Riteish-Genelia: অন্তঃসত্ত্বা জেনেলিয়া? 'আমার অসুবিধা নেই, কিন্তু...', গুজবের উত্তর দিলেন রিতেশ
Riteish-Genelia Pregnancy Rumours: বলিউডের অন্যতম আদুরে দম্পতি জেনেলিয়া ডি'সুজা ও রিতেশ দেশমুখ। সম্প্রতি তাঁদের মুম্বইয়ের এক ইভেন্টে একসঙ্গে পোজ দিতে দেখা যায়। সেখানেই অনুরাগীদের নজরে পড়ে...।
নয়াদিল্লি: সম্প্রতি ফের শিরোনামে তারকা দম্পতি রিতেশ দেশমুখ (Riteish Deshmukh) ও জেনেলিয়া ডি'সুজা (Genelia D'Souza)। সোশ্যাল মিডিয়া জুড়ে এখন জেনেলিয়ার 'অন্তঃসত্ত্বা' হওয়ার খবর ছড়িয়ে পড়েছে (pregnancy rumours)। তবে তিনি কি সত্যিই ফের মা হতে চলেছেন? নাকি এটা স্রেফ রটনা? কী বলছেন তারকা দম্পতি?
ফের মা হতে চলেছেন জেনেলিয়া?
বলিউডের অন্যতম আদুরে দম্পতি জেনেলিয়া ডি'সুজা ও রিতেশ দেশমুখ। সম্প্রতি তাঁদের মুম্বইয়ের এক ইভেন্টে একসঙ্গে পোজ দিতে দেখা যায়। সেখানেই অনুরাগীদের নজরে পড়ে অভিনেত্রী তাঁর পেটে হাত রাখছেন বারবার। অনেকটা হাত দিয়ে ধরে রাখছেন, এমন। সেই থেকেই শুরু হয় সন্তানসম্ভবা হওয়ার জল্পনা। প্রসঙ্গত, রিতেশ ও জেনেলিয়ার দুই ছেলে আছে, ৮ বছর বয়সী রিয়ান ও ৭ বছর বয়সী রাহিল।
অন্তঃসত্ত্বা হওয়ার খবরে কী প্রতিক্রিয়া রিতেশের?
সোশ্যাল মিডিয়ায় যে জল্পনা চলছিল, তাতে জল ঢেলেছেন রিতেশ দেশমুখ নিজেই। জেনেলিয়ার অন্তঃসত্ত্বা হওয়ার গুজবে উত্তর দিয়ে অভিনেতা বলেন, এসব কথা 'একেবারেই অসত্য'। সোমবার নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে রিতেশ এক পোর্টালের খবরের স্ক্রিনশট শেয়ার করে লেখেন, 'আমার আরও ২-৩টি সন্তান হলেও কোনও অসুবিধা নেই তবে দুর্ভাগ্যজনক, এই খবর একেবারেই মিথ্যা।'
View this post on Instagram
৯ সেপ্টেম্বর মুম্বইয়ে একটি ইভেন্টে একসঙ্গে দেখা যায় দম্পতিকে। পাপারাৎজিদের জন্য পোজ দেন জেনেলিয়া নীল রঙের ড্রেস পরে। তাঁকে বারবার পেটে হাত দিয়ে ঢাকতে দেখা যায়, যার ফলে অনেকেই ধরে নেন, যে তিনি হয়তো সন্তানসম্ভবা।
আরও পড়ুন: Akshay Kumar: 'ওয়েলকাম ৩' না 'মিশন রানিগঞ্জ', সাফল্যেরনিরিখে এগিয়ে থাকবে অক্ষয়ের কোন ছবি?
কাজের ক্ষেত্রে, জেনেলিয়া ডি'সুজাকে শেষ দেখা গিয়েছিল জিও সিনেমার 'ট্রায়াল পিরিয়ড'-এ। ওটিটিতে মুক্তি পাওয়া এই ছবি বেশ প্রশংসিত হয়েছিল, অন্য ধরনের গল্পের জন্য। অন্যদিকে, জেনেলিয়া ও রিতেশ সাত পাকে বাঁধা পড়েন ২০১২ সালের ফেব্রুয়ারি মাসে। প্রথমে হিন্দু মতে তাঁদের বিয়ে হয়, এর পরের দিনে খ্রিষ্টান মতে বিয়ে হয়। বলিউডের অন্যতম আদুরে এবং চর্চিত দম্পতি তাঁরা। সোশ্যাল মিডিয়ায় তাঁদের মজার রিল ও ভিডিওর ফ্যান প্রচুর। তাঁদের সাধারণ মানুষ পছন্দও করেন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial