Karan Johar: সম্পর্কে জড়িয়েছেন কর্ণ জোহর? পরিচালকের সোশ্যাল মিডিয়া পোস্টে কী ইঙ্গিত?
Karan Johar News: সোশ্যাল মিডিয়ায় কর্ণ জানিয়েছেন, তিনি এমন একজনের সঙ্গে প্রেম করছেন, যে নাকি তাঁর সমস্ত কথা শোনে

কলকাতা: প্রেম করছেন কর্ণ জোহর (Karan Johar)। এই খবর শিরোনামে জায়গা করে নেবেন সেটাই তো স্বাভাবিক। সদ্য সোশ্যাল মিডিয়ায় এসে নিজের 'রিলেশনশিপ স্টেটাস'-এর কথা জানালেন কর্ণ। সোশ্যাল মিডিয়ায় কর্ণ জানিয়েছেন, তিনি এমন একজনের সঙ্গে প্রেম করছেন, যে নাকি তাঁর সমস্ত কথা শোনে, আবার বিলস ও নাকি মিটিয়ে দেয়। এমন কাউকে কী ভাল না বেসে পারা যায়? এমনটাই বলেছেন কর্ণ। সেই সেই কর্ণের প্রেমিকা?
সদ্য সোশ্যাল মিডিয়ায় কর্ণ জানিয়েছেন, তিনি নাকি কোনও মানুষ নয়, ইনস্টাগ্রামের সঙ্গে প্রেম করছেন। সে নাকি কর্ণের সমস্ত কথা শোনে। যাতে কর্ণ নিজের স্বপ্নকে সফল করতে পারে, সবসময় সেইদিকে নজর রাখে। এমনকি মাঝেমধ্যে কর্ণের বিলও নাকি মিটিয়ে দেয়। এমন কাউকে নাকি ভাল না বেসে পারা যায় না। তবে কর্ণের এই কথা শুনে নাকি হতাশ হয়েছেন তাঁর অনুরাগীরা। অনেকেই মনে করেছিলেন, কর্ণের জীবনে এবার সত্যিই কেউ এসেছে। তাঁর সঙ্গেই বোধহয় সম্পর্কে জড়িয়েছেন কর্ণ। তবে তা নয়, কর্ণ নিছকই মজা করেছেন।
অন্যদিকে, দীর্ঘদিন থেকেই শোনা যাচ্ছিল, ধর্ম প্রযোজনা সংস্থার কিছু অংশ নাকি বিক্রি হতে চলেছে। সেই জল্পনায় সিলমোহর দিয়ে, কর্ণের প্রযোজনা সংস্থার ৫০ শতাংশ শেয়ার কিনে নিয়েছেন, ‘সেরাম ইনস্টিটিউট’-কর্ণধার আদার পুনাওয়ালা। একটি বিবৃতি দিয়ে এই কথা জানানো হয়েছে। তবে ধর্ম প্রযোজনা সংস্থার এইভাবে শেয়ার বেচা নিয়ে নানা জায়গায় শোনা যাচ্ছে নানা কথা। অনেকের মতে, ধর্ম-র একের পর এক সিনেমা ফ্লপ করছে এবং কোম্পানির আর্থিক পরিস্থিতি খুব খারাপ বলেই এই সিদ্ধান্ত নিয়ে হয়েছে। তবে এই পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ায় একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট শেয়ার করেছিলেন কর্ণ। কী লিখলেন তিনি?
সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কর্ণ লিখেছেন, 'প্রতিযোগিতা হয় এক্কেবারে নিচের দিকে। যারা একেবারে উপরের দিকে মানুষ, তাঁরা তো একে অপরের সঙ্গে হাত মেলান।' এই পোস্ট দেখে অনেকেই মনে করছেন, যাঁরা বলছিলেন কোম্পানির পরিস্থিতি খারাপ বলেই শেয়ার বিক্রি করে দিতে বাধ্য হয়েছেন কর্ণ, তাঁদেরই জবাব দিয়েছেন পরিচালক প্রযোজক। তবে এই পোস্টে তিনি কারও নাম উল্লেখ করেননি। সেই জন্যই অনেকে এই পোস্টকে গায়ে মাখতে নারাজ।
আরও পড়ুন: Ranveer Singh: দীপিকার মতো ছুটিতে রণবীরও! কবে ফিরবেন 'ডন থ্রি'-র শ্যুটিং ফ্লোরে?























