বছরের শেষের দিকে মুক্তি পায় তাঁর বহু প্রতীক্ষিত ছবি 'সত্যমেব জয়তে টু'। বক্স অফিসে ইতিবাচক ছাপ ফেলেছে এই ছবি। জন আব্রাহামের হাতে রয়েছে আরও বেশ কিছু ছবি। তাঁর অভিনীত 'এক ভিলেন রিটার্নস' মুক্তি পাবে শীঘ্রই। জন আব্রাহামকে শীঘ্রই দেখা যাবে শাহরুখ খানের 'পাঠান' ছবিতে। ছবিটি চলতি বছরই মুক্তি পাবে বলে জানা যাচ্ছে।