Ranveer Singh: দীপিকার মতো ছুটিতে রণবীরও! কবে ফিরবেন 'ডন থ্রি'-র শ্যুটিং ফ্লোরে?
Ranveer Singh- Deepika Padukone: আর দীপিকা? তিনিও রয়েছেন মাতৃত্বকালীন ছুটিতে। শোনা যাচ্ছে, মেয়ের জন্য কোনও সাহায্যকারী রাখেননি তিনি

কলকাতা: বর্তমানে কাজের থেকে দূরে রয়েছেন রণবীর সিংহ (Ranveer Singh) ও দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। একমাত্র মেয়ে দুয়াই এখন তাঁদের ধ্যানজ্ঞান। একমাত্র মেয়েকে নিয়ে এখন নিজেদের মতো করেই সময় কাটাচ্ছেন দম্পতি। সেপ্টেম্বর মাসে মা হয়েছেন দীপিকা পাড়ুকোন। বাবা হয়েছেন রণবীর সিংহ। একদিকে এখন যেমন মাতৃত্বকালীন ছুটিতে আছেন দীপিকা, তেমনই পিতৃত্বকালীন ছুটিতে রয়েছেন বাবা রণবীর সিংহও। তবে কবে থেকে নতুন ছবির কাজ শুরু করবেন তিনি?
জানা যাচ্ছে, আগামীতে রণবীরের হাতে রয়েছে 'ডন ৩'-এর মতো গুরুত্বপূর্ণ সিনেমা। সেই ছবির জন্য প্রস্তুতি শুরু করতে হবে তাঁকে। তবে শোনা যাচ্ছে, রণবীরের জন্যই এই ছবির দিন পিছিয়ে দেওয়া হয়েছে। বছরের শুরু থেকেই এই ছবির প্রস্তুতি শুরু করার কথা ছিল রণবীর সিংহের। তবে শোনা যাচ্ছে, আরও প্রায় দেড় মাস বিরতি নিয়ে মার্চ মাস থেকে 'ডন ৩'-এর প্রস্তুতি শুরু করবেন তিনি। আরও কিছুদিন তিনি বাড়িতে থেকে কাটাতে চান তাঁর নবজাতকের সঙ্গে। এরপরেই কাজে ফিরবেন রণবীর সিংহ। তাই আপাতত পিছিয়ে দেওয়া হয়েছে এই ছবির শ্যুটিংয়ের দিন।
আর দীপিকা? তিনিও রয়েছেন মাতৃত্বকালীন ছুটিতে। শোনা যাচ্ছে, মেয়ের জন্য কোনও সাহায্যকারী রাখেননি তিনি। নিজের হাতেই তিনি মেয়ের সমস্ত কাজ করতে চান। সেই কারণেই তিনি পুরো সময়টা কাটাতে চান মেয়ের সঙ্গে। মেয়ে একটু বড় হলে তারপরেই তিনি যোগ দেবেন কাজে। দীপিকার হাতেও রয়েছে একটি বড় ছবির কাজ। আগামীতে 'কল্কি ২৮৯৮ এডি'-র দ্বিতীয় ভাগে দেখা যাওয়ার কথা তাঁকে।
'কল্কি ২৮৯৮ এডি'-তে সুমতির চরিত্রে দেখা গিয়েছিল দীপিকাকে। তাঁকে ঘিরেই আবর্তিত হয়েছে ছবির গল্প। তাঁর সন্তানকে বাঁচানো নিয়েই আবর্তিত হয়েছে ছবির গল্প। তবে কি সিক্যুয়ালে দেখা যাবে না এমন একটা গুরুত্বপূর্ণ চরিত্রকে? সদ্য ছবির প্রযোজক এই বিষয়ে মুখ খুলেছেন। তিনি জানিয়েছেন, 'কল্কি'-র সিক্যুয়ালের গল্প দিপীকাকে ছাড়া সম্ভব নয়। ইতিমধ্যেই ছবির ৩০ থেকে ৩৫ ভাগ শ্যুটিং হয়ে গিয়েছে। এই পার্টের বেশ কিছুটা অংশে দেখা যাবে দীপিকাকে। তবে তিনি ছাড়াও ছবির অন্যান্য দিক থাকবে। আপাতত দীপিকাকে বাদ রেখেই ছবির কাজ চলছে। দীপিকা মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে ফিরলে তাঁর অংশের শ্যুটিং হবে, এমনটাই জানিয়েছেন প্রযোজক।
আরও পড়ুন:Shah Rukh Khan: এখনও শাহরুখ পুত্রের ওপর নজর সমীর ওয়াংখেড়ের! ভাইরাল ভিডিও চোখে পড়তেই...
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
