RJ Mahvash: ওয়েব সিরিজে সুযোগ, লাখ লাখ ভিউজ.. চাহালের জন্যই কেরিয়ারে বড় প্রাপ্তি মাহভাশের?
Yuzvendra Chahal: চাহলের সঙ্গে তাঁকে দেখা যাওয়ার পর থেকেই একের পর এক অফার পেতে শুরু করেছেন মাহভাশ?

কলকাতা: যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal)-এর সঙ্গে তাঁকে দেখা যাওয়ার পর থেকেই খবরের শিরোনামে তিনি। চাহালের সঙ্গে তিনি প্রেম করছেন কি না, তা নিয়েই সবার আগ্রহ। এ নিয়ে অবশ্য মুখ খোলেননি কেউই। তবে এবার সোশ্যাল মিডিয়ায় খোলাখুলি সম্পর্ক নিয়ে কথা বললে আরজে মাহভাশ (RJ Mahvash)। তাঁকে সোশ্যাল মিডিয়ায় চূড়ান্ত কটাক্ষের শিকার হতে হয়েছে। তাঁর কেরিয়ার নাকি মোড় নিয়েছে চাহালের জন্যই। চাহলের সঙ্গে তাঁকে দেখা যাওয়ার পর থেকেই একের পর এক অফার পেতে শুরু করেছেন মাহভাশ। সদ্য একটি ওয়েব সিরিজেও দেখা গিয়েছে তাঁকে। আর এবার এই নিয়ে মুখ খুললেন মাহভাশ। কী বললেন তিনি?
সোশ্যাল মিডিয়া ট্রোলিং নিয়ে মুখ খুললেন মাহভাশ
সদ্যই আরজে মাহভাশ তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করেছেন। শুরুতে তিনি বলেন, ‘আমি ২০১৯ সাল থেকে ক্রিকেটের পিচে আছি।’ এরপর অভিনেত্রী ভিডিওটিতে তার কাজের ঝলক দেখিয়েছেন। তার একটি প্রয়োজনা সংস্থা আছে। যেখানে নওয়াজউদ্দিন সিদ্দিকীর ‘সেকশন ১০৮’ সহ বেশ কয়েকটি সিনেমা তৈরি হয়েছে। ভিডিওতে তাকে সালমান খান থেকে শুরু করে কার্তিক আরিয়ান পর্যন্ত অনেক তারকার ইন্টারভিউ নিতে দেখা গেছে। এছাড়াও, অনেক শো-তে পুরস্কার নিতেও দেখা যাচ্ছে তাকে।
View this post on Instagram
‘পুরস্কার পেতে পরিশ্রম করতে হয়’
এরপর মাহভাশ বলেন, ‘লোকে বলে এই মেয়েটির মধ্যে প্রতিভা কী আছে, তাদের আমি বলতে চাই যে আমি একজন বিজ্ঞানীর মেয়ে এবং দুটি বই লিখেছি। পুরস্কার আনতে পরিশ্রম করতে হয়। আমি শুধু মজা করার জন্য এইসব করি। সবচেয়ে বেশি ভিউ হওয়া রিলের সেরা ১০-এর মধ্যে ছিলাম।’
‘ইউজি আমার বন্ধু এবং আমি চিৎকার করে বলব’
অন্যদিকে, যুজবেন্দ্র চাহালকে নিয়ে কথা বলতে গিয়ে আরজে মাহভাশ বলেন, ‘যদি আমার কোনও বন্ধু যদি বড় জায়গায় থাকে, তাহলে আমি চিৎকার করে তার সম্পর্কে কথা বলব। যদি তোমার হত, তাহলে তুমিও করতে, আর যার সঙ্গে ওঠাবসা করি, তাদের কথাই তো বলব, তাই না? আমার এমন অনেক বন্ধু আছে, যাদের বাড়ির ভাড়াও আমি দিয়েছি। তাহলে আমার গরিব বন্ধুদের নিয়ে তো তোমরা কোনো কথাই বলো না। আমি ফিল্ম প্রযোজক, অভিনেতা, কনটেন্ট ক্রিয়েটর, রেডিও জকি, হোস্ট—সবকিছুই করেছি। আমার কেরিয়ার অনেক লম্বা এবং ব্যাংক ব্যালেন্স দেখালে তো..’ এরপর অভিনেত্রী হাসতে হাসতে ভিডিওটি শেষ করেন।






















