Nysa Devgan: ইব্রাহিম থেকে খুশি, সুহানা, স্টারকিডদের পথ অনুসরণ করে বলিউডে পা রাখছেন কাজল কন্যা নাইসাও?
Kajol Daughter: একগুচ্ছ তারকা সন্তান চলচ্চিত্র জগতে যোগ দেওয়ায় সকলের নজর অজয় দেবগন ও কাজলের মেয়ে নাইসার দিকে। নাইসা সিনেমায় যোগ দেবেন কি না, সদ্য তা নিয়ে মুখ খুলেছেন কাজল।

কলকাতা: বলিউডে এখন স্টারকিডদের রমরমা। সদ্য মুক্তি পেয়েছে ইব্রাহিম আলি খান (Ibrahim Ali Khan) ও খুশি কপূরের (Khushi Kapoor) নতুন ছবি। বলিউডে পা রাখতে চলেছেন শাহরুখ কন্যা সুহানা খানও (Suhana Khan)। এখানেই শেষ নয়, আলিয়া ভট্ট (Alia Bhatt) থেকে শুরু করে জাহ্নবী কপূর (Janhavi Kapoor), সারা আলি খান (Sara Ali Khan), প্রত্যেকেই ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন স্টারকিড হিসেবেই। তবে এখন তাঁরা প্রতিষ্ঠিত তারকা। আর এই আবহেই অনুরাগীরা বারে বারে জানতে চান, কবে বলিউডে পা রাখতে চলেছেন কাজল ও অজয় দেবগণের কন্যা নাইসা। এবার এই বিষয় নিয়ে মুখ খুললেন কাজল নিজেই।
একগুচ্ছ তারকা সন্তান চলচ্চিত্র জগতে যোগ দেওয়ায় সকলের নজর অজয় দেবগন ও কাজলের মেয়ে নাইসার দিকে। নাইসা সিনেমায় যোগ দেবেন কি না, সদ্য তা নিয়ে মুখ খুলেছেন কাজল। এ নিয়ে কথা বলতে গিয়ে কাজল স্পষ্ট বলেছেন, ‘একেবারেই না। আমার মনে হয়, নাইসা এটা স্থির করে ফেলেছে যে ও এখনই বলিউডে পা রাখছে না।‘ এখানেই শেষ নয়, কাজল বলেছেন, তিনি নাইসাকে একটাই পরামর্শ দেবেন যে, এই বিষয়ে নাইসা যেন কারোর থেকে পরামর্শ না নে। অনেকেই অনেক কথা বলবে। কেউ বলবে চুলের রঙ বদলে ফেলতে, কেউ বলবে নাক বদলে ফেলতে, কেউ বলবে হাত বদলে ফেলতে। তবে নাইসা যেন সেই সমস্ত কিছু না শোনেন। তিনি যেন যেটা মন চায় সেটাই করেন।
সম্প্রতি একটি টক শো-তে অজয় দেবগণের সঙ্গে তাঁর প্রেমে পড়ার গল্প বলেছিলেন তাঁর মা তনুজা। কাজল নাকি সরাসরি তাঁর মা, তনুজাকে এসে বলেছিলেন, 'মা আমি প্রেমে পড়েছি।' তখন তনুজা তাঁর কাছে প্রথমেই জানতে চেয়েছিলেন, কার প্রেমে পড়েছেন কাজল? সেই উত্তর না দিয়ে কাজল বলেন, 'তোমার খালি ওর চোখটা দেখা উচিত মা...' উত্তরে তনুজা অধৈর্য্য হয়েই বলেন, 'কার চোখ দেখব?' উত্তরে কাজল বলেন, 'ওর নাম অজয়'। তনুজা তখন বলেন, 'কে অজয়?' কাজল উত্তর দেন, 'অজয় দেবগণ'। তখন তনুজা চিনতে পারেন। বলেন, 'ও বীরুজীর ছেলে। বীরুজী তো ভীষণ ভাল অভিনেতা। ভীষণ সুদর্শন, সুপুরুষ। আর ওঁর ছেলেও ভীষণ সুদর্শন, সুপুরুষ। বীরুজীর থেকেও।'
এর আগে, কাজল (Kajol) জানান, একটি সিনেমার শ্য়ুটিং সেটে অজয় দেবগণের সঙ্গে প্রথমবার দেখা হয়েছিল তাঁর। তাঁদের সম্পর্কের মধ্য়ে যে বন্ধুত্বই সবথেকে গুরুত্বপূর্ণ একথাও জানান অভিনেত্রী। পাশাপাশি নিজের বিবাহিত সম্পর্কের কথা বলতে গিয়ে কাজল (Kajol) বলেন, প্রতিটি বিয়েতে উঠাপড়া থাকে। প্রতিদিন নিজেকে নতুন ভাবে জানতে চিনতে সাহায্য় করবে আপনার পার্টনার। প্রতিনিয়ত একে অপরের থেকে কিছু না কিছু শিখতে পারবেন।























