Sunjay Kapur: সঞ্জয়ের অবর্তমানে তাঁর ব্যবসা সামলানোর দায়িত্ব যাচ্ছে করিশ্মার বড় মেয়ে সামাইরার হাতে?
Sunjay Kapoor Karishma Kapoor: করিশ্মার প্রাক্তন স্বামী বিশ্বের সবচেয়ে সঞ্জয় ধনী ব্যক্তিদের মধ্যে অন্যতম

কলকাতা: মাত্র ৫৩ বছর বয়সে মৃত্যু হয়েছে করিশ্মা কপূরের (Karishma Kapoor) প্রাক্তন স্বামী সঞ্জয় কপূরের (Sunjay Kapur)। পোলো খেলতে খেলতেই আচমকা মৃত্যুর কোলে ঢলে পড়া। করিশ্মা কপূরের (Karishma Kapoor)-এর প্রাক্তন স্বামী সঞ্জয় কপূর (Sunjay Kapur) -এর মৃত্যুর আকস্মিকতা এখনও কাটিয়ে উঠতে পারেনি অনেকেই। অনেকের মতে, একটি মৌমাছি গিলে ফেলাই নাকি তাঁর মৃত্যুর কারণ।
করিশ্মার প্রাক্তন স্বামী বিশ্বের সবচেয়ে সঞ্জয় ধনী ব্যক্তিদের মধ্যে অন্যতম। ইউএসডি ৪.৭ বিলিয়নের সম্পত্তি রয়েছে সঞ্জয়ের। ভারতীয় মুদ্রায় এই সম্পত্তির অঙ্ক ৩৯ কোটি। ৩ বার বিয়ে করেছিলেন সঞ্জয় কপূর। তবে সঞ্জয়ের অবর্তমানে কে উত্তরাধিকারী হবেন তাঁর বিপুল সম্পত্তির? করিশ্মা ও তাঁর ছেলে মেয়েদের কি এই সম্পত্তিতে ভাগ থাকবে? সেটাই এখন জানতে উৎগ্রীব সবাই। চলছে চর্চা। শোনা যাচ্ছে, সঞ্জয়ের অবর্তমানে, ব্যবসা আগে এগিয়ে নিয়ে যেতে পারেন তাঁর দুই দিদি। সুপর্ণা কপূর ও মন্দিরা কপূর কৈরালা। তবে Sona Mandira Pvt Ltd-এর তরফ থেকে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি কে এই সম্পত্তির দায়িত্ব নেবে?
ব্যবসা সামলাবেন করিশ্মার বড় মেয়ে সামাইরা?
ইতিমধ্যেই উঠে এসেছে একটি জল্পনা যে করিশ্মার বড় মেয়ে সামাইরা যাকি সঞ্জয়ের ব্যবসা সামলাতে পারেন। সঞ্জয়ের ৩ ছেলে মেয়ের মধ্যে সামাইরাই সবচেয়ে বড়। তিনি সাবালিকা। করিশ্মার সঙ্গে সঞ্জয়ের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। অন্যদিকে পিয়া সচদেবের সঙ্গে সঞ্জয়ের এক ছেলে ও রয়েছে। যদিও সঞ্জয় কপূরের কোম্পানির তরফ থেকে স্পষ্ট জবাব দেওয়া হয়েছে সঞ্জয় কপূরের কোনোও সন্তানই এখন ব্যবসা সামলানোর জন্য তৈরি নয়। এমতাবস্থায়, বোর্ড অফ ডিরেক্টরস মিলিতভাবে কোম্পানির নতুন চেয়ারম্যান নির্বাচন করবেন। বর্তমানে কোম্পানির দায়িত্ব ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও বিবেক বিক্রম সিংহের-এর হাতে রয়েছে।
২০০৩ সালে করিশ্মা ও সঞ্জয়ের বিবাহ হয়েছিল। ২০১৬ সালে লম্বা আইনি লড়াইয়ের পরে তাঁদের সম্পর্ক ভেঙে যায়। এখন ছেলে ও মেয়েকে নিয়ে আলাদাই থাকছিলেন করিশ্মা। অন্যদিকে সঞ্জয় বিয়ে করেছিলেন মডেল পিয়া সচদেবকে। সুখী দাম্পত্য ছিল তাঁদের। তবে সঞ্জয়ের সঙ্গে বিচ্ছেদের পরে আর বিবাহ করেননি করিশ্মা কপূর। বৃহস্পতিবার দুপুরেই আমদাবাদে ঘটে যাওয়া দুর্ভাগ্যজনক প্লেন দুর্ঘটনার কথা শুনে নিজের ট্যুইটার অ্যাকাউন্ট থেকে পোস্ট ও করেছিলেন সঞ্জয় কপূর। কিন্তু তখন সম্ভবত তিনি নিজেও কল্পনা করতে পারেননি যে আমদাবাদ ফ্লাইট দুর্ঘটনার দিনটি তাঁর জীবনেরও শেষ দিন হবে।






















