Gehraiyaan Film Update: 'গহেরাইয়াঁ' দেখে অনন্যা পাণ্ডেকে বিশেষ প্রশংসা ঈশান খট্টরের, সম্পর্কের গন্ধ পাচ্ছেন নেটিজেনরা
এদিন নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে অনন্যা পাণ্ডের ছবি শেয়ার করে 'গহেরাইয়াঁ' ছবিতে অনন্যা পাণ্ডের প্রশংসা করেছেন ঈশান খট্টর। শাহিদ কপূরের ভাই ঈশান খট্টরের এই পোস্ট দেখে সম্পর্কের গুঞ্জন আরও জোরাল হয়েছে।
মুম্বই: সদ্যই মুক্তি পেয়েছে বহু প্রতীক্ষিত বলিউড ছবি 'গহেরাইয়াঁ' (Gehraiyaan)। এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন (Deepika Padukone), সিদ্ধান্ত চতুর্বেদী এবং অনন্যা পাণ্ডে। ত্রিকোণ প্রেমের এই ছবি মুক্তি পাওয়ার পর থেকে বিভিন্ন মহল থেকে প্রশংসা পাচ্ছে। বলিউডের অন্দর থেকে দর্শকেরা নিজেদের মতো করে প্রতিক্রিয়া জানাচ্ছেন। বহু তারকা নিজেদের অনুরাগী এবং দর্শককে 'গহেরাইয়াঁ' দেখার পরামর্শ দিচ্ছেন। তেমনই সদ্য মুক্তি পাওয়া এই ছবি দেখেছেন বলিউড অভিনেতা ঈশান খট্টর (Ishaan Khattar)। ছবি দেখে তিনি অভিনেত্রী অনন্যা পাণ্ডের (Ananya Panday) অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ। তাঁর প্রতিক্রিয়া নজর কেড়েছে নেট নাগরিকদের।
এদিন নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে অনন্যা পাণ্ডের ছবি শেয়ার করে 'গহেরাইয়াঁ' ছবিতে অনন্যা পাণ্ডের প্রশংসা করেছেন ঈশান খট্টর। সঙ্গে 'ব্র্যাভো' লেখা স্টিকারও যোগ করেছেন। শাহিদ কপূরের ভাই ঈশান খট্টরের এই পোস্ট দেখে সম্পর্কের গুঞ্জন আরও জোরাল হয়েছে।
আরও পড়ুন - Anil Kapoor Update: স্কুল জীবনের ছবি পোস্ট অনিল কপূরের, দেখুন তো চিনতে পারেন কিনা
বেশ কিছুদিন ধরেই ঈশান খট্টরের সঙ্গে অনন্যা পাণ্ডের সম্পর্কের কথা শোনা যাচ্ছে। যদিও ঈশান খট্টর কিংবা অনন্যা পাণ্ডে দুজনের কেউই প্রকাশ্যে তাঁদের সম্পর্কের কথা স্বীকার করেননি। কিন্তু সাম্প্রতিককালে তাঁদের প্রকাশ্য কথপোকথন সম্পর্কের জল্পনাকে আরও উস্কে দিয়েছে। 'খালি পিলি' ছবিতে দুই তারকা একে অপরের সঙ্গে স্ক্রিন শেয়ারও করেছেন।
প্রসঙ্গত, সম্প্রতি বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত কারও নাম না করে এই ছবিকে বিঁধেছেন সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে স্টোরি দিয়ে ছবিটি সম্পর্কে লেখেন কঙ্গনা। সেখানে মনোজ কুমারের 'হিমালয়া কি গোদ মে' ছবির 'চাঁদ সি মহবুবা' গানটির সঙ্গে নিজের বক্তব্য প্রকাশ করেন কঙ্গনা। তিনি লেখেন, 'আমিও মিলেনিয়াল কিন্তু আমি এই ধরনের রোম্যান্স বুঝতে পারি... নতুন প্রজন্ম বা মিলেনিয়ালের নামে আবর্জনা পরিবেশন করবেন না দয়া করে। খারাপ ছবি খারাপই হয়, যতই ত্বক প্রদর্শন করা হোক বা পর্নগ্রাফি দেখানো হোক না কেন তা কিছুতেই ছবিটিকে ভাল করতে পারে না। এটা খুবই সাধারণ কথা, কোনও 'গভীর' কথা নয়।'